LIVE NOW

IndW vs AusW Live : স্মৃতি মান্ধানা আউট, ধীরে খেলছে ভারত! বিশ্বকাপ ফাইনালে উঠতে হরমনপ্রীতদের লড়াই আরও কঠিন

Last Updated:

IndW vs AusW- মহিলা বিশ্বকাপের সেমিফাইনালে বৃহস্পতিবার কঠিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামবে ভারত। পরিসংখ্যান যদিও একেবারেই ভারতের পক্ষে নয়।

News18
News18

মুম্বই : মহিলা বিশ্বকাপের সেমিফাইনাল। আজ ভারতের সামনে কঠিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। পরিসংখ্যান কিন্তু ভারতের পক্ষে নয়। হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় দলের একটাই অ্যাডভান্টেজ, ঘরের মাঠে খেলা। প্লেয়িং কন্ডিশন নিজেদের পক্ষে থাকলেও, এমন বড় মঞ্চে অস্ট্রেলিয়া বরাবর ফেভারিট

পরিসংখ্যান বলছে, একদিনের ক্রিকেটের ইতিহাসে দুই দলের ৬০ ম্যাচের মধ্যে অস্ট্রেলিয়া জিতেছে ৪৯টি, এবং সর্বশেষ তিনটি জয়ও তাদেরই নামের পাশে। তবুও বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে সব হিসেব বদলে যেতে পারে বলে মনে করেন অনেকে। সেই বিশ্বাসই এখন ভারতের ভরসা।

আরও পড়ুন- শ্রেয়স আইয়ারের ক্রিকেট কেরিয়ার কি শেষ? প্লীহায় মারাত্মক চোট পেলে শরীরে কী হয় জেনে নিন

 

View this post on Instagram

 

A post shared by ICC (@icc)

তবে ম্যাচের আগে ভারতীয় দলের আত্মবিশ্বাস বাড়ালেন প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ পেসারধারাভাষ্যকার ইয়ান বিশপ। তার মতে, অস্ট্রেলিয়া হয়তো দুর্দান্ত, কিন্তু অজেয় নয়। ভারতের খেলোয়াড়দের তিনি মনে করিয়ে দেন, “এটা একটা ক্রিকেট ম্যাচ, জীবন-মৃত্যুর প্রশ্ন নয়।” তিনি আরও বলেন, “ভারত যদি ভাবে যে একবার তারা অস্ট্রেলিয়াকে হারিয়েছে, তাহলে কাল সেই ইতিহাস আবারও লেখা যেতে পারে। হারাতে পারি, এই ভাবনাটাই আসল।” .

রানের পাহাড় গড়ল অস্ট্রেলিয়া। ভারতের সামনে বিশ্বকাপ সেমিফাইনালে ৩৩৮ রানের টার্গেট। অল আউট হল অস্ট্রেলিয়া।

October 30, 20258:33 PM IST

ক্রিজে লড়ছেন জেমাইমা ও অধিনায়ক হরমনপ্রীত

ক্রিজে লড়ছেন জেমাইমা ও অধিনায়ক হরমনপ্রীত। ১৮ ওভার শেষে ভারত ১১১।

October 30, 20258:30 PM IST

১০০ রান ভারতের, ১৭ ওভার শেষে

১০০ রান ভারতের। ১৭ ওভারে।

October 30, 20258:25 PM IST

বেঁচে গেলেন হরমনপ্রীত

আলানা কিংয়ের বল এগিয়ে এসে মারতে গিয়ে মিস্‌ করেন হরমনপ্রীত। বল ধরতে পারেননি উইকেটরক্ষক হিলি। বেঁচে যান ভারত অধিনায়ক।

advertisement
October 30, 20258:05 PM IST

ধীরেসুস্থে খেলছে ভারত, ২ উইকেট হারিয়ে চাপ বাড়ছে

১১ ওভারে ভারতের রান ৬৬। দুই উইকেট হারিয়ে।

October 30, 20257:57 PM IST

স্মৃতি মান্ধানা আউট, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ সেমিতে চাপে ভারত

বড় ধাক্কা খেল ভারত। আউট স্মৃতি মান্ধানা। করলেন মাত্র ২৪ রান।

October 30, 20257:49 PM IST

লড়ছেন স্মৃতি মন্ধানা, বড় রানের লক্ষ্যে নেমেছে ভারত

৮ ওভার শেষে ভারত এক উইকেট হারিয়ে ৪৯।

advertisement
October 30, 20257:38 PM IST

ভারতের আশার আলো এখন স্মৃতি মন্ধানা

পাঁচ ওভার শেষে ভারত ২৮, এক উইকেটে।

October 30, 20257:22 PM IST

প্রথম ধাক্কা খেল ভারত, আউট শেফালি

ভারতের প্রথম উইকেটের পতন, মাত্র ১০ রান করে আউট শেফালি বর্মা

October 30, 20256:46 PM IST

৩৩৭ রানে অল আউট অস্ট্রেলিয়া, বিশ্বকাপ ফাইনালে উঠতে হলে ভারতকে করতে হবে ৩৩৮ রান

৩৩৭ রানে অল আউট অস্ট্রেলিয়া।

advertisement
October 30, 20256:44 PM IST

৩৩৬/৯ অস্ট্রেলিয়া

আরও একটি উইকেট পেলেন দীপ্তি শর্মা। ৩৩৬/৯ অস্ট্রেলিয়া।

October 30, 20256:43 PM IST

রানের পাহাড় গড়ছে অস্ট্রেলিয়া

অষ্টম উইকেট হারাল অস্ট্রেলিয়া। আলানা কিং ৪ রান করে আউট।

October 30, 20256:40 PM IST

অ্যাশলে গার্ডনার আউট, সাড়ে তিনশো রানের দিকে এগোচ্ছে অস্ট্রেলিয়া!

অ্যাশলে গার্ডনার আউট। করলেন ৬৩ রান।

advertisement
October 30, 20256:28 PM IST

৪৬ ওভারেই ৩০০ করে ফেলল অস্ট্রেলিয়া

৩০০ রান অস্ট্রেলিয়ার। ভারতের জন্য পরিস্থিতি কঠিন।

October 30, 20256:27 PM IST

৩০০ রানের দ্বোরগোড়ায় অস্ট্রেলিয়া, জমজমাট বিশ্বকাপ সেমিফাইনাল

তিনশো রানের কাছে অস্ট্রেলিয়া। ভারতের সামনে ফাইনালে ওঠার পরিস্থিতি কঠিন।

October 30, 20256:18 PM IST

বিশ্বকাপ সেমিতে কি ৩০০ রান করে ফেলবে অস্ট্রেলিয়া!

৪৩ ওভারে ২৭৫ রান করেছে অস্ট্রেলিয়া, ৬ উইকেট হারিয়ে। ৩০০ রান কি হবে?

advertisement
বাংলা খবর/ খবর/খেলা/
IndW vs AusW Live : স্মৃতি মান্ধানা আউট, ধীরে খেলছে ভারত! বিশ্বকাপ ফাইনালে উঠতে হরমনপ্রীতদের লড়াই আরও কঠিন
advertisement
West Bengal Weather Update: দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
  • দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে

  • আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে ?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement