দুই কিলোমিটার তাড়া করে পিষে দিলেন! বেঙ্গালুরুতে গিগ কর্মী খুনে দম্পতি গ্রেফতার!
ট্রেনের কামরায় কাকাশ্বশুরের এ কী ভয়াবহ রূপ! নিজের সিটে বসতে না পারায় জামাইকে ৫৪ কোপে খুন
বাবা জেল খাটছেন খুনের দায়ে, এবার মেয়েও রিল দেখে ছক কষে মারলেন জামাইবাবুকে!
রাহুলের মন্তব্যে তোলপাড়! ‘বিশ্বজুড়ে সমাদৃত, সেই ছট মাতারই অপমান,’ কং-RJD কে আক্রমণ মোদির
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিশ্চিত হলে ৬ খাতের স্টক রকেটের গতিতে উঠবে ! বাজি ধরতে পারেন
কৃষকদের এই কাজটি শীঘ্রই সম্পন্ন করা উচিত, না হলে মিলবে না PM Kisan যোজনার সুবিধা !
টাকা FD-তে নিরাপদ, কিন্তু আপনি দরিদ্র হয়ে যাচ্ছেন না তো? অঙ্কটা বুঝে নিন
নমিনি বা মনোনীত ব্যক্তিই কি সম্পত্তির মালিক হয়ে যান? বেশিরভাগ লোকই এই ভুল করে
সেই ১৮ নম্বর জার্সি, বিরাট কোহলি যেটা পরে বিশ্বে দাপিয়েছেন, সেটা পরে এবার মাঠে নামলে কে?
অস্ট্রেলিয়ার সঙ্গে এক বল খেলা না হলে সেমিফাইনাল থেকেই বিদায় ভারতের মেয়েদের
রাহুল দ্রাবিড় কলকাতার কোচ নয়! নতুন কোচের নাম ঘোষণা কেকেআরের
বিশ্বকাপ ফাইনালে এমন 'লোপ্পা' ক্যাচ মিস! টিম ইন্ডিয়ার ক্যাপ্টেনের এত বড় ভুল
কোলন ক্যানসারের লক্ষণ কী কী? ‘এই ৫’ জনের হওয়ার ভয় সবথেকে বেশি! জেনে নিন
মাছের ঝোল-ঝাল না খেয়ে বাড়িতেই চপ করে খান! বাচ্চা-বুড়ো সকলের জন্য হেলদি,সহজ রেসিপি জানুন
বছরে মাত্র ২ মাস পাওয়া যায় এই 'শাক'...! গ্যাস-অ্যাসিডিটির মহাশত্রু, দেখলেই থলেতে ভরুন!
টম্যাটো খান এইভাবে! ২ রকম বীজ! রাঁধুন এই তেলে! প্রস্টেটের রোগের যম...হবে না ক্যানসার
ভারতের সবথেকে পরিষ্কার ৮ সমুদ্র সৈকত অবশ্যই ঘুরে দেখা উচিত, গুজরাত থেকে কেরল, দেখে নিন
ট্রেনের RAC বার্থ, পুরুষ ও মহিলাকে একসঙ্গে এক সিটে সফর করতে হলে কী হয়?
RAC, ওয়েটিং লিস্ট, কনফার্মড টিকিট..! বলুন তো 'তিন' ধরণের টিকিটের তফাৎ কী?
দেশের একমাত্র স্থান যা আরব সাগর এবং বঙ্গোপসাগর উভয়কেই স্পর্শ করে, গিয়েছেন কখনও সেখানে?
জ্যাকি শ্রফের প্রিয় দই-ভাত পেটের জন্য খুবই উপকারী, আপনি জানলে অবাক হবেন
রণবীর কাপুরের রামায়ণে পুরো পারিশ্রমিক দান করলেন বিবেক ওবেরয়, ‘আমি এক পয়সাও চাই না’
গায়ক অরিজিৎ সিংয়ের পারিবারিক রেস্টুরেন্ট 'হেঁশেল'! ৪০টাকায় সস্তার সুস্বাদু খাবার পাবেন
দিলজিৎ দোসাঞ্জের মেলবোর্ন শো ঘিরে উত্তেজনা, অরা ২০২৫ ট্যুর বানচাল করার ষড়যন্ত্র প্রকাশ্যে
কোলন ক্যানসারের লক্ষণ কী কী? ‘এই ৫’ জনের হওয়ার ভয় সবথেকে বেশি! জেনে নিন
মাছের ঝোল-ঝাল না খেয়ে বাড়িতেই চপ করে খান! বাচ্চা-বুড়ো সকলের জন্য হেলদি,সহজ রেসিপি জানুন
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিশ্চিত হলে ৬ খাতের স্টক রকেটের গতিতে উঠবে ! বাজি ধরতে পারেন
বছরে মাত্র ২ মাস পাওয়া যায় এই 'শাক'...! গ্যাস-অ্যাসিডিটির মহাশত্রু, দেখলেই থলেতে ভরুন!)
কলকাতা: লোকাল থেকে গ্লোবাল। আজ দিনভর থাকছে ঘটনার ঘনঘটা। NRC আতঙ্কে মৃত আগরপাড়ার প্রদীপ করের বাড়িতে গতকালই গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ আজ, বৃহস্পতিবার থেকে দিয়েছিলেন পথে নামার ডাক৷ সারা রাজ্যজুড়েই হবে শাসকদলের মিছিল৷ মিছিল প্রদীপ করের বাড়ির এলাকাতেও৷ অন্যদিকে, আজও দিনভর নজর থাকবে কলকাতা সহ পশ্চিমবঙ্গের সার্বিক আবহাওয়ার উপরে৷ শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় মান্থা৷ আগামী কয়েকদিন তা এগোবে উত্তর-পশ্চিমের দিকে৷ যার জেরে আজও দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে৷ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও৷ ট্যারিফ নিয়ে টানাপড়েনের মাঝেই আজ দক্ষিণ কোরিয়ায় মুখোমুখি হয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং৷ খেলার দুনিয়াতেও আজ গুরুত্বপূর্ণ দিন৷ আজ, মহিলা বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে নামছে ভারত৷ হরমনপ্রীতদের প্রতিপক্ষ অপ্রতিরোধ্য অস্ট্রেলিয়া৷
মুম্বই: বহুতলের একটি ফ্লোরে ১৭টা বাচ্চাকে পণবন্দি করে রাখার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে৷ অভিযুক্তের নাম রোহিত আর্যা তাকে গুলি করে কাবু করে হেফাজতে নিয়েছে পুলিশ৷ প্রত্যেকটি শিশুকেই উদ্ধার করা হয়েছে৷ তুলে দেওয়া হয়েছে তাঁদের বাবা-মায়েরা হাতে৷
মুম্বই পুলিশ জানিয়েছে, ‘‘রোহিত আর্যা নামের এক ব্যক্তি মুম্বইয়ের পোওয়াই এলাকায় কয়েকটা বাচ্চাকে পণবন্দি করে রেখেছিল৷ তারপর একটা ভিডিও রিলিজকরে জানিয়েছিল, সে কয়েকজনের সঙ্গে দেখা করার দাবি জানিয়েছিল৷ নাহলে সে আগুন লাগিয়ে বাচ্চাদের ক্ষতি করার হুমকি দিয়েছিল৷ পুলিশ বাচ্চাদের উদ্ধার করেছে৷ ধৃতের মানসিক সমস্যা রয়েছে বলে মনে করা হচ্ছে৷’’
এই নির্বাচনের আগে রাহুল গান্ধি এবং তেজস্বী যাদব তাঁকে যারপরনাই অপমান করেন বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তবে তাঁর কটাক্ষ ২০২৫-এর বিহার বিধানসভা নির্বাচনে তাঁকে কুকথা বলা মূল খবর নয়৷ আসল খবর হল বিরোধী ‘মহাগঠবন্ধন জোটে’র অন্তর্বর্তী সমস্যা৷
