TRENDING:

৮৪ তেও অটুট এগিয়ে যাওয়ার লড়াই! আন্তর্জাতিক স্তরে ব্রোঞ্জ পেলেন মালদহের প্রবীণ

Last Updated:
মাস্টার্স অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার উদ্যোগে তামিলনাড়ুর চেন্নাইয়ে অনুষ্ঠিত হয় ২৩ তম এশিয়ান মাস্টার্স চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা। সেখানে ৮০ ঊর্ধ্ব পুরুষ বিভাগে ১৫০০ মিটার দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন নকুল বাবু। প্রায় ১৬ টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে তৃতীয় হয়ে ব্রোঞ্জ পদক আনেন দেশের জন্য।
advertisement
1/5
৮৪ তেও অটুট এগিয়ে যাওয়ার লড়াই! আন্তর্জাতিক স্তরে ব্রোঞ্জ পেলেন মালদহের প্রবীণ
এবারে খেলার জগতে জেলার নাম উজ্জ্বল করলেন মালদহের ৮০ ঊর্ধ্ব প্রবীণ নকুল চৌধুরী। ১০০ বা ২০০ মিটার নয় ১৫০০ মিটার দৌড় প্রতিযোগিতায় তৃতীয় হয়ে আন্তর্জাতিক স্তরের খেলায় পদক আনলেন দেশের হয়ে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
2/5
মাস্টার্স অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার উদ্যোগে তামিলনাড়ুর চেন্নাইয়ে অনুষ্ঠিত হয় ২৩ তম এশিয়ান মাস্টার্স চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা। সেখানে ৮০ ঊর্ধ্ব পুরুষ বিভাগে ১৫০০ মিটার দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন নকুল বাবু। প্রায় ১৬ টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে তৃতীয় হয়ে ব্রোঞ্জ পদক আনেন দেশের জন্য।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
3/5
আর ১৬ বছর পরেই সেঞ্চুরি ঠেকাবেন। তবে এখনও হাড় মজবুত। খেলার নেশায় ৮৪ বছর বয়সেও আন্তর্জাতিক স্তরের খেলায় দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন মালদহ শহরের ফুলবাড়ী এলাকার প্রবীণ নকুল চৌধুরী।কেন্দ্রীয় আবগারি ও শুল্ক বিভাগে আধিকারিক হিসেবে কর্মরত ছিলেন তিনি।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
4/5
নকুল বাবু জানান, "ছোটবেলা থেকেই তাঁর নেশা খেলাধুলার। কাজের মধ্যে তা হয়ে ওঠেনি। তবে অবসরের পর প্রতিদিনই শহরের বৃন্দাবনী মাঠে শরীরচর্চার পাশাপাশি নিয়মিত প্রস্তুতি নেন। কোন প্রশিক্ষক নয় নিজেই নিয়মিত প্রশিক্ষণ নিতেন মাঠে গিয়ে। সেই থেকেই বিভিন্ন জায়গায় রাজ্য, জাতীয়, আন্তর্জাতিক স্তরে খেলার সুযোগ করেন তিনি।"(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
5/5
রাজ্য এবং জাতীয় স্তরে একাধিকবার অংশগ্রহণ করেছেন। দৌড় প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় দুটোই স্থান অধিকার করেছেন এর আগে। তবে এবারে আন্তর্জাতিক স্তরে এই প্রথম পদক এনে নজর কেড়েছে সকলের। তাঁর এমন সাফল্যে খুশির হাওয়া দেখা দিয়েছে জেলা জুড়ে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
৮৪ তেও অটুট এগিয়ে যাওয়ার লড়াই! আন্তর্জাতিক স্তরে ব্রোঞ্জ পেলেন মালদহের প্রবীণ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল