Crime News: স্কুলে রিভলবার নিয়ে দাপাচ্ছে যুবক, সঙ্গে অ্যাসিডের বোতল! আমেরিকা নয়, মালদহের ঘটনা
- Published by:Raima Chakraborty
- local18
Last Updated:
Crime News | Malda School | পড়ুয়াদের কথা ভেবে বাইরে অসহায় পুলিশ। বাইরে গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে। উদ্বিগ্ন অভিভাবকরা ভিড় জমিয়েছেন স্কুলের বাইরে।
মালদহ: মালদহের স্কুলে বন্দুকবাজের হামলা। আগ্নেয়াস্ত্র নিয়ে স্কুলের ভিতর দাপাদাপি যুবকের। ক্লাস চলাকালীন স্কুলের ভিতর আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকে পড়ে যুবক। ক্লাসের টেবিলের উপর কাচের বোতলে অ্যাসিড রাখা রয়েছে। পুলিশ সূত্রে খবর, বন্দুকবাদের স্ত্রী স্থানীয় পঞ্চায়েতের বিজেপি সদস্য। পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে পৌঁছেছেন মালদহের পুলিশ সুপার। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। অভিভাবকদের শান্ত থাকার অনুরোধ করেছে পুলিশ।
পড়ুয়াদের কথা ভেবে বাইরে অসহায় পুলিশ। বাইরে গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে। উদ্বিগ্ন অভিভাবকরা ভিড় জমিয়েছেন স্কুলের বাইরে। পুলিশ সূত্রে খবর, আগ্নেয়াস্ত্র নিয়ে স্কুলে ঢুকে পড়ে এক ব্যক্তি। ক্লাস চলাকালীন স্কুলের মধ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকে পড়ে। এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। স্কুলের ক্লাস রুমে ছাত্রদের আটকে রাখা হয় বলে অভিযোগ। আতঙ্কিত হয়ে পড়ে পড়ুয়ারা। পুরাতন মালদহের মুচিয়া চন্দ্র মোহন হাই স্কুলের ঘটনা। স্কুলের বাইরে বহু মানুষ জমায়েত করে ঘটনা জানাজানি হতেই।
advertisement
advertisement
খবর পেয়ে পৌঁছায় মালদহ থানার পুলিশ। এখনও পর্যন্ত এলাকায় থমথমে রয়েছে। ভেতরে রয়েছে ওই ব্যক্তি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। অস্ত্র দেখে আতঙ্গে ছোটাছুটি শুরু করে পড়ুয়ারা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম দেব বল্লভ। বেশ কিছু সময় পর পুলিশ দেব বল্লভকে আটক করে এবং আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করে। তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। অভিভাবকদের কাছে পড়ুয়াদের ফিরিয়ে দেওয়া হয়েছে।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
April 26, 2023 1:57 PM IST