বিছুটি পাতা মানেই চুলকানি? না!
বিছুটি পাতা। নামটা শুনলেই বিরক্তি আসে বেশিরভাগের মনে
এমন একটি গাছ যার পাতার রস, পাতার গুঁড়ো শরীরে লাগলে চুলকানি শুরু হয়। ঝোপঝাড়ে জন্মায় বিছুটি
কিন্তু জানেন কি, এই পাতার বেশ কিছু উপকার রয়েছে, যা আপনার শরীরে জাদু করতে পারে
বিছুটি পাতার সঙ্গে রাসায়নিক সংমিশ্রণ শরীরের জন্য ক্ষতিকারক অবশ্যই
এই পাতা শুকিয়ে ব্যবহার করলে শরীরের নানা রোগে দাওয়াই হয়ে যায় বিছুটি পাতা
বিছুটিতে রয়েছে ফ্যাট, আয়রন, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, প্রোটিন-সহ নানা উপকারী উপাদান
বিছুটি পাতার নির্যাস রক্তাল্পতা, পেটের রোগ, শ্বাসকষ্ট ও ডায়াবেটিসের ওষুধ তৈরিতে কাজে লাগে
বিছুটি পাতার রসে রক্তচাপ ও রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণের ক্ষমতা রয়েছে
সর্দি-কাশি-জ্বরে মুখের স্বাদ ফেরাতে কাজে লাগে বিছুটি পাতা
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন