Money Making Tips: ফসলের মরশুম শেষ হতেই বিকল্প চাষ মালদহের চাষির! শীতে চাহিদা তুঙ্গে, কামাচ্ছেন লক্ষ লক্ষ টাকা

Last Updated:

১৫ থেকে ২০ দিন অন্তর অন্তর চারাগুলো পর্যাপ্ত পরিমাণে বড় হলেই বিক্রি করছেন বাজারে। ১০ টাকা থেকে ৩০ টাকা আবার ১০০ টাকা দামের চারা বিক্রি করছেন পাইকারদের। 

+
মালদহে

মালদহে ফুলের চারা চাষ করছেন শ্রমিকরা

মালদহ, জিএম মোমিন: নার্সারি নয় এবারে চাষ জমিতেই ফুলের চারা চাষ। সবজি বা ফসল নয় চাষ জমিতে বীজ ছিটিয়ে হচ্ছে ফুলের চারা চাষ। বছরে একবার ধান চাষ করলেও বেশি মুনাফা লাভের আশায় জমিতেই ফুল গাছের চারা চাষ করছেন মালদহের পুরাতন মালদহ ব্লকের সাহাপুর এলাকার চাষি সাগর মণ্ডল।
মূলত ফুলের মরশুমে ব্যাপক চাহিদা থাকে এই চারা গাছের। একাধিক প্রজাতির গাঁদা ফুল, গোলাপ ফুল, আ্যসটার, ক্যালেন্ডুলা, গ্যাজেনিয়া, পিটুনিয়া ইত্যাদি ফুলের একাধিক প্রজাতির চারা চাষ করছেন তিনি। ১৫ থেকে ২০ দিন অন্তর অন্তর চারাগুলো পর্যাপ্ত পরিমাণে বড় হলেই বিক্রি করছেন বাজারে। ১০ টাকা থেকে ৩০ টাকা আবার ১০০ টাকা দামের চারা বিক্রি করছেন পাইকারদের।
advertisement
advertisement
চারা চাষি সাগর মণ্ডল জানান,‌ “প্রায় ৩০ বছর থেকে চাষের কাজের সঙ্গে যুক্ত। একাধিকবার ফসল, ফল, সবজি চাষ করেছি। তবে সেই পরিমাণ আর্থিকভাবে লাভবান হতে পারেনি। বেশ কয়েক বছর থেকে জমিতে ফুলের চারা গাছ চাষ করছি। ভাল উপার্জন হচ্ছে।” এক ফুলের চারা ক্রেতা উজ্জ্বল কর্মকার জানান, “এই মরশুমে ফুলের চারার চাহিদা ব্যাপক। প্রতি বছরই ফুলবাগানের জন্য চারা নিয়ে যায় এখান থেকে। পাইকারি দামে এক জায়গা থেকেই অনেক রকম চারা পেয়ে যায়।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সাধারণত ফল, ফসল, সবজি, চাষ জমিতে দেখা মিললেও। চারা গাছের চাষ খুব কমই দেখা দেয়। তবে এই চাষির এমন বিকল্প পদ্ধতি চাষের ক্ষেত্রে নতুন দিশা দেখাচ্ছে জেলার চাষিদের।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: ফসলের মরশুম শেষ হতেই বিকল্প চাষ মালদহের চাষির! শীতে চাহিদা তুঙ্গে, কামাচ্ছেন লক্ষ লক্ষ টাকা
Next Article
advertisement
EXCLUSIVE: লাল কেল্লা বিস্ফোরণের ষড়যন্ত্র কীভাবে রচিত হয়েছিল, সন্ত্রাস ও বিশ্বাসঘাতকতার গল্প
লাল কেল্লা বিস্ফোরণের ষড়যন্ত্র কীভাবে রচিত হয়েছিল, সন্ত্রাস ও বিশ্বাসঘাতকতার গল্প
  • লাল কেল্লা বিস্ফোরণের ষড়যন্ত্র কীভাবে রচিত হয়েছিল

  • সন্ত্রাস ও বিশ্বাসঘাতকতার গল্প

  • এক্সক্লুসিভ রিপোর্ট

VIEW MORE
advertisement
advertisement