IndW vs AusW Live : অস্ট্রেলিয়াকে হারানো যায় না, সেসব দিন অতীত! ভারতের মেয়েরা প্রমাণ করে দিল, বিশ্বকাপ ফাইনালে টিম ইন্ডিয়া

Last Updated:

IndW vs AusW- মহিলা বিশ্বকাপের সেমিফাইনালে বৃহস্পতিবার কঠিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামবে ভারত। পরিসংখ্যান যদিও একেবারেই ভারতের পক্ষে নয়।

News18
News18

মুম্বই : মহিলা বিশ্বকাপের সেমিফাইনাল। ভারতের সামনে কঠিন প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া। পরিসংখ্যানও ভারতের পক্ষে ছিল না। তার উপর পাহাড় প্রমাণ রান গড়ল অজিরা। ৩৩৭! অনেকে ভেবেছিলেন, বিশ্বকাপ সেমিফাইনালের মতো ম্যাচে এত রান চেজ করা কার্যত অসম্ভব।

তবে ম্যাচের আগে ভারতীয় দলের আত্মবিশ্বাস বাড়িয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন পেসার ও ধারাভাষ্যকার ইয়ান বিশপ। তিনি যেটা বলেছিলেন, ম্যাচের শেষে যেন সেটাই মিলে গেল! তিনি বলেছিলেন, অস্ট্রেলিয়া হয়তো দুর্দান্ত! কিন্তু অজেয় নয়। ভারতের খেলোয়াড়দের তিনি মনে করিয়ে দেন, “এটা একটা ক্রিকেট ম্যাচ, জীবন-মৃত্যুর প্রশ্ন নয়।”

তিনি আরও বলেছিলেন, “ওদের হারাতে পারি, এই ভাবনাটাই আসল।” হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় দলের একটাই অ্যাডভান্টেজ ছিল, ঘরের মাঠে খেলা। প্লেয়িং কন্ডিশন নিজেদের পক্ষে থাকলেও এমন বড় মঞ্চে অস্ট্রেলিয়া বরাবর ফেভারিট থাকে। এদিনও তাই ছিল। তবে লড়াইয়ের দাম পাওয়া যায় যে কোনও মঞ্চে, যে কোনও পরিস্থিতিতে। অর্থাৎ যে লড়ে, সে জেতে। ভারতও জিতল এই ম্যাচ।

পরিসংখ্যান বলছিল, একদিনের ক্রিকেটের ইতিহাসে দুই দলের ৬০ ম্যাচের মধ্যে অস্ট্রেলিয়া জিতেছে ৪৯টি, এবং সর্বশেষ তিনটি জয়ও তাদেরই নামের পাশে। তবুও বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে সব হিসেব বদলে যেতে পারে বলে মনে করেন অনেকে। সেই বিশ্বাসই এখন ভারতের ভরসা।

আরও পড়ুন- অজিদের বিরুদ্ধে ‘হামলা’ করতে তৈরি হরমনপ্রীত! লক্ষ্য ৮ বছর আগের পুনরাবৃত্তি

এই লড়াইয়ে জেমাইমার নাম থাকবে সোনার হরফে লেখা। তিনি সেঞ্চুরি করলেন। প্রায় একাই অস্ট্রেলিয়ার ঘুম উড়িয়ে দিলেন। ১২৭ রানের দুরন্ত ইনিংস খেললেন। ৮৯ রানের ইনিংস খেললেন ক্যাপ্টেন হরমনপ্রীত।