‘তেল এবং জলে’ যে মিশ খায় না, সে উদাহরণ টেনে মোদি বলেন, ‘‘এই নির্বাচনে আসল খর আবার বিরুদ্ধে বলা কুকথা নয়৷ বরং আরজেডি এবং কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব৷ গতকাল, দুই ‘যুবরাজ’ই চেষ্টা করেছে, ওদের মধ্যে কোনও সম্পর্ক নেই৷ আসলে ক্ষমতার লোভই ওদের কাছাকাছি এনেছে৷ আরজেডি আর কংগ্রেস হচ্ছে তেল আর জল৷ এক গ্লাসে দু’জন থাকতে পারে না৷’’
#WATCH | Muzaffarpur, Bihar: Prime Minister Narendra Modi says, "... 'Iss chunaav mein asli khabar mujhe di gayi gaaliya nahi hai balki RJD-Congress mein ho raha jhagra hai. RJD-Congress ka rishta tel aur paani ki tarah dikh raha hai. Ek glass mein hote hai lekin paani aur tel ka… pic.twitter.com/LEYCW4vjXc
— ANI (@ANI) October 30, 2025
এসআইআর ঘোষণার পরেই সিইও দফতরের ওয়েবসাইট অচল!স্পেশাল ইনটেনসিভ রিভিশন (সার) ঘোষণার পরই ক্র্যাশ করল রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিক(সিইও) দফতরের ওয়েবসাইট।
সোমবার থেকে একসঙ্গে এক কোটিরও বেশি মানুষ এই ওয়াবসাইটে ঢুকতে গিয়ে এই অচলাবস্থা তৈরি সিইও ওয়েবসাইটে। ‘সার’ ঘোষণার পরই সকলেই ২০০২-এর ভোটার তালিকায় নিজের নাম খুঁজতে গিয়ে সিইও ওয়েবসাইটে ঝাঁপিয়ে পড়ার জের।
কিন্তু সার্ভার শেষ পর্যন্ত সহ্য করতে পারেনি। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ এনআইসি ওই ওয়েবসাইটের সার্ভার দেখাশোনা করে।
সিইও দফতর থেকে এনআইসির সঙ্গে যোগাযোগ। কারণ, ওয়েবসাইট অচল হওয়ার ফলে জেলা প্রশাসনের কাছে ২০০২ সালের ভোটার তালিকার পিডিএফ ফাইল পাঠানো যাচ্ছে না।
গত বুধবারই বিহারের মুজফফরপুরে জনসভা করে গিয়েছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি৷ আজ, বৃহস্পতিবার সেখানেই প্রচারসভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির৷ এদিন সভামঞ্চ থেকে ছটপুজোর প্রসঙ্গ তুলে কংগ্রেস ও আরজেডি-কে একযোগে আক্রমণ করেন মোদি৷ দাবি করেন, ছট মাইয়াকে অপমান করেছেন তাঁরা৷ মোদি বলেন, ‘‘আপনারা আপনাদের ছেলেকে দেখেছেন, সারা বিশ্বে ছট মাইয়ার আভা গোটা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে৷ আর এক দিকে, কী করছে কংগ্রেস আর আরজেডি? ছট মাকে অপমান করছে৷’’
মোদি বলেন, ‘‘আপনারাই বলুন, শুধুমাত্র ভোটের জন্য কি ছট মাকে অপমান করা যায়? বিহার কি এই অপমান সহ্য করবে? আমাদের মায়েরা যাঁরা নির্জলা উপবাস রেখেছেন, তাঁরা কি সহ্য করবেন? আপনারা তাঁদের শাস্তি দেবেন কি না?’’ ছট পুজো ও নরেন্দ্র মোদির প্রসঙ্গ টেনে সম্প্রতি করা রাহুল গান্ধির মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে ভোটমুখী বিহারে৷
শেষ হল বহু প্রতিক্ষিত ট্রাম্প-জিনপিং বৈঠক৷ দক্ষিণ কোরিয়ার বুসানে আজ, বৃহস্পতিবার মুখোমুখি হয়েছিলেন দুই রাষ্ট্রনেতা৷ এদিনের বৈঠককে ‘দুর্দান্ত বৈঠক’ বলে উল্লেখ করেছেন স্বয়ং আমেরিকার প্রেসিডেন্ট৷ এমনকি, বৈঠক থেকে বেরিয়েই চিনা পণ্যের উপরে লাগু থাকা ৫৭% ট্যারিফ কমিয়ে ৪৭% করে দিলেন বলে জানিয়েছেন তিনি৷
