দুই কিলোমিটার তাড়া করে পিষে দিলেন! বেঙ্গালুরুতে গিগ কর্মী খুনে দম্পতি গ্রেফতার!

Last Updated:
বেঙ্গালুরুর পুটেনাহল্লি এলাকায় মোটরসাইকেল আরোহীকে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়ে হত্যা করার অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় নিহত হয়েছেন ২৪ বছর বয়সী গিগ কর্মী দর্শন। তার সহযাত্রী বরুণ (২৪) আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।
1/5
 বেঙ্গালুরুর পুটেনাহল্লি এলাকায় মোটরসাইকেল আরোহীকে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়ে হত্যা করার অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় নিহত হয়েছেন ২৪ বছর বয়সী গিগ কর্মী দর্শন। তার সহযাত্রী বরুণ (২৪) আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।
বেঙ্গালুরুর পুটেনাহল্লি এলাকায় মোটরসাইকেল আরোহীকে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়ে হত্যা করার অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় নিহত হয়েছেন ২৪ বছর বয়সী গিগ কর্মী দর্শন। তার সহযাত্রী বরুণ (২৪) আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।
advertisement
2/5
 ঘটনাটি ঘটেছে গত ২৫ অক্টোবর রাত ৯টা ৩০ মিনিটের পর, বেঙ্গালুরুর শ্রীরামা লেআউট এলাকায়। প্রত্যক্ষদর্শীদের মতে, একটি দ্রুতগামী গাড়ি দর্শনের বাইকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। প্রাথমিকভাবে জেপি নগর ট্রাফিক পুলিশ এটি দুর্ঘটনাজনিত মৃত্যু হিসেবে মামলা দায়ের করেছিল।
ঘটনাটি ঘটেছে গত ২৫ অক্টোবর রাত ৯টা ৩০ মিনিটের পর, বেঙ্গালুরুর শ্রীরামা লেআউট এলাকায়। প্রত্যক্ষদর্শীদের মতে, একটি দ্রুতগামী গাড়ি দর্শনের বাইকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। প্রাথমিকভাবে জেপি নগর ট্রাফিক পুলিশ এটি দুর্ঘটনাজনিত মৃত্যু হিসেবে মামলা দায়ের করেছিল।
advertisement
3/5
শিক্ষিকার উপর হামলার কারণ কি? জয়পুরা পুলিশ স্টেশনের অধীনে এই ঘটনা ঘটেছে, কোপ্পা ডিএসপি এসে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শিক্ষিকার উপর এইভাবে অমানবিকভাবে, মারাত্মকভাবে হামলা চালানোর কারণ কি তা এখনও জানা যায়নি। Photo- Representative 
তবে CCTV ফুটেজ বিশ্লেষণের পর পুলিশ জানতে পারে, গাড়িটি ইচ্ছাকৃতভাবে মোটরসাইকেলটিকে তাড়া করে ধাক্কা দেয়। এ তথ্যের ভিত্তিতে মামলাটি হত্যার মামলায় রূপান্তরিত করা হয়।বেঙ্গালুরু দক্ষিণ বিভাগের ডেপুটি কমিশনার অব পুলিশ (DCP) লোকেশ জাগালাসার সংবাদ সংস্থা পিটিআই-কে জানান, গ্রেফতার হওয়া দম্পতি হলেন মনোজ কুমার, একজন মার্শাল আর্ট প্রশিক্ষক, এবং তার স্ত্রী আরতি।
advertisement
4/5
 তদন্তে জানা গেছে, দম্পতির গাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় দর্শন ও বরুণের চালানো মোটরসাইকেলটি গাড়ির সাইড মিরর ছুঁয়ে যায়। এতে সামান্য ক্ষতি হয়। ক্ষুব্ধ মনোজ দুই কিলোমিটার ধরে বাইকটিকে তাড়া করে অবশেষে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেন, ফলে দর্শনের মৃত্যু হয় এবং বরুণ আহত হন।<br />ডিসিপি জানান, “প্রাথমিক তদন্তে দেখা গেছে, বাইকটি গাড়ির সাইড মিরর ভেঙে ফেলার পর চালক রেগে গিয়ে পিছু নেয় এবং ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেয়, যা দর্শনের মৃত্যুর কারণ হয়।”
তদন্তে জানা গেছে, দম্পতির গাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় দর্শন ও বরুণের চালানো মোটরসাইকেলটি গাড়ির সাইড মিরর ছুঁয়ে যায়। এতে সামান্য ক্ষতি হয়। ক্ষুব্ধ মনোজ দুই কিলোমিটার ধরে বাইকটিকে তাড়া করে অবশেষে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেন, ফলে দর্শনের মৃত্যু হয় এবং বরুণ আহত হন।ডিসিপি জানান, “প্রাথমিক তদন্তে দেখা গেছে, বাইকটি গাড়ির সাইড মিরর ভেঙে ফেলার পর চালক রেগে গিয়ে পিছু নেয় এবং ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেয়, যা দর্শনের মৃত্যুর কারণ হয়।”
advertisement
5/5
 ঘটনার পর মনোজ ও আরতি মুখে মাস্ক পরে ঘটনাস্থলে ফিরে যান। তারা তাদের গাড়ির ভাঙা অংশ সংগ্রহ করে প্রমাণ নষ্টের চেষ্টা করেন বলে জানিয়েছে পুলিশ।<br />এ ঘটনায় হত্যা এবং প্রমাণ নষ্টের অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। মামলা বর্তমানে পুটেনাহল্লি থানায় তদন্তাধীন।
ঘটনার পর মনোজ ও আরতি মুখে মাস্ক পরে ঘটনাস্থলে ফিরে যান। তারা তাদের গাড়ির ভাঙা অংশ সংগ্রহ করে প্রমাণ নষ্টের চেষ্টা করেন বলে জানিয়েছে পুলিশ।এ ঘটনায় হত্যা এবং প্রমাণ নষ্টের অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। মামলা বর্তমানে পুটেনাহল্লি থানায় তদন্তাধীন।
advertisement
advertisement
advertisement