Arijit Singh Restaurant: গায়ক অরিজিৎ সিংয়ের পারিবারিক রেস্টুরেন্ট 'হেঁশেল'! ৪০টাকায় সস্তার সুস্বাদু খাবার পাবেন সকলে
- Reported by:Tanmoy Mondal
- hyperlocal
- Published by:Pooja Basu
Last Updated:
গায়ক অরিজিৎ-এর হোটেলে যে একবার আসে বারবার তাকে আসতে হয় পাত পেরে চেঁটে পুটে খেতে। দৈনিক দুপুরে ভিড় জমান বহু ছাত্র ও ছাত্রীরা। কলেজের পাশেই অবস্থিত এই হেঁশেল। সেখানেই দুপুরে খাবার খেতে আসে কলেজের পড়ুয়ারা।
মুর্শিদাবাদ: দেশ বিদেশে খ্যাতি অর্জন করেছেন গায়ক অরিজিৎ সিং। মুর্শিদাবাদ জেলার ভুমি পুত্র গায়ক অরিজিৎ সিং। যাকে এক নামে সবাই চেনে। কিন্তু জানেন কি তার গান বাদে সামাজিক কর্মকান্ডে জড়িত তিনি। সঙ্গীত জগতে তাঁর খ্যাতির পাশাপাশি এবার তাঁর পারিবারিক রেস্টুরেন্ট হেঁশেলের সুনাম বাড়ছে গোটা রাজ্য জুড়ে। জেলা, রাজ্য ছাড়িয়ে দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে জিয়াগঞ্জের হেঁশেলের সুখ্যাতি। (কৌশিক অধিকারী)
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement









