Business Idea: কাজ হারিয়ে দুর্দান্ত বিজনেস আইডিয়া বের করলেন নদিয়ার ব্যবসায়ী! ভাল লাভের পাশাপাশি স্বনির্ভর হচ্ছেন এলাকার মহিলারাও

Last Updated:

নদিয়া জেলার সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ ব্লকের শাকদহ গ্রাম আজ এক নতুন উদ্যোগে আত্মনির্ভরতার দৃষ্টান্ত স্থাপন করেছে।

+
কাপড়ের

কাপড়ের তৈরি ফুলের টব

কৃষ্ণগঞ্জ, নদিয়া, মৈনাক দেবনাথ: নদিয়া জেলার সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ ব্লকের শাকদহ গ্রাম আজ এক নতুন উদ্যোগে আত্মনির্ভরতার দৃষ্টান্ত স্থাপন করেছে। এখানকার বাসিন্দা বকুল দাস লকডাউনের সময় চাকরি হারিয়ে নতুন পথে হাঁটেন। আগে তিনি এক কোম্পানিতে কাটিং মাস্টার হিসাবে কাজ করতেন। কাজ হারানোর পর নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে বাড়িতেই শুরু করেন কাপড়ের ফুলের টব তৈরির ব্যবসা।
শহরের বর্জ্য পদার্থ থেকে তৈরি বিশেষ ধরনের কাপড় অনলাইনে অর্ডার করে আনেন বকুলবাবু। সেই কাপড় কেটে গ্রামীণ মহিলাদের সহযোগিতায় সেলাই মেশিনে টব তৈরি করা হয়। তৈরি টব ভাঁজ করে পোস্ট অফিসের মাধ্যমে দেশের বিভিন্ন রাজ্যে পাঠানো হচ্ছে। আগে কুরিয়্যার পরিষেবায় খরচ বেশি পড়ত, এখন ডাক বিভাগের সহযোগিতায় সেই খরচ অনেকটাই কমেছে।
advertisement
advertisement
এই উদ্যোগে গ্রামীণ এলাকার মহিলারা ঘরে বসেই উপার্জনের সুযোগ পাচ্ছেন। অনেকের সংসারে নতুনভাবে আর্থিক স্বস্তি ফিরেছে। টবগুলির পরিবেশবান্ধব বৈশিষ্ট্যও উল্লেখযোগ্য এগুলি পচনশীল কাপড়ে তৈরি, ফলে পুরনো হয়ে গেলেও মাটির সঙ্গে মিশে যায়। পাশাপাশি, এই টবে লাগানো গাছ দীর্ঘদিন সতেজ থাকে বলে ক্রেতাদের মধ্যেও এর জনপ্রিয়তা বাড়ছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বর্তমানে ছোট থেকে বড় বিভিন্ন সাইজের এই কাপড়ের টবের চাহিদা বাড়ছে গোটা ভারতে। এমনকি বিদেশেও এর অর্ডার আসছে বলে জানান উদ্যোক্তা বকুল দাস। গ্রামের মহিলাদের সঙ্গে মিলে এক অভিনব ও টেকসই উদ্যোগের মাধ্যমে তিনি শুধু নিজের জীবিকাই গড়ে তোলেননি, আশেপাশের বহু পরিবারেও আশার আলো জ্বালিয়েছেন। নদীয়ার এই চাঁদবাগানের টব এখন দেশের নানা প্রান্তের ছাদবাগান ও বারান্দায় শোভা বাড়াচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Business Idea: কাজ হারিয়ে দুর্দান্ত বিজনেস আইডিয়া বের করলেন নদিয়ার ব্যবসায়ী! ভাল লাভের পাশাপাশি স্বনির্ভর হচ্ছেন এলাকার মহিলারাও
Next Article
advertisement
EXCLUSIVE: লাল কেল্লা বিস্ফোরণের ষড়যন্ত্র কীভাবে রচিত হয়েছিল, সন্ত্রাস ও বিশ্বাসঘাতকতার গল্প
লাল কেল্লা বিস্ফোরণের ষড়যন্ত্র কীভাবে রচিত হয়েছিল, সন্ত্রাস ও বিশ্বাসঘাতকতার গল্প
  • লাল কেল্লা বিস্ফোরণের ষড়যন্ত্র কীভাবে রচিত হয়েছিল

  • সন্ত্রাস ও বিশ্বাসঘাতকতার গল্প

  • এক্সক্লুসিভ রিপোর্ট

VIEW MORE
advertisement
advertisement