Yamraj: দুর্গা কিংবা কালী নয়, সাক্ষাৎ যমরাজের পুজো হয় মালদহে! পাশে থাকেন চিত্রগুপ্ত, ১৫০ বছরের ঐতিহ্য
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Jiam Momin
Last Updated:
Malda Yamaraj Worship: মালদহ শহরের এনএস রোড এলাকায় পূজিত হন সাক্ষাৎ যমরাজ। ১৫০ বছর ধরে হয়ে আসছে যমরাজ ও চিত্রগুপ্তের পুজো।
মালদহ, জিএম মোমিন: সাধারণত বাঙালির ঘরে ঘরে দেখা দেয় দুর্গাপুজো, কালীপুজো, ছট পুজো ইত্যাদি উৎসবের আনন্দ। তবে এবারে এ এক অন্য পুজো মালদহ শহরে। দেবী দেবতা নয়, এই পুজোয় পুজিত হন প্রাণ হরণকারী যমরাজ। তারই সঙ্গে পুজিত হন যমরাজের সচিব চিত্রগুপ্ত। প্রায় ১৫০ বছর আগে মালদহ শহরের এনএস রোড এলাকায় এই পুজোর সূচনা করেন কয়েকজন ব্যক্তি মিলে। তবে বর্তমানে আদিকংশবণিক কালীবাড়ি ও বীণাপাণি সংঘের যৌথ উদ্যোগে কার্তিক পুজোর পরের দিন পুজো হয় যমরাজ ও চিত্রগুপ্তের।
বিশেষ কোনও আয়োজন না থাকলেও এলাকাবাসীরা সকলে মিলে এই পুজোতে অংশগ্রহণ করেন। ইতিমধ্যে শুরু হয়েছে পুজোর প্রস্তুতি। বাইরে থেকে কোনও মৃৎশিল্পী বা ডেকোরেটর এনে নয়, ক্লাব সদস্যরা মিলে তৈরি করেন প্রতিমা এবং মণ্ডপসজ্জা।
আরও পড়ুনঃ কৃষিকাজের পাশাপাশি পরব নাচে জীবন্ত আদিবাসী ঐতিহ্য! সরকারি সহায়তায় খুশিতে উদ্বেল জামবনি
পুজো উদ্যোক্তা তাপস রায় জানান, “প্রতিবছরই কার্তিক পুজোর পরের দিন পুজো করা হয় যমরাজের। পাশেই থাকেন সচিব চিত্রগুপ্ত। দেবী দেবতার পুজোর মতোই নিষ্ঠা সহকারে রীতি মেনে পুজো হয় যমরাজের। বিশেষ তেমন কিছু আয়োজন না থাকলেও এলাকাবাসীরা সকলে মিলে অংশগ্রহণ করেন এই পুজোয়। এই পুজোর কটা দিন খুব আনন্দে কাটে এলাকাবাসীর। পুজোর প্রায় সাতদিন পর মহানন্দা ঘাটে বিসর্জন করা হয় প্রতিমা।”
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আনুমানিক প্রায় দেড়শ বছর আগে এলাকাবাসীরা মিলে এই পুজোর সূচনা করেছিলেন। মাঝে কিছুদিন বন্ধ থাকলেও বর্তমানে প্রতিবছরই এলাকার যুবরা মিলে ক্লাবের উদ্যোগে নিষ্ঠা সহিত এই পুজো করে আসছেন। মণ্ডপসজ্জা বা প্রতিমায় বিশেষ আকর্ষণ না থাকলেও অভিনব অনন্য এই পুজো দেখতে জেলাবাসীদের আগ্রহ থাকে বলে জানান ক্লাব সদস্যরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Maldah,West Bengal
First Published :
November 11, 2025 2:34 PM IST
