Bihar Election Exit Polls 2025 Live: News18-এর বুথফেরত সমীক্ষায় বিহারে এগিয়ে এনডিএ, কটি আসন পেতে পারে মহাগঠবন্ধন?

Last Updated:

Bihar Election Exit Poll Results 2025 Live: আজ, ১১ নভেম্বর ভোটগ্রহণ শেষ হওয়ার মাধ্যমে বিহারে শেষ হল ভোটগ্রহণ। দুই দফায় মোট ২৪৩টি আসনে ভোটগ্রহণ হল। এবার ফলের অপেক্ষা, ১৪ নভেম্বর বিহার ভোটের ফল।

প্রসঙ্গত, প্রায় সমস্ত বুথ ফেরত সমীক্ষাই এগিয়ে রেখেছে এনডিএ জোটকে। কিন্তু তাতে বিন্দুমাত্র বিচলিত নন তেজস্বী। তিনি সতর্ক করে বলেন, ভোট গণনায় কোনও কারচুপির চেষ্টা করা হলে জনগণ প্রতিশোধ নেবে এবং তারা যে কোনও ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।''
প্রসঙ্গত, প্রায় সমস্ত বুথ ফেরত সমীক্ষাই এগিয়ে রেখেছে এনডিএ জোটকে। কিন্তু তাতে বিন্দুমাত্র বিচলিত নন তেজস্বী। তিনি সতর্ক করে বলেন, ভোট গণনায় কোনও কারচুপির চেষ্টা করা হলে জনগণ প্রতিশোধ নেবে এবং তারা যে কোনও ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।''

পটনা: আজ, ১১ নভেম্বর ভোটগ্রহণ শেষ হওয়ার মাধ্যমে বিহারে শেষ হল ভোটগ্রহণ। দুই দফায় মোট ২৪৩টি আসনে ভোটগ্রহণ হল। এবার ফলের অপেক্ষা, ১৪ নভেম্বর বিহার ভোটের ফল।

বিহারে এবার ভোট হল দুই দফায়। প্রথম দফায় ৬ নভেম্বর ১২১টি আসনে ভোট হয়েছিল, ১২২টি আসনে ভোট হল মঙ্গলবার। কে জিতবে বিহারের বিধানসভা ভোটে, আভাস পাওয়া যাবে বুথ ফেরত সমীক্ষায়।

Bihar Assembly Election Results ( বিহার নির্বাচন রেজাল্ট) 2025 Live Updates in Bangla

এবারের নির্বাচনে এনডিএ জোটের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিল ১০১টি আসনে বিজেপি, ১০১টি আসনে জেডিইউ, ২৮টি আসনে চিরাগ পাসোয়ানের এসজেপি (রাম বিলাস), ৬টি করে আসনে লড়েছে এইচএএম এবং আরএলপি। একটি আসনে লড়বেন নির্দল প্রার্থী। অন্য দিকে মহাগঠবন্ধনের হয়ে ১৪৩টি আসনে লড়বে আরজেডি, ৬১টি আসনে কংগ্রেস, ২০টি আসনে সিপিআইএমএল, ৩১টি আসনে লড়বে অন্যান্য দল।

ঐতিহাসিক ভাবে এবার বিহারের নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পড়েছে প্রথম দফায়। এই ভোটে জেতা নিয়ে আত্মবিশ্বাসী দুই শিবিরই। শুক্রবার ভোটের ফলের আগে বিহার ভোটে কে জিতবে তার আভাষ পাওয়া যেতে পারে বুথ ফেরত সমীক্ষায়।

(বুথ ফেরত সমীক্ষার ফলাফল প্রকৃত ফলাফল নয়৷ এর সঙ্গে মূল ফলাফল মিলতে না-ও পারে৷ আবার অনেক সময়েই বুথ ফেরত সমীক্ষার সঙ্গে মিলে যায় নির্বাচনের আসল ফলাফল৷)

November 11, 20258:16 PM IST

Bihar Exit Polls 2025 Live: News18-এর সমীক্ষায় কোন দল কত আসন পেতে পারে?

