Prostate Cancer: অভ্যাস পাল্টে রাঁধুন এই তেলে! টম্যাটো খান এভাবে! সঙ্গে খান ‘এই’ চা! প্রস্টেটের রোগের যম...হবে না ক্যানসার
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Prostate Cancer:সমস্যা শুরুর আগেই বা সমস্যার সূত্রপাতে এই ভিটামিন ভরা খাবার রাখুন ডায়েটে৷ এই খাবারগুলি এনলার্জড প্রস্টেট সমস্যা রোধ করে৷ প্রস্টেটের আকার সঙ্কুচিত করে৷ ইউরিনারি ফ্লো ঠিক করে৷
বয়স ৫০ পার হলেই পুরুষদের মধ্যে চেনা শারীরিক সমস্যা হল প্রস্টেট এনলার্জমেন্ট বা BPH. এই পরিস্থিতিতে মূত্রত্যাগে সমস্যা হয়৷ এমনও হয়, একাধিকবার টয়লেটে যেতে হয়৷ তলপেটে ব্যথাও হতে পারে৷ প্রস্টেটের আকার বড় হয়ে যাওয়া বা প্রস্টেট এনলার্জমেন্ট সমস্যা যদি অবহেলা করা হয়, তাহলে তার থেকে প্রস্টেটাইটিস, সংক্রমণ এবং তার থেকে প্রস্টেট ক্যানসারও হতে পারে৷ হরমোনের ভারসাম্যে বৈষম্য থেকে এই রোগ হয়৷
advertisement
প্রস্টেট এনলার্জমেন্ট সমস্যা রোধের জন্য কার্যকর ৬ টা ভিটামিন ও অন্যান্য প্রয়োজনীয় উপাদান ও মিনারেলস৷ সমস্যা শুরুর আগেই বা সমস্যার সূত্রপাতে এই ভিটামিন ভরা খাবার রাখুন ডায়েটে৷ এই খাবারগুলি এনলার্জড প্রস্টেট সমস্যা রোধ করে৷ প্রস্টেটের আকার সঙ্কুচিত করে৷ ইউরিনারি ফ্লো ঠিক করে৷ বলছেন বিশেষজ্ঞ রায়ান টেলর৷
advertisement
advertisement
advertisement
advertisement
ডায়েটে নারকেল তেল রাখতে শুরু করুন৷ ভোজ্য নারকেল তেলের লরিক অ্যাসিডের ফলে পুরুষদের টেস্টোটেরন হরমোন ডিএইচটি-তে রূপান্তরিত হতে পারে না৷ এই রূপান্তরের ফলেই প্রস্টেট গ্ল্যান্ড প্রসারিত হয়৷ তাই নারকেল তেলে সেবন করলে প্রস্টেটের রোগের ঝুঁকি কমে৷ তাই ভেজিটেবল অয়েলের পরিবর্তে নারকেল তেল বেশি কার্যকর প্রস্টেট গ্ল্যান্ডের রোগে৷