ট্রাম্প জানিয়েছেন, দুই রাষ্ট্রনেতা এদিন বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছেন এবং বেশ কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তবে সব বিষয়ে নয়৷ তবে, আগামিদিনে তাঁরা দু’জনে মিলে ধীরে ধীরে দু’দেশের সম্পর্কের উন্নতি ঘটাতে পারবেন বলে মনে করেন তিনি৷
বাইডেনের সময়কার নিয়মে বড় বদল আনলেন ডোনাল্ড ট্রাম্প৷ আবারও ট্রাম্পের টার্গেটে ভিনদেশ থেকে আসা অভিবাসীরা৷ আমেরিকার হোমল্যান্ড সিকিওরিটি বিভাগ জানিয়েছে, ভিনদেশ থেকে আসা কর্মীদের ক্ষেত্রে আর স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় এমপ্লয়মেন্ট অথরাইজেন ডকুমেন্টস (EAD) পুনর্বীকরণ হবে না৷ পারমিট রিনিউ করার জন্য আবার করে আবেদন দাখিল করতে হবে সংশ্লিষ্ট ব্যক্তিদের৷ ট্রাম্পের এই নিয়ম আমেরিকায় কর্মরত ভারতীয়দের উপরে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে৷
ব্রাজিলের রিওতে রক্তগঙ্গা! রিও ডি জেনেইরোয় মাদক বিরোধী অভিযানে সংঘর্ষ৷ পুলিশ-মাফিয়া সংঘর্ষের কমপক্ষে ১২৪ জনের মৃত্যু৷ ৪ জন পুলিশ অফিসারেরও মৃত্যু হয়েছে সংঘর্ষে৷ কম্যান্ডো ভেরমেলহো নামে গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান৷ আড়াই হাজার পুলিশ-নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযান৷ অভিযানে গ্রেফতার ড্রাগ মাফিয়া গ্যাংয়ের কিংপিন৷ ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডা সিলভার নির্দেশে অভিযান৷
আজ কলকাতা ডার্বি। সুপার কাপে মুখোমুখি ইস্টবেঙ্গল ও মোহনবাগান। মঙ্গলবার ইস্টবেঙ্গল জেতায় এবং মোহনবাগান ড্র করায় আজকের এই ম্যাচ ঘিরে থাকছে টানটান উত্তেজনা। শুক্রবার যারা হারবে, তারাই বিদায় নেবে। শুধু তাই নয়, যারা জিতবে তাদের সেমি ফাইনালে যাওয়া নির্ভর করবে ডেম্পো-চেন্নাইয়িন ম্যাচের ফলের উপর।
ছোটখাট একটা দুর্ঘটনার পরে একটি বাইকে ২ কিলোমিটার ধাওয়া করে ফের ধাক্কা দেওয়ার অভিযোগ৷ বেঙ্গালুরুতে বাইককে ধাক্কা দিয়ে এক গিগ কর্মীকে মেরে ফেলার অভিযোগ উঠেছে বেঙ্গালুরুর এক দম্পতির বিরুদ্ধে৷ বাইকের পিছনে থাকা আরোহীও গুরুতর আহত হয়েছেন। এই ঘটনায় নিহত ব্যক্তির নাম ২৪ বছর বয়সি দর্শন।
‘সারা বাংলার একটাই স্বর, জাস্টিস ফর প্রদীপ কর’৷ এই স্লোগানকে সামনে রেখে আজ বৃহস্পতিবার পানিহাটিতে প্রতিবাদ-মিছিলের ডাক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মৃত্যু হয়েছে পানিহাটির বাসিন্দা প্রদীপ করের। তৃণমূলের বক্তব্য, ‘‘প্রদীপবাবু আত্মহত্যা করেছেন, এনআরসি আতঙ্কে। উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট।’’ বুধবার বিকেলে তাঁর বাড়িতে গিয়েছিলেন অভিষেক। পরিবারের লোকেদের সান্ত্বনা দিয়ে সর্বতভাবে পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। আশ্বাস দিয়েছেন, ‘‘আপনারা ভয় পাবেন না। বাংলায় তৃণমূল কংগ্রেস আছে, মমতা বন্দ্যোপাধ্যায় আছে। মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে থাকতে আপনাদের কেউ বাংলাদেশে পাঠাতে পারবে না।’’ তীব্র আক্রমণ করে বলেন, ‘‘এই মৃত্যুর জন্য দায়ী কেন্দ্রীয় সরকার ও কেন্দ্রীয় নির্বাচন কমিশন। তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন অভিষেক। ’’
টি-টোয়েন্টি মহিলা বিশ্বকাপে আজ ময়দানে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া৷ ফাইনালে ওঠার লড়াইয়ে অপ্রতিরোধ্য অস্ট্রেলিয়াকেই সেমি ফাইনালে হারাতে হবে হরমনপ্রীতদের৷ খেলা শুরু বেলা ৩টে থেকে৷
আবারও বেহালায় পোস্টার পড়ল শোভন চট্টোপাধ্যায়ের নামে। পোস্টারের নীচে লেখা শোভন চট্টোপাধ্যায়ের অনুগামীরা৷
পোস্টারে লেখা রয়েছে, ‘‘বেহালার ভূমিপুত্র শোভন চট্টোপাধ্যায়কে NKDA-এর চেয়ারম্যান করার জন্য ধন্যবাদ বাংলার নব রূপকার মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে৷
ধন্যবাদ প্রচারে : বিদ্যুৎ মিত্র ,চন্দন ঘোষ।’
কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়ের মাকে খুন ধর্ষণের হুমকি। ৫০ লক্ষ টাকা জমা না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি চিঠি। স্পিড পোস্টে চিঠি নেতার মায়ের চেম্বারে।
ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের করেছেন কংগ্রেস নেতা আশুতোষ। ঘটনা জানানো হয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার থেকে রাহুল গান্ধি সহ কংগ্রেস নেতৃত্বকে। পদক্ষেপের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দফতরেও বিষয়টি জানিয়েছেন তিনি। কলকাতার পুলিশ কমিশনারকে টেলিফোনে জানিয়েছেন বলেও জানিয়েছেন আশুতোষ।
ট্রাম্পের প্রশংসার পরেই পাল্টা বার্তা আসে শি জিনপিংয়ের তরফেও৷ শি জানিয়েছে, ‘‘অনেক বছর পরে আপনার সঙ্গে দেখা হবে৷ প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দেখা করে খুব ভাল লাগছে৷’’ জিনপিং জানিয়েছেন, দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরে ট্রাম্পের সঙ্গে কথা হয়েছে৷ তাঁরা বহুবার চিঠিপত্র বিনিময়ও করেছেন৷ শি জানান, ‘‘আমাদের যৌথ প্রয়াসে ভারত-চিন সম্পর্ক আরও স্থায়ী এবং পূর্ণতা লাভ করবে৷ আমাদের দেশের ভিন্ন অবস্থানের কারণে আমরা হয়ত সবসময় ঐকমত্য হই না৷ তবে দুই বৃহৎ অর্থনীতির মধ্যে মাঝেমাঝে এমন সংঘর্ষ হওয়া খুবই স্বাভাবিক৷’’
ট্যারিফের পর ট্যারিফ চাপালেও সাক্ষাতের আগে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ভূয়সী প্রশংসা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ বললেন, ‘‘চিনের প্রেসিডেন্টের সঙ্গে বহু বহু কালের চেনাশোনা, দুর্দান্ত একজন সম্মানীয় মানুষ৷ আমরা অনেক বিষয়েই ঐকমত্য হয়েছি৷ আরও অনেক বিষয়ে আলোচনাও চলছে৷ এক মহান দেশের মহান নেতা প্রেসিডেন্ট শি৷ আমার মনে হয় ভবিষ্যতে সুদীর্ঘকালের জন্য আমাদের মধ্যে ‘ফ্যান্টাস্টিক ফ্রেন্ডশিপ’ তৈরি হবে৷’’
আগামী দু’ঘণ্টায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সর্তকতা। রাজ্যের ছয় জেলায় ঝড়-বৃষ্টির হলুদ সর্তকতা। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং হাওড়া জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সর্তকতা। সঙ্গে দমকা বাতাস ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। আলিপুর আবহাওয়া দফতরের সতর্কতা।




