Herbal Plants: বাড়ির আশপাশে জন্মানো ভ্যারেন্ডা গাছের পাতাই কোষ্ঠকাঠিন্য, বাতের ব্যথার যম

Last Updated:
Herbal Plants: ভ্যারেন্ডা গাছ থেকে তৈরি তেলকেই ক্যাস্টর অয়েল বলে। চুল পড়ার মতো একাধিক সমস্যা মোকাবিলায় সিদ্ধহস্ত ক্যাস্টর অয়েল।
1/6
 এমনিতে আগাছা,কিন্তু ভিনরাজ্যে এই উদ্ভিদ থেকেই তৈরি হয় নামিদামি তেল। আয়ুর্বেদেও ব্যাপক চাহিদা রয়েছে এই উদ্ভিদের।
এমনিতে আগাছা,কিন্তু ভিনরাজ্যে এই উদ্ভিদ থেকেই তৈরি হয় নামিদামি তেল। আয়ুর্বেদেও ব্যাপক চাহিদা রয়েছে এই উদ্ভিদের।
advertisement
2/6
এই উদ্ভিদের বীজ থেকে তৈরি হয় ওষধি তেল। আয়ুর্বেদে এই উদ্ভিদের নাম ভ্যারেন্ডা, গন্ধর্বহস্ত, দীর্ঘদণ্ড। বাংলায় এই উদ্ভিদকে অনেকে রেড়ী-ও বলে থাকেন। এই উদ্ভিদ থেকে তৈরি এরণ্ড তেলকেই ক্যাস্টর অয়েল বলে। চুল পড়ার মতো একাধিক সমস্যা মোকাবিলায় সিদ্ধহস্ত ক্যাস্টর অয়েল।
এই উদ্ভিদের বীজ থেকে তৈরি হয় ওষধি তেল। আয়ুর্বেদে এই উদ্ভিদের নাম ভ্যারেন্ডা, গন্ধর্বহস্ত, দীর্ঘদণ্ড। বাংলায় এই উদ্ভিদকে অনেকে রেড়ী-ও বলে থাকেন। এই উদ্ভিদ থেকে তৈরি এরণ্ড তেলকেই ক্যাস্টর অয়েল বলে। চুল পড়ার মতো একাধিক সমস্যা মোকাবিলায় সিদ্ধহস্ত ক্যাস্টর অয়েল।
advertisement
3/6
শীতের আগেই এই গাছের দেখা মেলে। রাস্তার ধারে, বাড়ির আশপাশের ঝোপঝাড়ে বেড়ে ওঠে এই গাছ।
শীতের আগেই এই গাছের দেখা মেলে। রাস্তার ধারে, বাড়ির আশপাশের ঝোপঝাড়ে বেড়ে ওঠে এই গাছ।
advertisement
4/6
আয়ুর্বেদ চিকিৎসক বিশ্বজিৎ ঘোষ জানান,
আয়ুর্বেদ চিকিৎসক বিশ্বজিৎ ঘোষ জানান,"আয়ুর্বেদ চিকিৎসায় ক্যাস্টর অয়েলের বিপুল অবদান। ছোট বাচ্চা, প্রসূতি, বয়স্ক ব্যাক্তিদের কোষ্ঠকাঠিন্য সমস্যা মেটাতে এই উদ্ভিদের জুরি মেলা ভার। যারা দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্যে ভুগছেন, তাঁরা কিছুদিন ১৫-২০ মিলি এরন্ড তেল খেলে আরাম পাবেন। খেতে হবে এক-দুই চামচ উষ্ণ দুধের সঙ্গে মিশিয়ে।
advertisement
5/6
তবে ক্যাস্টর অয়েল খাওয়ার সময় রাত জাগা, অতিরিক্ত তেল-মশলাদার খাবার খাওয়া যাবে না।
তবে ক্যাস্টর অয়েল খাওয়ার সময় রাত জাগা, অতিরিক্ত তেল-মশলাদার খাবার খাওয়া যাবে না।
advertisement
6/6
আয়ুর্বেদ মতে, এই তেল বাতের ব্যথা কমায়। বাতের যন্ত্রণা কমাতে এরন্ড পাতায় সর্ষের তেল মাখিয়ে, একটু গরম করে ব্যথায় সেঁক দিলে আরাম পাবেন।
আয়ুর্বেদ মতে, এই তেল বাতের ব্যথা কমায়। বাতের যন্ত্রণা কমাতে এরন্ড পাতায় সর্ষের তেল মাখিয়ে, একটু গরম করে ব্যথায় সেঁক দিলে আরাম পাবেন।
advertisement
advertisement
advertisement