হেমতাবাদ: সাত সকালে লোকালয়ে নৃশংস ভাবে খুন এক ফেরিওয়ালা। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় উত্তর দিনাজপুরের হেমতাবাদে। ঘটনাটি ঘটেছে হেমতাবাদ থানার বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত টিটিহি কালিবাড়ি এলাকায়। রাস্তার ধারে ভুট্টাক্ষেত থেকে উদ্ধার হয় তার মুন্ডুহীন দেহ।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, নিহত ওই ফেরিওয়ালার নাম মোস্তাক। তাঁর বাড়ি মালদহ জেলার কালিয়াচক থানার নবীনগর এলাকায়। জানা যায়, দীর্ঘ ৬-৭ বছর থেকে এই অঞ্চলের বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে জিনিস ফেরি করতেন মোস্তাক। বাঙ্গালবাড়ি মোড়ে এক বাড়িতে ভাড়া থাকতেন তিনি। শুক্রবার সকাল ৭ টা নাগাদ তিনি সাইকেলে জিনিসপত্র নিয়ে বেড়িয়ে পরেন ফেরি করতে। এলাকার একটি চায়ের দোকানে তাঁকে চা খেতেও দেখা যায় বলে স্থানীয় সূত্রের খবর।
আরও পড়ুন: ঘরে মৃতদেহের সারি, পড়ে ৪ লাশ! দুর্গাপুরে হাড়হিম কাণ্ড, আসল ঘটনা জানলে ভয়ে কাঁপবেন
এরপরই ঘটে যায় এমন নৃশংস ঘটনা। খবর চাউর হতেই ভিড় জমে যায় ঘটনাস্থলে। প্রথমে মুন্ডুহীন দেহটি পরে থাকতে দেখা যায়। পাশে সাইকেল ও ফেরির জিনিসপত্র পড়ে ছিল। স্থানীয়রা জানান, আগে এই এলাকায় এমন কোনও ঘটনা ঘটেনি। ফলে এমন ঘটনায় আতঙ্কিত সকলেই। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ বাহিনী। উপস্থিত ছিলেন আই সি অভিজিত দত্ত।
আরও পড়ুন: স্ত্রী-ছেলেকে মুখে পলিথিনের ব্যাগ পেঁচিয়ে খুন, পরে আত্মঘাতী বাঙালি ইঞ্জিনিয়র!
তল্লাশি চালিয়ে কিছুটা দূর থেকে উদ্ধার হয় মুন্ডুটি। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য শ্যামলী বালা রায়। 'আমরা কথা বলেছিলাম অন্যান্য ফেরিওয়ালাদের সঙ্গে। তাঁরাও রকম রীতিমতো আতঙ্কিত। তাঁরা জানান, ভিন্ন ভিন্ন গ্রামে তাঁরা ফেরি করেন। তবে এমন ঘটনা এই এলাকায় কখনও শোনেননি তাঁরা৷ পুরো বিষয়টি নিয়ে ধন্দে ফেরিওয়ালারা।' অন্যদিকে, পুলিশ সূত্রের খবর এই ঘটনার তদন্তের জন্য ইতিমধ্যেই কালিয়াচকের ১ যুবককে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অপর ফেরিওয়ালাদের।
মুক্তা সরকার
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Crime News, North Dinajpur News