হয় না টাকা-পয়সার লেনদেন, ব্যবসা চলছে বিনিময় প্রথার আদি পরম্পরায়! অনন্য নজির দক্ষিণ ২৪ পরগনায়

Last Updated:

এখনও বিনিময় প্রথা চলে একটি ব্যবসায়। যেখানে ব্যবহার হয় না নগদ টাকা। কীভাবে জানতে হলে যেতে হবে দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায়।

+
খেজুর

খেজুর রসের ব্যবসায় বিনিময় প্রথা

মথুরাপুর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: এখনও বিনিময় প্রথা চলে একটি ব্যবসায়। যেখানে ব্যবহার হয় না নগদ টাকা। কীভাবে জানতে হলে যেতে হবে দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায়। এই এলাকায় খেঁজুর গাছ ভাড়া দেওয়া হয়।
খেঁজুর গাছ শিউলিদের কাছে ভাড়া দেয় মালিক। এর বিনিময়ে গাছের মালিক নেয় গুড়। গাছ পিছু দুই কেজি আড়াই কেজি পর্যন্ত গুড় নেয় তারা। কোনও টাকার লেনাদেনা সেভাবে হয় না। ফলে এখনও এখানে চলে বিনিময় প্রথা।
advertisement
advertisement
বিনিময় প্রথার মতো এই আদি পরম্পরা বজায় আছে এখনও। আসলে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর বিখ্যাত মোয়ার জন্য। এই মোয়াতে লাগে নলেন গুড়। আর এই গুড় আসে দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা থেকে। শীতের শুরুতেই শিউলিরা বের হয়ে যান‌ গাছের খোঁজে। মালিকের সঙ্গে কথা হয়ে শুরু হয় গাছ কাটা। কিন্তু বিনিময় হয় গুড়ের। সেই গুড় আবার পিঠের সঙ্গে খাওয়া থেকে শুরু করে অনেক কিছুর সঙ্গে খাওয়া হয়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ নিয়ে স্বপন অধিকারী নামের এক শিউলি জানিয়েছেন, তিনি প্রায় ৪০০ খেঁজুর গাছ কাটছেন এবছর। প্রায় প্রত্যেক জন গুড় নেবেন বলেছেন। ফলে গুড় তৈরি করে তাদের একটা অংশ দিতে হয়। বাকিটা পাঠানো হয় জয়নগরে। এই কথার সঙ্গে একমত রুলামিন শেখ নামের এক শিউলি। তিনি নিজে ১০০ গাছ কাটছেন এবছর। ভোর থেকে কাজ শুরু হয়। চলে সকাল পর্যন্ত। এর মধ্যে তৈরি গুড় বাজারে বিক্রি হয়। গাছের মালিক কিন্তু গুড়ই চান বলে জানিয়েছেন তিনি। ফলে এই ব্যবসায়ে এখনও রয়ে গিয়েছে বিনিময় প্রথা।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
হয় না টাকা-পয়সার লেনদেন, ব্যবসা চলছে বিনিময় প্রথার আদি পরম্পরায়! অনন্য নজির দক্ষিণ ২৪ পরগনায়
Next Article
advertisement
EXCLUSIVE: লাল কেল্লা বিস্ফোরণের ষড়যন্ত্র কীভাবে রচিত হয়েছিল, সন্ত্রাস ও বিশ্বাসঘাতকতার গল্প
লাল কেল্লা বিস্ফোরণের ষড়যন্ত্র কীভাবে রচিত হয়েছিল, সন্ত্রাস ও বিশ্বাসঘাতকতার গল্প
  • লাল কেল্লা বিস্ফোরণের ষড়যন্ত্র কীভাবে রচিত হয়েছিল

  • সন্ত্রাস ও বিশ্বাসঘাতকতার গল্প

  • এক্সক্লুসিভ রিপোর্ট

VIEW MORE
advertisement
advertisement