ভারতের সবথেকে পরিষ্কার ৮ সমুদ্র সৈকত অবশ্যই ঘুরে দেখা উচিত, গুজরাত থেকে কেরল, দেখে নিন এক ঝলকে
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
8 Cleanest Beaches Of India You Must Explore: এই সৈকতগুলি উপকূলীয় প্রশান্তিকে নিত্য নতুন সংজ্ঞায়িত করে এবং এর প্রাকৃতিক উপকূলরেখা সংরক্ষণের প্রতি ভারতের ক্রমবর্ধমান প্রতিশ্রুতি প্রদর্শন করে।
বাঙালি ভ্রমণবিলাসী। বাঙালির ঘুরতে যাওয়া বললেই চিড়ি আর ইলিশ, ইস্ট বেঙ্গল আর মোহনবাগানের মতোই পাহাড় আর সমুদ্র সৈকত নিয়ে বিতর্ক শুরু হয়ে যায়। অস্বীকার করার জো নেই যে সমুদ্র সৈকতের এক নিজস্ব আবেদন আছে। শান্ত বালির তট ধরে উত্তাল নীল জলরাশি সুদীর্ঘ ক্লান্ত মন আর শরীর উভয়কেই সান্ত্বনা দেয়, তরতাজা করে তোলে। দেশে সমুদ্র সৈকতের অভাব নেই ঠিকই, তবে সব সৈকত যে মনোরম এ কথাও বলা চলে না। নানা কারণেই তা চোখ আর মনকে শান্তির চেয়ে বেশি করে পীড়া দেয়। তবে, ভারত কিন্তু বেশ কিছু নির্মল এবং শান্ত সৈকতের আবাসস্থলও, যা তাদের স্ফটিক-স্বচ্ছ জল, নরম বালি এবং পরিবেশ-বান্ধব পরিপার্শ্বেরর জন্য পরিচিত। তাদের পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সু-রক্ষণাবেক্ষণ পরিবেশের জন্য উৎসর্গীকৃত, যা জনাকীর্ণ পর্যটন স্থান থেকে দূরে বিশ্রাম নেওয়ার লক্ষ্যে আগ্রহীদের আদর্শ ভ্রমণের স্থান হিসাবে স্বীকৃত। এই সৈকতগুলি উপকূলীয় প্রশান্তিকে নিত্য নতুন সংজ্ঞায়িত করে এবং এর প্রাকৃতিক উপকূলরেখা সংরক্ষণের প্রতি ভারতের ক্রমবর্ধমান প্রতিশ্রুতি প্রদর্শন করে। এক নজরে দেখে নেওয়া যাক এমনই ৮ সৈকতের কথা।
advertisement
পাড়ুবিদরি বিচ, কর্ণাটক: দাগহীন বালি এবং শান্ত নীল জলের জন্য পরিচিত এই সৈকত প্রাকৃতিক সৌন্দর্য এবং পর্যটনের একটি নিখুঁত মিশ্রণ প্রদান করে।রাধানগর বিচ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ: প্রায়শই সবচেয়ে সুন্দর বিচের মধ্যে এর নাম উঠে আসে, রাধানগর সৈকত তার সুন্দর জল এবং মনোমুগ্ধকর সূর্যাস্তের জন্য বিখ্যাত।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