View this post on Instagram

October 30, 202510:43 PM IST

বিশ্বকাপ সেমিফাইনাল জিতল ভারত

বিশ্বকাপ সেমিফাইনাল জিতল ভারত।

October 30, 202510:30 PM IST

রিচা ঘোষ ২৬ রান করে আউট, চাপ বাড়ছে ভারতের উপর

রিচা ঘোষ ২৬ রান করে আউট, পঞ্চম উইকেট হারাল ভারত।

October 30, 202510:12 PM IST

সেঞ্চুরি জেমাইমা রডরিগেজের, লড়ছে ভারত

সেঞ্চুরি জেমাইমা রডরিগেজের

advertisement
October 30, 202510:10 PM IST

রান আউট দীপ্তি শর্মা, ভারত ২৬৭/৪

রান আউট দীপ্তি শর্মা, ভারত ২৬৭/৪

October 30, 20259:47 PM IST

তৃতীয় উইকেট হারাল ভারত

২২৬ রানে ভারতের তৃতীয় উইকেট পড়ল। ক্রিজে এখন জেমাইমা ও দীপ্তি।

October 30, 20259:46 PM IST

৮৯ রান করে আউট ভারতের ক্যাপ্টেন হরমনপ্রীত

আউট ক্যাপ্টেন। ৮৯ রান করে প্যাভিলিয়নে ফিরলেন হরমনপ্রীত।

advertisement
October 30, 20259:33 PM IST

জেমাইমার সহজ ক্যাচ ফস্কালে হিলি

৮২ রানের মাথায় জেমাইমার সহজ ক্যাচ ফেলে দিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি।

October 30, 20259:27 PM IST

২০০ রানের গণ্ডি পার করল ভারত, জয়ের দিকে এগোচ্ছে টিম ইন্ডিয়া

২০০ রানের গণ্ডি পার করল ভারত।

October 30, 20259:23 PM IST

২০০ রানের দ্বোরগোড়ায় ভারত

৩১ ওভার শেষে ১৯৮ ভারত, ২ উইকেট হারিয়ে।

advertisement
October 30, 20259:06 PM IST

জেমাইমা ও কৌরের ১০০ রানের পার্টনারশিপ

১০০ রানের পার্টনারশিপ জেমাইমা ও কৌরের।

October 30, 20258:54 PM IST

লড়ছেন জেমাইমা ও অধিনায়ক কৌর

২৪ ওভার শেষে ২ উইকেটে ভারত ১৪৫।

October 30, 20258:40 PM IST

জেমাইমার হাফ সেঞ্চুরি

হাফ সেঞ্চুরি করলেন জেমাইমা। লড়ছে ভারত।

advertisement
October 30, 20258:33 PM IST

ক্রিজে লড়ছেন জেমাইমা ও অধিনায়ক হরমনপ্রীত

ক্রিজে লড়ছেন জেমাইমা ও অধিনায়ক হরমনপ্রীত। ১৮ ওভার শেষে ভারত ১১১।

October 30, 20258:30 PM IST

১০০ রান ভারতের, ১৭ ওভার শেষে

১০০ রান ভারতের। ১৭ ওভারে।

October 30, 20258:25 PM IST

বেঁচে গেলেন হরমনপ্রীত

আলানা কিংয়ের বল এগিয়ে এসে মারতে গিয়ে মিস্‌ করেন হরমনপ্রীত। বল ধরতে পারেননি উইকেটরক্ষক হিলি। বেঁচে যান ভারত অধিনায়ক।

advertisement
বাংলা খবর/ খবর/খেলা/
IndW vs AusW Live : অস্ট্রেলিয়াকে হারানো যায় না, সেসব দিন অতীত! ভারতের মেয়েরা প্রমাণ করে দিল, বিশ্বকাপ ফাইনালে টিম ইন্ডিয়া
advertisement
Bihar Assembly Elections Update: হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষ পর্যন্ত জয়ী তেজস্বী, রাঘোপুরে মুখ রক্ষা হলেও বিহারে মহাজোটের ভরাডুবি!
হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষ পর্যন্ত জয়ী তেজস্বী, রাঘোপুরে মুখ রক্ষা হলেও বিহারে মহাজোটের ভ
  • রাঘোপুর কেন্দ্র থেকে জয়ী তেজস্বী যাদব৷

  • হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর হারালেন বিজেপি প্রার্থীকে৷

  • ১৪৫৩২ ভোটে জয়ী তেজস্বী৷

VIEW MORE
advertisement
advertisement