LIVE NOW

West Bengal News Today Live: ‘বাড়িতেই হবে চিকিৎসা,’ হাসপাতাল থেকে ছুটি পেলেন ধর্মেন্দ্র! কোন পথে এগোচ্ছে দিল্লি বিস্ফোরণের তদন্ত, নজর বিহারের দিকেও

Last Updated:

কোন পথে এগোচ্ছে দিল্লি বিস্ফোরণ কাণ্ডের তদন্ত? নজর সেদিকে৷ এক্সটি পোলে এগিয়ে সেই মোদি-নীতীশের এনডিএ-ই৷ ভোটকুশলী হয়েও ভোটে ভরাডুবি হওয়ার ইঙ্গিত প্রশান্ত কিশোরের৷ কী হাল হচ্ছে তেজস্বী রাহুলের?

News18
News18

মুম্বই: অবশেষে হাসপাতাল থেকে থেকে ছুটি পেলেন প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র৷ বুধবার ৮৯ বছর বয়সি চলচ্চিত্র অভিনেতা ধর্মেন্দ্রকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। গত ৩১ অক্টোবর শ্বাসকষ্টের অভিযোগের পরে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। কোন পথে এগোচ্ছে দিল্লি বিস্ফোরণ কাণ্ডের তদন্ত? নজর সেদিকে৷ এক্সটি পোলে এগিয়ে সেই মোদি-নীতীশের এনডিএ-ই৷ ভোটকুশলী হয়েও ভোটে ভরাডুবি হওয়ার ইঙ্গিত প্রশান্ত কিশোরের৷ কী হাল হচ্ছে তেজস্বী রাহুলের?

November 12, 202510:12 AM IST

Trump on H-1B Visa:

H-1B ভিসা নিয়ে কি এবার নরম হবেন ট্রাম্প৷ সাংবাদিক বৈঠকে এদিন ট্রাম্প স্বীকার করেন যে, গুরুত্বপূর্ণ কাজ করার মতো যথেষ্ট সংখ্যক কুশলী কর্মী আমেরিকায় নেই৷ সেই কারণে ভিন দেশের কর্মীদের উপরে নির্ভরশীলতা একেবারেই কমিয়ে আনা সম্ভব নয়৷

অন্যদিকে, ভিনদেশের ছাত্রছাত্রীদের ভিসা আবেদন বাতিলের ঘটনা বাড়ার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক ভাবে সমস্যায় পড়ছে আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলি৷ এদিন তা নিয়েও উদ্বেগপ্রকাশ করতে দেখা গিয়েছে ট্রাম্পকে৷

 

November 12, 202510:05 AM IST

Turkey Cargo Plane Crash: ভেঙে পড়ল তুরস্কের সেনা কার্গো বিমান ! মৃত ২০

ভেঙে পড়ল তুরস্কের সেনার কার্গো বিমান! মঙ্গলবার আজারবাইজান এবং জর্জিয়া সীমান্তে ভেঙে পড়ে তুরস্কের সি-১৩০ বিমানটি। সেই দেশের মন্ত্রক জানিয়েছে, এই মুহূর্তে উদ্ধারকাজ চলছে। বিমানটিতে ২০ জন সেনাকর্মী ছিলেন ৷ তাঁদের প্রত্যেকেরই মৃত্যু হয়েছে বলে খবর ৷

আজারবাইজান থেকে তুরষ্কে ফেরার পথে জর্জিয়া সীমান্তে ওই সামরিক কার্গো বিমানটি ভেঙে পড়ে এদিন ৷ মঙ্গলবার রাজধানী আঙ্কারায় এক অনুষ্ঠানে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বলেন, ‘আজারবাইজান থেকে আমাদের দেশে ফেরার পথে একটি সি-১৩০ সামরিক কার্গো বিমান জর্জিয়া-আজারবাইজান সীমান্তের কাছে ভেঙে পড়ে ৷ এই খবর জেনে আমরা গভীরভাবে দুঃখিত। জর্জিয়ান কর্তৃপক্ষের সঙ্গে মিলে আমাদের অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।’’

November 12, 202510:02 AM IST

Delhi Blast Investigation update: দিল্লির একাধিক জায়গায় ‘রেইকি’ সেই i20 গাড়ির

গত সোমবার বিকেল ৬টা বেজে ৫২ মিনিট নাগাদ দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে থাকা ট্র্যাফিক সিগন্যালে একটি হুন্ডাই আই২০ গাড়িতে বিস্ফোরণ হয়৷ বিস্ফোরণে মারা যান ৮ জন৷ এবার সেই গাড়ি নিয়েই সামনে আসছে একের পর এক তথ্য৷

গোয়েন্দারা ইতিমধ্যেই বিস্ফোরণ জড়িত i20 গাড়িটির গতিবিধি ম্যাপিংয়ের কাজ শুরু করেছেন৷ সূত্র মারফত জানা গিয়েছে, গাড়িটি ১০ নভেম্বর হরিয়ানার ধৌজে আল-ফালাহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কাছে পার্ক করা ছিল এবং তারপর পুরনো দিল্লির একটি পার্কিং এলাকায় স্থানান্তরিত করা হয়।

পরে সিসিটিভি ফুটেজে দিল্লির কনৌট প্লেস এলাকায় দুপুর আড়াইটার দিকে এবং আবার ময়ূর বিহারে এই একই গাড়ি দেখতে পাওয়ার যায়৷ যা থেকে বোঝা যায় যে বিস্ফোরণের আগে এটি শহরের বেশ কয়েকটি উল্লেখযোগ্য জায়গায় ঘোরাফেরা করছিল।

advertisement
November 12, 20259:10 AM IST

Exit Poll Bihar Assembly Election 2025: ধসে পড়ছে মহাগঠবন্ধনের আসনসংখ্যা

বিরোধী মহাগঠবন্ধন (এমজিবি) — যার নেতৃত্বে রয়েছে আরজেডি (রাষ্ট্রীয় জনতা দল) ও কংগ্রেস (INC) — এই নির্বাচনে বড় ধাক্কা খেতে পারে।
সমীক্ষা অনুযায়ী, মহাগঠবন্ধনের সম্ভাব্য আসনসংখ্যা ৮৫ থেকে ৯৫টির মধ্যে, যা ২০২০ সালের ১১০ আসনের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।
এই ফলাফলে স্পষ্ট ইঙ্গিত মিলছে যে রাজ্যের বিভিন্ন অঞ্চলে আরজেডি-কংগ্রেস জোটের প্রভাব হ্রাস পাচ্ছে।

November 12, 20259:11 AM IST

Exit Poll Bihar Assembly Election 2025: এনডিএ এগিয়ে ১৪০ থেকে ১৫০ আসনে

নিউজ১৮–এর পূর্বাভাস অনুযায়ী, ২৪৩ আসনের বিহার বিধানসভায় এনডিএ পেতে পারে ১৪০ থেকে ১৫০টি আসন, যা সংখ্যাগরিষ্ঠতার জাদু সংখ্যা (১২২)-এর অনেক উপরে। জনতা দল (ইউনাইটেড) বা জেডিইউ এবার হতে পারে এককভাবে সর্ববৃহৎ দল।
এক্সিট পোল অনুযায়ী, জেডিইউ-এর আসনসংখ্যা ৬০ থেকে ৭০-এর মধ্যে, যা ২০২০ সালের নির্বাচনে পাওয়া ৪৩টি আসনের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি।

বিজেপি-র আসনসংখ্যা কিছুটা কমলেও জোটে তার প্রভাব অটুট। এক্সিট পোল অনুযায়ী, বিজেপি পেতে পারে ৫৫ থেকে ৬৫টি আসন — ২০২০ সালের ৭৪ আসনের তুলনায় কিছুটা কম হলেও এখনও এনডিএ-র প্রধান স্তম্ভ হিসেবেই রয়ে গেছে দলটি।

ছোট মিত্রদলগুলি — যেমন লোক জনশক্তি পার্টি (রাম বিলাস), হিন্দুস্তানি আওয়াম মোর্চা (এইচএএম) এবং রাষ্ট্রীয় লোক মোর্চা (আরএলএম) — একত্রে ১০ থেকে ২০টি আসন পেতে পারে বলে পূর্বাভাস। এগুলো এনডিএ-কে আরামদায়ক সংখ্যাগরিষ্ঠতা এনে দিতে যথেষ্ট।

November 12, 20259:11 AM IST

Govinda Hospitalised: বাড়িতেই অজ্ঞান গোবিন্দ! মাঝরাতেই নিয়ে যাওয়া হল হাসপাতালে

বলিউড তারকা গোবিন্দাকে মঙ্গলবার অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হল। জানা গিয়েছে, মুম্বইতে নিজের বাসভবনে জ্ঞান হারিয়ে ফেলেন ৬১ বছরের এই অভিনেতা। এরপরেই তাঁকে তড়িঘড়ি নিকটবর্তী জুহুর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তাঁর এই অসুস্থতার কথা স্বীকার করেছেন অভিনেতার বন্ধু এবং আইনি উপদেষ্টা ললিত বিন্দল। এই প্রসঙ্গে তিনি বলেন, “গতকাল রাত ১টার সময় তিনি জ্ঞান হারানোর পরেই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। ডাক্তাররা তাঁকে প্রয়োজনীয় ওষুধ দিয়েছেন।”

জানা গিয়েছে, বলিউডের এই অভিনেতার বিভিন্ন পরীক্ষা করা হয়েছে তাঁর ফলাফলের উপর পরবর্তী চিকিৎসা নির্ভর করছে। চিকিৎসা সংক্রান্ত আর কোনও বিষয় এখনও পর্যন্ত জানা যায়নি।

advertisement
November 12, 20259:00 AM IST

Dharmendra Released from Hospital: হাসপাতাল থেকে ছাড়া পেলেন ধর্মেন্দ্র

মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে ছুটি দেওয়া হল প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রকে৷ বুধবার সকালেই তাঁকে অ্যাম্বুল্যান্সে করে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাওয়া হয়৷ সঙ্গে ছিলেন ছেলে ববি দেওল৷ গত ৩১ অক্টোবর শ্বাসকষ্টের সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল ধর্মেন্দ্রকে৷ এদিন হাসপাতাল কর্তৃপক্ষ জানান, ‘‘সকাল সাড়ে ৭টা নাগাদ ধর্মেন্দ্রজিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে৷ বাড়িতেই তাঁর চিকিৎসা হবে, কারণ তাঁর পরিবার চাইছেন বাড়িতেই তাঁর চিকিৎসা হোক৷’’

বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal News Today Live: ‘বাড়িতেই হবে চিকিৎসা,’ হাসপাতাল থেকে ছুটি পেলেন ধর্মেন্দ্র! কোন পথে এগোচ্ছে দিল্লি বিস্ফোরণের তদন্ত, নজর বিহারের দিকেও
advertisement
Turkey Plane Crash: টেক অফের পরেই ভেঙে পড়ল তুরস্কের সেনা কার্গো বিমান ! মৃ*ত ২০
টেক অফের পরেই ভেঙে পড়ল তুরস্কের সেনা কার্গো বিমান ! মৃ*ত ২০
  • ফের বিমান দুর্ঘটনা !

  • টেক অফের পরেই ভেঙে পড়ল তুরস্কের সেনা কার্গো বিমান !

  • মৃত ২০

VIEW MORE
advertisement
advertisement