সুন্দরবন যেখানে বাঘ কুমির বন্য জীবজন্তুর সঙ্গে লড়াই করে বেঁচে ফেরা জঙ্গলবাসী। বাংলার দক্ষিণ প্রান্তে বিস্তৃত রহস্যময় সবুজ বনানী সাথে নদীর মিলিত বেশ কিছু দ্বীপ সুন্দরবন। প্রকৃতির কোলে অরণ্য শুধু বন নয়, হাজার হাজার মানুষের জীবন-জীবিকার কর্মসংস্থান সুন্দরবনে নেই কোন বড় কারখানা, মানুষের একমাত্র ভরসা নদী, জঙ্গল আর প্রকৃতির অপরূপ । ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে শুরু হয় তাদের সংগ্রামের পথচলা।
Last Updated: October 30, 2025, 10:10 IST