রণবীর কাপুরের রামায়ণে পুরো পারিশ্রমিক দান করলেন বিবেক ওবেরয়, ‘আমি এক পয়সাও চাই না’

Last Updated:

Vivek Oberoi Donates His Entire Fee From Ranbir Kapoor's Ramayana: রণবীর কাপুর অভিনীত এই ছবিতে বিবেক রাবণের ভাই বিভীষণের ভূমিকায় অভিনয় করবেন বলে জানা গিয়েছে।

রণবীর কাপুরের রামায়ণে পুরো পারিশ্রমিক দান করলেন বিবেক ওবেরয়
রণবীর কাপুরের রামায়ণে পুরো পারিশ্রমিক দান করলেন বিবেক ওবেরয়
মুম্বই: অনেক বছর পর ফিরেছেন অভিনয়ের জগতে, বিবেক ওবেরয় এখন বেশ কয়েকটি প্রজেক্ট নিয়ে ব্যস্ত, যার মধ্যে একটি হল নীতেশ তিওয়ারির পরিচালনায় রামায়ণ। রণবীর কাপুর অভিনীত এই ছবিতে বিবেক রাবণের ভাই বিভীষণের ভূমিকায় অভিনয় করবেন বলে জানা গিয়েছে। জানা গিয়েছে যে বিবেক ওবেরয় পুরো পারিশ্রমিক দান করার সিদ্ধান্ত নিয়েছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বিবেক ওবেরয় এই কথা প্রকাশ করে হিন্দুস্তান টাইমসকে বলেন, ‘‘আমি নমিতকে বলেছিলাম যে, আমি এর জন্য একটি পয়সাও চাই না, আমি এটি যে কোনও কারণে দান করতে চাই, যেমন ক্যানসারে আক্রান্ত শিশুদের সাহায্যের জন্য। আমি তাকে বলেছিলাম যে, আমি তোমাকে সমর্থন করতে চাই কারণ তুমি যা করছো তা আমি ভালবাসি এবং আমি মনে করি এটি ভারতীয় সিনেমাকে বিশ্ব মঞ্চে জমজমাটভাবে তুলে ধরবে। রামায়ণ পৌরাণিক না কি ঐতিহাসিক, এই নিয়ে সবসময়ই লড়াই চলে, আমরা বিশ্বাস করি এটি ঐতিহাসিক, এটা নিয়ে কাজ করাই দারুন। আমি খুব খুশি হয়েছিলাম এবং পুরো দল, নমিত, নীতেশ (অভিনেতা), যশ, রকুলের (প্রীত সিং) সঙ্গে কাজ করে অনেক মজা পেয়েছি। আমার এখনও কয়েক দিনের শ্যুটিং বাকি আছে।’’
advertisement
advertisement
বিবেক আরও বলেছেন যে, “নমিত এবং নীতেশ যা করছেন তা হল রামায়ণের মাধ্যমে সত্যিকার অর্থে ভারতীয় সিনেমাকে বিশ্ব মঞ্চে নিয়ে যাওয়া। এই সিনেমা এমন একটি কোম্পানির সঙ্গে যুক্ত যারা ভিএফএক্সে প্রায় সাত থেকে আটটি অস্কার জিতেছে এবং তারা ইতিমধ্যেই এমন আইকনিক কাজ করেছে।”
advertisement
রামায়ণ পর্ব ১ 
জানা গিয়েছে যে, নির্মাতারা ইতিমধ্যেই ছবির প্রথম পর্বের এডিটিং শেষ করেছেন। এই মাসের শুরুতে পিঙ্কভিলা জানিয়েছে যে, রামায়ণের নির্মাতারা শীঘ্রই ছবির ভিএফএক্সের কাজ শুরু করবেন এবং পরবর্তী ৩০০ দিনের জন্য এটিতে মনোনিবেশ করার পরিকল্পনা করছেন। বিনোদন পোর্টালের উদ্ধৃতি দিয়ে একটি সূত্র দাবি করেছে যে, “রামায়ণ: পর্ব ১-এর শ্যুটিং ২০২৫ সালের জুনে শেষ হওয়ার পরে পরিচালক নীতেশ তিওয়ারি প্রথম পর্বের এডিটিং সেরে ফেলেছেন। তাঁরা রান টাইম স্থির করেছেন এবং গল্পের জন্য লাইন-আপ লক করেছেন। ভিএফএক্সের প্রথম রাউন্ডও সম্পন্ন হয়েছে, দলটি এখন দীর্ঘ পোস্ট-প্রোডাকশনের জন্য চূড়ান্ত এডিটিং শুরু করেছে।”
advertisement
রামায়ণে কে কে অভিনয় করছেন?
রণবীর কাপুর রামের ভূমিকায় অভিনয় করছেন। সাই পল্লবীকে সীতার ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। কেজিএফ তারকা যশকে এই ছবিতে রাবণের ভূমিকায় দেখা যাবে। সানি দেওল, রবি দুবে যথাক্রমে হনুমান এবং লক্ষ্মণের ভূমিকায় অভিনয় করবেন। অন্য দিকে, কাজল আগরওয়াল এবং রকুল প্রীত সিংকে মন্দোদরী এবং শূর্পনখা চরিত্রে দেখা যাবে। অরুণ গোভিল, কুণাল কাপুর, আদিনাথ কোঠারে, শিবা চাড্ডা এবং ইন্দিরা কৃষ্ণনও এই ছবিতে রয়েছেন। রামায়ণ বিশ্বব্যাপী মুক্তি পাবে। ২০২৬ সালের দীপাবলিতে পর্ব ১ এবং ২০২৭ সালের দীপাবলিতে পর্ব ২ মুক্তি পাবে।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
রণবীর কাপুরের রামায়ণে পুরো পারিশ্রমিক দান করলেন বিবেক ওবেরয়, ‘আমি এক পয়সাও চাই না’
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement