মূলত ফুলের মরশুমে ব্যাপক চাহিদা থাকে এই চারা গাছের। একাধিক প্রজাতির গাঁদা ফুল, গোলাপ ফুল, আ্যসটার, ক্যালেন্ডুলা, গ্যাজেনিয়া, পিটুনিয়া ইত্যাদি ফুলের একাধিক প্রজাতির চারা চাষ করছেন তিনি। ১৫ থেকে ২০ দিন অন্তর অন্তর চারাগুলো পর্যাপ্ত পরিমাণে বড় হলেই বিক্রি করছেন বাজারে। ১০ টাকা থেকে ৩০ টাকা আবার ১০০ টাকা দামের চারা বিক্রি করছেন পাইকারদের।
advertisement
আরও পড়ুন: হয় না টাকা-পয়সার লেনদেন, ব্যবসা চলছে বিনিময় প্রথার আদি পরম্পরায়! অনন্য নজির দক্ষিণ ২৪ পরগনায়
চারা চাষি সাগর মণ্ডল জানান, “প্রায় ৩০ বছর থেকে চাষের কাজের সঙ্গে যুক্ত। একাধিকবার ফসল, ফল, সবজি চাষ করেছি। তবে সেই পরিমাণ আর্থিকভাবে লাভবান হতে পারেনি। বেশ কয়েক বছর থেকে জমিতে ফুলের চারা গাছ চাষ করছি। ভাল উপার্জন হচ্ছে।” এক ফুলের চারা ক্রেতা উজ্জ্বল কর্মকার জানান, “এই মরশুমে ফুলের চারার চাহিদা ব্যাপক। প্রতি বছরই ফুলবাগানের জন্য চারা নিয়ে যায় এখান থেকে। পাইকারি দামে এক জায়গা থেকেই অনেক রকম চারা পেয়ে যায়।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সাধারণত ফল, ফসল, সবজি, চাষ জমিতে দেখা মিললেও। চারা গাছের চাষ খুব কমই দেখা দেয়। তবে এই চাষির এমন বিকল্প পদ্ধতি চাষের ক্ষেত্রে নতুন দিশা দেখাচ্ছে জেলার চাষিদের।





