প্রতিবেশী থেকে জীবনসঙ্গী ! ৭ বছর ডেট করার পর বিয়ে, টিম ইন্ডিয়ার এই ক্রিকেটারের লাভ স্টোরি জেনে নিন
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Indian Cricketer Love Story: অজিঙ্কা রাহানে ও রাধিকার প্রেম হার মানায় সিনেমাকেও ৷ বিয়ের দিনই করে ফেলেছিলেন এই ‘বড় ভুল’ রাহানে ৷
advertisement
1/5

অজিঙ্কা রাহানে এবং তাঁর স্ত্রী রাধিকা ধোপাভকরের ‘লাভ স্টোরি’ খুবই মজাদার। রাধিকা রাহানের বোনের বন্ধু ছিলেন। দু’জনেই ছোটবেলা থেকে একে অপরকে চিনতেন। কে জানত যে রাহানে এবং রাধিকা একদিন একে অপরকে ভালবেসে ফেলবেন এবং বিয়ে করার সিদ্ধান্ত নেবেন। আসুন জানা যাক তাঁদের প্রেম কাহিনি কীভাবে শুরু হয়েছিল এবং বিয়ের দিনের সেই মজাদার ঘটনা যখন রাহানে তাঁর বিয়েতে জিন্স পরে চলে এসেছিলেন !
advertisement
2/5
তাঁরা দু’জনেই মুম্বইয়ের মুলুন্ডে একই পাড়ায় বড় হয়েছেন এবং প্রায়ই বাড়ি এবং স্কুলে দেখা করতেন। কম বয়স থেকেই রাহানে এবং রাধিকার একটি গভীর সম্পর্ক তৈরি হয়েছিল। তারপর কলেজে পড়াকালীন একসঙ্গে আরও বেশি মেলামেশার পর ২০০৭ সালে তাঁদের বন্ধুত্ব প্রেমে পরিণত হয়। বিয়ের আগে তাঁরা ৭ বছর ধরে একে অপরকে ডেট করেছিলেন। জানা গিয়েছে, রাহানে এবং রাধিকা একই সোসাইটিতে থাকতেন। রাহানের বোন এবং রাধিকা দু’জনেই কলেজের বন্ধু ছিলেন।
advertisement
3/5
দুনিয়ায় এমন কিছু হয়তো নেই, মন থেকে যা চাইলে পাওয়া যায় না। অনেকে বলেন ছেলেবেলার প্রেম টেকে না। এ কথা যে ভুল, তার অন্যতম প্রমাণ মাঝে মাঝেই মেলে। রাহানে সেই ছেলেবেলায় যাঁকে মন দিয়ে বসেছিলেন, তাঁকেই জীবনসঙ্গী হিসেবে পেয়েছেন।
advertisement
4/5
প্রথমে রাহানে ও রাধিকা ভাল বন্ধু ছিলেন। পরিকল্পনা করে বোনের বন্ধুর সঙ্গে কথা বলা বাড়াননি রাহানে। সময় যত এগিয়েছে তাঁদের বন্ধন মজবুত হয়েছে। পরবর্তীতে তাঁরা একে অপরকে আরও বেশি চিনতে শুরু করেন। তাঁদের সম্পর্ক অন্য মোড় নিতে শুরু করে। কলেজে ওঠার পর তাঁরা দু’জন কলেজ বাঙ্ক করে সিনেমা দেখতে যেতেন। মাঝে মাঝে পার্কেও বেড়াতে যেতেন। একটা সময়ের পর রাহানে ও রাধিকা ঠিক করেন সারাজীবন একসঙ্গে থাকবেন। পরিবার কখনই বাধা দেয়নি তাঁদের সম্পর্কে।
advertisement
5/5
২০১৪ সালে রাহানে-রাধিকার বিয়ে হয়। তাঁদের বিয়ের এক মজার গল্প রয়েছে। এক সাক্ষাৎকারে কেকেআরের অধিনায়ক জানান, তিনি নিজের বিয়ের জন্য পোশাক কেনার সময় পাননি। তাই বিয়ের দিন শার্ট জিন্স পরে হাজির হয়েছিলেন। যা দেখে রাধিকা এবং তাঁর পরিবারের সকলে অবাক হয়ে গিয়েছিলেন। আর রাধিকা রাহানের উপর ভালমতোই রেগে গিয়েছিলেন। অজিঙ্কা রাহানে পরে নিজেই একথা স্বীকার করেছেন ৷