Digha: দিঘার জগন্নাথ মন্দির তো দেখেছেন...! কয়েক কিলোমিটার দূরেই ‘এই’ জগন্নাথ মন্দির কি দেখেছেন আপনি? না দেখলে বড় 'মিস'!
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Madan Maity
Last Updated:
Jagannath Temple: দিঘা মানেই বাঙালির প্রিয় সমুদ্রতীর। এই ভিড়ভাট্টা থেকে সরে এলেই সামান্য দূরেই রয়েছে একেবারে অন্যরকম পরিবেশ, রামনগরের চন্দনপুর গ্রামের চৌধুরী জমিদার বাড়ির জগন্নাথ মন্দির।
দিঘা, মদন মাইতি: দিঘা মানেই বাঙালির প্রিয় সমুদ্রতীর। তার সঙ্গে এখন যোগ হয়েছে নবনির্মিত জগন্নাথ মন্দির, যা পর্যটকদের অন্যতম আকর্ষণ। তবে জানেন কি, দিঘা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে রয়েছে আরও এক ঐতিহ্যবাহী জগন্নাথ মন্দির, যার ইতিহাস প্রায় তিনশো বছরেরও বেশি পুরোনো! অষ্টাদশ শতকের গোড়ার দিকে নির্মিত এই প্রাচীন মন্দিরের কথা আজও অনেক পর্যটকই জানেন না।
ইতিহাস ঘেঁটে জানা যায়, অষ্টাদশ শতকের প্রথম দিকে ওড়িশার পুরী জেলার সাক্ষীগোপাল থেকে উদ্ধব নন্দ ও উচ্ছব নন্দ নামে দুই সহোদর ব্রাহ্মণ পটাশপুর এলাকায় চলে আসেন। তাঁরা ছিলেন সামবেদীয় ব্রাহ্মণ এবং প্রথমে পঁচেটগড় জমিদারবাড়ির মন্দিরে পুরোহিত হিসেবে নিযুক্ত হন। পরে কনিষ্ঠ উচ্ছব নন্দ বসতি গড়েন মুগবেড়িয়ায়, আর জ্যেষ্ঠ উদ্ধব নন্দ স্থায়ী হন পটাশপুর থানার টেপরপাড়া গ্রামে। সেখানেই তিনি ছোট মাপের একটি জমিদারি প্রতিষ্ঠা করে নিজের বাড়ির পাশে নির্মাণ করেন এক জগন্নাথ মন্দির।
advertisement
আরও পড়ুন: সবজি চাষে ক্ষতির ভয় অতীত! ভারী বৃষ্টিতেও চিন্তা নেই, ফসল বাঁচানোর টিপস দিলেন কৃষক সম্মান প্রাপ্ত কৃষি বিশেষজ্ঞ
ইটের তৈরি পূর্বমুখী দালান-রীতির এই মন্দিরের সামনে রয়েছে ত্রি-খিলান অলিন্দ এবং পেছনে এক-দ্বারী গর্ভগৃহ। গর্ভগৃহের বেদী নির্মিত হয়েছে ১০৮টি মাকড়া পাথরের স্ল্যাব দিয়ে। মন্দিরের উপরে রয়েছে আমলক, কলস ও বিষ্ণুচক্রসহ এক চতুষ্কোণ স্তম্ভ। যদিও বর্তমানে মন্দিরটি জরাজীর্ণ, তবুও সংস্কারের পর এখন তা নতুন রূপে দর্শনীয় হয়ে উঠেছে।
advertisement
advertisement
এখানে প্রতি ১২ বছর অন্তর ‘নব কলেবর’ হয় — অর্থাৎ নতুন বিগ্রহ স্থাপন করা হয়। প্রতিদিন দু’বার পুজো করা হয় এবং ভক্তরা নিজেরা ভোগ নিবেদন ও বস্ত্রদান করেন। তবে ভোগ রান্নার জন্য মন্দিরের নিজস্ব ব্রাহ্মণ পাচক ও বাসনপত্রই ব্যবহার করা বাধ্যতামূলক।
আরও পড়ুন: ভাগ্যের পরিহাসই বদলে দিল ‘এই’ মহিলার জীবন! রান্নার প্যাশনকে কাজে লাগিয়ে বের করলেন দুর্দান্ত বিজনেস আইডিয়া, করছেন অঢেল লাভ
মন্দিরের বর্তমান পুরোহিত তুষার কান্তি নন্দ বলেন, “এই মন্দিরটির ইতিহাস বহু প্রাচীন। আমাদের পূর্বপুরুষেরা অষ্টাদশ শতকের গোড়ার দিকে এটি প্রতিষ্ঠা করেছিলেন। আমরা সেই ঐতিহ্য আজও আগলে রেখেছি। দিঘার নবনির্মিত জগন্নাথ মন্দির যেমন দর্শনীয়, তেমনই ইতিহাস জানতে চাইলে পর্যটকরা একবার এই প্রাচীন জগন্নাথ মন্দিরেও ঘুরে যেতে পারেন। এখানে এলেই বোঝা যায়, কতটা ঐতিহ্য আর ভক্তির সঙ্গে এই স্থান জড়িয়ে আছে।”
advertisement
সব মিলিয়ে বলা যায়, যারা দিঘার কোলাহল থেকে কিছুটা শান্তি খুঁজছেন, তাঁদের জন্য এই প্রাচীন জগন্নাথ মন্দির হতে পারে এক অনন্য দর্শনস্থল। দিঘা ভ্রমণের শেষে এই ঐতিহাসিক মন্দির দর্শন আপনার ট্রিপকে আরও পূর্ণ করে তুলবে।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Purba Medinipur,West Bengal
First Published :
October 30, 2025 4:33 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Digha: দিঘার জগন্নাথ মন্দির তো দেখেছেন...! কয়েক কিলোমিটার দূরেই ‘এই’ জগন্নাথ মন্দির কি দেখেছেন আপনি? না দেখলে বড় 'মিস'!
