Mamata Banerjee on Malda Gunman: মালদহের স্কুলে বন্দুকবাজের তাণ্ডবে দিল্লির 'চক্রান্ত'! গভীর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন মমতা
- Written by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Raima Chakraborty
Last Updated:
Mamata Banerjee on Malda Gunman: মালদহের স্কুলে ঢুকে বন্দুকবাজের তাণ্ডবের ঘটনায় দিল্লির চক্রান্ত দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: মালদহের স্কুলে বন্দুবাজের তাণ্ডবের ঘটনায় দিল্লির চক্রান্ত দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে বৈঠকের সময় তিনি বলেন, 'কোনও স্বাভাবিক মানুষ এই কাজ করতে পারে না। হঠাৎ করে মালদহের একটি স্কুলে ঢুকে গেল। হঠাৎ বলতে শুরু করে হস্টেজ করবে। এই সব কোথা থেকে আসে? এবাবে পণবন্দি করা যায়? এ কোথা থেকে এল?'
বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, এর পিছনে দিল্লির চক্রান্ত রয়েছে। এদিন স্কুলগুলিকে দারোয়ান নিয়োগের পরামর্শ দিয়েছেন তিনি। পাশাপাশি, পুলিশের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, 'পুলিশ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। সবাই সুস্থ আছে। যে কায়দায় আজ পণবন্দি করবে ঠিক করেছিল সেই পুরো চক্রান্তকে সমুদ্রে টেনে ফেলে দেওয়া হয়েছে। আমি তাঁদের অভিনন্দন জানাই।'
আরও পড়ুন: স্কুলে রিভলবার নিয়ে দাপাচ্ছে যুবক, সঙ্গে অ্যাসিডের বোতল! আমেরিকা নয়, মালদহের ঘটনা
মুখ্যমন্ত্রীর নির্দেশ, 'আমি স্কুল কমিটিকে বলব দরকার হলে দুটো দারোয়ান রাখা যেতে পারে। আইডি কার্ড ছাড়া এখন তো কেউ ঢুকতে পারে না। এখন এই সব পরিকল্পনা চলবে। বাংলা জুড়ে যে চক্রান্ত করছে তার মধ্যে দিল্লি আছে আমি এখনও বিশ্বাস করি। কে বা কারা আছে আমি জানি না। কিন্তু দিল্লির চক্রান্ত এটুজেড আছে। যেখানেই বিরোধী দল ক্ষমতায় সেখানেই ডিস্টার্ব করে। আমাকে তো প্রথম থেকে করেই।'
advertisement
advertisement
আরও পড়ুন: শরীর থেকে আলাদা পড়ে মাথা! রাস্তার ধারে পরিচিতের দেহ ঘিরে বিরাট চাঞ্চল্য হেমতাবাদে
এমনকী ঘটনার সঙ্গে সাইবার ক্রাইমের সম্পর্ক রয়েছে বলে দাবি করেন মমতা। বলেন, 'এসব পরিকল্পনা করবে। গ্রামবাংলার মানুষ সহজ সরল হয়। ভেবেছে হয়তো কোনও অভিভাবক হবে। এখন এত সহজে সব কিছু নিলে চলবে না। এই যুগটাই হচ্ছে সাইবার ক্রাইমের যুগ। একটা ফোন যেমন আমাদের সাহায্য করে তেমন একটা ফোনের মধ্যে দিয়ে বিশ্বচক্রান্তও করা যায়। আমি বলব সবাইকে একটু লোকালি কনফিডেন্স থাকার জন্য'।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 26, 2023 5:39 PM IST