News18-এর সমীক্ষায় বিজেপি ৫৫-৬৫, জেডিইউ ৬০-৭০, বাম ১০-২০, আরজেডি ৫০-৬০, জেডিইউ ৬০-৭০, কংগ্রেস ১৫-২০, এলজেপি ১০-১৫।

November 11, 20257:57 PM IST

Bihar Exit Polls 2025 Live: বিহারে কটি আসন পেতে পারে বাম দলগুলি?

ইন্ডিয়া জোট পিছিয়ে থাকলেও বিহারে ভাল ফল করতে পারে বাম দলগুলি। ১০-২০টি আসন পেতে পারে বাম দলগুলি।

November 11, 20257:45 PM IST

Bihar Exit Polls 2025 Live: News18-এর সমীক্ষা অনুযায়ী, বিহারে ফের নীতীশের সরকার

News18-এর সমীক্ষায় ১৪০ থেকে ১৫০টি আসন পেতে পারে এনডিএ জোট। অন্য দিকে ইন্ডিয়া জোট পেতে পারে ৮৫-৯৫টি আসন। P-MARQ এর সমীক্ষাতেও পিছিয়ে কংগ্রেস-আরজেডি। ১৪২-১৬২টি আসন পেতে পারে এনডিএ, ৮০ থেকে ৯৮টি আসন পেতে পারে কংগ্রেসের জোট। জেভিসি সমীক্ষা অনুযায়ী ১৩৫-১৫০টি আসন পেতে পারে এনডিএ জোট। ৮৮-১০৩টি আসন পেতে পারে ইন্ডিয়া জোট।

News18-এর বুথফেরত সমীক্ষার ফল প্রকাশ্যে
News18-এর বুথফেরত সমীক্ষার ফল প্রকাশ্যে

advertisement
November 11, 20257:39 PM IST

Bihar Exit Polls 2025 Live: News18-এর সমীক্ষার ফল প্রকাশে, জিতবে এনডিএ

News18-এর সমীক্ষায় ১৪০ থেকে ১৫০টি আসন পেতে পারে এনডিএ জোট। অন্য দিকে ইন্ডিয়া জোট পেতে পারে ৮৫-৯৫টি আসন।

November 11, 20257:30 PM IST

Bihar Exit Polls 2025 Live: P-MARQ এর সমীক্ষাতেও পিছিয়ে কংগ্রেস-আরজেডি

P-MARQ এর সমীক্ষাতেও পিছিয়ে কংগ্রেস-আরজেডি। ১৪২-১৬২টি আসন পেতে পারে এনডিএ, ৮০ থেকে ৯৮টি আসন পেতে পারে কংগ্রেসের জোট।

November 11, 20257:19 PM IST

Bihar Election Exit Polls Live: জেভিসি সমীক্ষা অনুযায়ী ১৩৫-১৫০টি আসন পেতে পারে এনডিএ

জেভিসি সমীক্ষা অনুযায়ী ১৩৫-১৫০টি আসন পেতে পারে এনডিএ জোট। ৮৮-১০৩টি আসন পেতে পারে ইন্ডিয়া জোট।

advertisement
November 11, 20257:15 PM IST

Bihar Exit Polls 2025 Live: প্রথম দফা অনুযায়ী কোন দল কত আসন পেতে পারে?

নিউজ১৮-এর বুথফেরত সমীক্ষায়, প্রথম দফা অনুযায়ী কোন দল কত আসন পেতে পারে? প্রথম দফায় ভোট বিহারে ভোট হয়েছিল ১২১টি আসনে।  নিউজ১৮-এর সমীক্ষায় এনডিএ পেতে পারে ৬০-৭০টি আসন। এর মধ্যে বিজেপি ২০ থেকে ৩০, জেডিইউ ৩৫-৪৫ এবং এলজেপি ০-৫টি আসন।

প্রথম দফা অনুযায়ী কোন দল কত আসন পেতে পারে?
প্রথম দফা অনুযায়ী কোন দল কত আসন পেতে পারে?

November 11, 20257:12 PM IST

Bihar Exit Polls 2025 Live: পিউপলস পালসের মতে ১৩৩-১৫৯টি আসন পেতে পারে NDA

পিউপলস পালসের মতে ১৩৩-১৫৯টি আসন পেতে পারে NDA, মহাগঠবন্ধন ৭৫-১০১।

November 11, 20257:00 PM IST

Bihar Exit Polls 2025 Live: ম্যাটরাইজের সমীক্ষায় নীতীশের জয়জয়কার

ম্যাটরাইজের সমীক্ষায় নীতীশের জয়জয়কার, NDA পাবে ১৪৭-১৬৭, INDIA: ৭০-৯০

advertisement
November 11, 20256:58 PM IST

Bihar Exit Polls 2025 Live: পিপল ইনসাইটের জনমত সমীক্ষাতেও এগিয়ে বিজেপি-জেডিইউ জোট

পিপল ইনসাইটের জনমত সমীক্ষাতে NDA পেতে পারে ১৩৩ থেকে ১৪৮টি আসন। মহাগঠবন্ধন পাবে ৮৭ থেকে ১০২টি আসন

November 11, 20257:16 PM IST

Bihar Exit Polls 2025 Live: কোন দল কত আসন পেতে পারে বিহার ভোটে?

সব বুথফেরত সমীক্ষাতেই এগিয়ে এনডিএ। প্রথম দফায় ভোট বিহারে ভোট হয়েছিল ১২১টি আসনে। নিউজ১৮-এর সমীক্ষায় এনডিএ পেতে পারে ৬০-৭০টি আসন। এর মধ্যে বিজেপি ২০ থেকে ৩০, জেডিইউ ৩৫-৪৫ এবং এলজেপি ০-৫টি আসন।

কোন দল কত আসন পেতে পারে বিহার ভোটে?
কোন দল কত আসন পেতে পারে বিহার ভোটে?

November 11, 20256:50 PM IST

Bihar Exit Polls 2025 Live: দৈনিক ভাস্করের সমীক্ষায় এগিয়ে এনডিএ জোট, কত আসন পেতে পারে?

দৈনিক ভাস্করের বুথফেরত সমীক্ষায় এগিয়ে এনডিএ জোট। এনডিএ পেতে পারে ১৪৫-১৬০, ইন্ডিয়া জোট ৭৩-৯১টি আসন।

advertisement
November 11, 20256:45 PM IST

Bihar Exit Polls 2025 Live: প্রথম দফায় কত আসন পেতে পারে ইন্ডিয়া জোট?

কংগ্রেস আরজেডির মহাগঠবন্ধন পেতে পারে ৪৫ থেকে ৫৫টি আসন। এর মধ্যে কংগ্রেস পেতে পারে ৫-১০টি আসন, তেজস্বীর দল ২৫-৩৫টি আসন।

November 11, 20256:57 PM IST

Bihar Exit Polls 2025 Live: প্রথম দফায় এনডিএ কটি আসন পেতে পারে এনডিএ?

প্রথম দফায় ভোট বিহারে ভোট হয়েছিল ১২১টি আসনে।  নিউজ১৮-এর সমীক্ষায় এনডিএ পেতে পারে ৬০-৭০টি আসন। এর মধ্যে বিজেপি ২০ থেকে ৩০, জেডিইউ ৩৫-৪৫ এবং এলজেপি ০-৫টি আসন।

November 11, 20256:38 PM IST

Bihar Exit Polls 2025 Live: কোথায় কত শতাংশ ভোট পড়ল?

কোথায় কত শতাংশ ভোট পড়ল, জেনে নিন তালিকা

advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
Bihar Election Exit Polls 2025 Live: News18-এর বুথফেরত সমীক্ষায় বিহারে এগিয়ে এনডিএ, কটি আসন পেতে পারে মহাগঠবন্ধন?
advertisement
West Bengal Weather Update: ধীরে ধীরে ঠান্ডা বাড়বে রাজ্যে, কতটা নামবে পারদ? সপ্তাহান্তে আরও কমে যেতে পারে তাপমাত্রা
ধীরে ধীরে ঠান্ডা বাড়বে রাজ্যে, কতটা নামবে পারদ? সপ্তাহান্তে আরও কমে যেতে পারে তাপমাত্রা
  • ধীরে ধীরে ঠান্ডা বাড়বে রাজ্যে

  • কতটা নামবে পারদ?

  • সপ্তাহান্তে আরও কমে যেতে পারে তাপমাত্রা

VIEW MORE
advertisement
advertisement