TRENDING:

Malda Gunman in School: বন্দুকবাজের দাপাদাপির পর থমথমে স্কুলের পরিবেশ, আতঙ্কে পড়ুয়াদের উপস্থিতি কম

Last Updated:

Malda Gunman in School: এখনও আতঙ্কে রয়েছে পড়ুয়ারা। ভয়ে অনেকেই স্কুলমুখী হল না বৃহস্পতিবার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: এখনও আতঙ্কে রয়েছেন পড়ুয়ারা। ভয়ে অনেকেই স্কুলমুখী হল না বৃহস্পতিবার। পড়ুয়াদের মধ্যে ভয় কাটানোর চেষ্টা স্কুল কতৃপক্ষের। থমথমে গোটা স্কুল চত্বর। পুলিশ পাহাড়ায় চলছে স্কুল। বৃহস্পতিবার স্কুলের সদর গেটে মোতায়েন করা হয় পুলিশ। বন্দুকবাজের দাপাদাপির পর পুরাতন মালদহের চন্দ্র মোহন হাইস্কুলের পড়ুয়াদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বন্দুকবাজের দাপাদাপির পর থমথমে স্কুলের পরিবেশ
বন্দুকবাজের দাপাদাপির পর থমথমে স্কুলের পরিবেশ
advertisement

বুধবার স্কুলে ক্লাস চলাকালীন হঠাৎ আগ্নেয়াস্ত্র হাতে এক ব্যক্তি ঢুকে পড়েন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এদিন গোটা স্কুলে। আগ্নেয়াস্ত্র উচিয়ে নিজের স্ত্রী-পুত্রকে ফিরে পাওয়ার আবেদন করতে থাকেন দেব বল্লভ রায় নামে ওই ব্যক্তি। বিশাল পুলিশ বাহিনী ঘিরে ফেলে গোটা স্কুল। ক্লাসের মধ্যে পড়ুয়াদের আটকে রেখে সমানে নিজের আবেদন করতে থাকে। সেই সুযোগে সাংবাদিক সেজে মালদহ জেলা পুলিশের ডেপুটি পুলিশ সুপার আজাহার উদ্দিন খান তাঁর উপর ঝাপিয়ে পড়েন।

advertisement

আরও পড়ুন: স্কুলে রিভলবার নিয়ে দাপাচ্ছে যুবক, সঙ্গে অ্যাসিডের বোতল! আমেরিকা নয়, মালদহের ঘটনা

View More

ওই ব্যক্তিকে আটক করে পুলিশ। সমস্ত ঘটনা ক্লাসরুমে উপস্থিত প্রায় ৭০ জন পড়ুয়ার সামনে হয়। এই দেখেন আতঙ্কিত হয়ে পড়ে পড়ুয়ারা। ঘটনার পরেই স্কুল ছুটি দেওয়া হয়। গোটা স্কুল ঘিরে ফেলে বিশাল পুলিশ বাহিনী। বৃহস্পতিবার সকালেও স্কুল চত্বরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এই ঘটনা দেখে রীতিমত স্কুলের পড়ুয়ারা আতঙ্কিত রয়েছে। যার জেলে বৃহস্পতিবার স্বাভাবিকভাবেই উপস্থিতির হার অনেকটাই কমেছে পড়ুয়াদের। যদিও স্কুল কর্তৃপক্ষ ও প্রধান শিক্ষক পড়ুয়াদের ভয় দূর করার চেষ্টা করেছে।

advertisement

আরও পড়ুন: মালদহের স্কুলে বন্দুকবাজের তাণ্ডবে দিল্লির 'চক্রান্ত'! গভীর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন মমতা

স্কুলের প্রধান শিক্ষক এদিন স্কুল শুরুর প্রথমেই প্রার্থনা লাইনে সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে ভয় দূর করার জন্য ভাষণ দেন। পুলিশ প্রশাসন স্কুলের সঙ্গে রয়েছে তাই ভয়ের কোনও কারণ নেই এই ভাবেই বোঝানোর চেষ্টা করেন পড়ুয়াদের। এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক স্বাগতম সাহা বলেন, 'ঘটনার পর ছাত্রছাত্রীরা কিছুটা হলেও আতঙ্কিত হয়েছিল। আমরা স্কুলের পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের ভয় ভাঙ্গানোর চেষ্টা করছি। পুলিশ প্রশাসন আমাদের সঙ্গে রয়েছে এই বিষয়টি বোঝানো হচ্ছে পড়ুয়াদের। আশা করছি খুব দ্রুত স্বাভাবিক ছন্দে স্কুলের পঠন-পাঠন শুরু হবে।' এই দিনও স্কুলে পঠন-পাটন স্বাভাবিকভাবেই হচ্ছে। তবে যে ক্লাসরুমে এই ঘটনা ঘটেছিল। সেই ক্লাসে পড়ুয়ার উপস্থিতি খুবই কম দেখা গিয়েছে এদিন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/মালদহ/
Malda Gunman in School: বন্দুকবাজের দাপাদাপির পর থমথমে স্কুলের পরিবেশ, আতঙ্কে পড়ুয়াদের উপস্থিতি কম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল