<p><strong>কুলদীপ যাদব: জীবন, কেরিয়ার, সাফল্য এক ঝলকে</strong></p>
<p><span style="font-weight: 400;"><strong>পুরো নাম:</strong> কুলদীপ যাদব</span></p>
<p><span style="font-weight: 400;"><strong>জন্ম:</strong> ১৪ ডিসেম্বর ১৯৯৪</span></p>
<p><span style="font-weight: 400;"><strong>উচ্চতা:</strong> ১.৬৮ মিটার</span></p>
<p><span style="font-weight: 400;"><strong>জাতীয়তা:</strong> ভারতীয়</span></p>
<p><span style="font-weight: 400;"><strong>ক্রীড়াবিদ:</strong> বাম-হাতি ব্যাটার, বাম-হাতি ধীর গতির চায়নাম্যান বোলার</span></p>
<p><span style="font-weight: 400;"><strong>পরিবার</strong>:</span></p>
<p><span style="font-weight: 400;"><strong>পিতা</strong>: রাম সিং যাদব</span></p>
<p><span style="font-weight: 400;"><strong>মাতা</strong>: ঊষা যাদব</span></p>
<p><span style="font-weight: 400;">কুলদীপ যাদবের জন্ম উত্তরপ্রদেশের কানপুরে। কুলদীপের বাবা রাম সিং এক ইট ভাটার মালিক। তাঁর বাবা বরাবরই চেয়েছিলেন যে, কুলদীপ যেন ক্রিকেট খেলা চালিয়ে যান। মূলত বাবার উৎসাহেই তিনি বাইশ গজে নিজের জায়গা করে নিতে পেরেছেন। কুলদীপের মা এক জন গৃহিণী। </span></p>
<p><strong>কেরিয়ারের সূচনা:</strong></p>
<p><span style="font-weight: 400;">কুলদীপ যাদব হলেন এক জন ভারতীয় ক্রিকেটার। প্রথম থেকেই ওয়াসিম আক্রম এবং জাহির খানের ভক্ত ছিলেন কুলদীপ এবং তাঁদের দেখেই এসেছিল অনুপ্রেরণা। এর ফলে অ্যাকাডেমিক স্তরে কুলদীপ ফাস্ট বোলার হিসেবে খেলা শুরু করেছিলেন। কিন্তু কিছু সময় পেরিয়ে যাওয়ার পর কোচ কপিল পাণ্ডে বুঝতে পেরেছিলেন যে, কুলদীপের গড়ন অনুযায়ী তাঁর বামহাতি ধীরগতির চায়নাম্যান বোলিং শৈলী শেখা উচিত। এর পর কোচের পরামর্শ অনুযায়ী এক জন রিস্ট-স্পিন বোলার হয়েছিলেন তিনি। উত্তরপ্রদেশের অনূর্ধ্ব-১৫ দলে জায়গা করে নিতে না-পারলেও ২০১৪ সালে রাজ্য দলে নিজের জায়গা করে নিয়েছিলেন কুলদীপ। </span></p>
<p><strong>আন্তর্জাতিক মঞ্চে উত্থান:</strong></p>
<p><span style="font-weight: 400;">২০১৭ সালে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটের ময়দানে অভিষেক হয় কুলদীপের। টেস্ট ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্বকারী প্রথম বাম-হাতি স্পিন বোলার ছিলেন তিনি। তিন মাস পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান-ডে ম্যাচে অভিষেক হয় তাঁর। ২০১৭ সালে একই দলের বিপক্ষে অভিষেক হয়েছিল কুলদীপের। ২০১৭ সালে তৃতীয় ভারতীয় বোলার হিসেবে ওডিআই-তে হ্যাটট্রিক করেন তিনি। ২০১৮ সালে প্রথম বাম-হাতি রিস্ট-স্পিন বোলার হিসেবে টি-টোয়েন্টি ইনিংসে উইকেট লাভ করেন কুলদীপ। এর কিছু দিন পর একটি ওডিআই-তে প্রথম পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ খেলেন কুলদীপ। ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের জন্য তাঁকে রাখা হয়েছিল ভারতের স্কোয়াডে।</span></p>
<p><strong>আইপিএল কেরিয়ার:</strong></p>
<p><span style="font-weight: 400;">২০১২ সালের আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন কুলদীপ। এর পর ২০১৪ সালে তিনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন। ২০১৮ সালে কলকাতা ফের ,তাঁকে দলে নেয়। কলকাতার হয়ে সব সময়ই দুরন্ত পারফরমেন্স দিয়েছেন কুলদীপ। তাঁর চোটের পর তাঁকে বিশ্রাম নিতে হয় এবং স্বাভাবিক ভাবেই দলে তিনি নিজের জায়গা হারান। ২০২২ সালের মেগা নিলামে দিল্লি ক্যাপিটালস তাঁকে কিনে নিয়ে নিজেদের স্কোয়াডে যুক্ত করে এবং দিল্লিকে নিরাশ করেননি কুলদীপও। প্রায় প্রত্যেকটি ম্যাচেই তিনি নিজের বোলিং দক্ষতার পরিচয় দিয়েছেন। </span></p>
<p><strong>চোট-আঘাত:</strong></p>
<p><span style="font-weight: 400;">চোট কুলদীপ যাদবের জন্য সব সময়ই বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাঁর আঘাতের কারণে আইপিএল-এর কয়েকটি সিজন খেলতে পারেননি তিনি। পরে যখন সুস্থ হয়ে ফিরে আসেন, তত দিনে তাঁর জায়গায় অন্য কেউ ভালো পারফর্ম করতে শুরু করে দেন। ফলে তাঁকে ডাগ-আউটেই বসে থাকতেই হয়। এর পর চলতি বছরে হাতের চোটের জন্য তিনি দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকেও বাদ পড়ে যান। তবে প্রত্যেক বারই এই প্রতিবন্ধকতাকে জয় করে কুলদীপ সুস্থ হয়ে দলে ফিরে আসেন এবং নিজের জায়গা পাকা করে নেন। </span></p>
<p><strong>রেকর্ড:</strong></p>
<ul>
<li style="font-weight: 400;" aria-level="1"><span style="font-weight: 400;">তিনটি ফরম্যাটেই পাঁচ উইকেট নেওয়া দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে রেকর্ড গড়েছেন কুলদীপ। </span></li>
<li style="font-weight: 400;" aria-level="1"><span style="font-weight: 400;">টেস্ট ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব করা প্রথম বাঁ-হাতি রিস্ট স্পিন বোলার তিনি। </span></li>
<li style="font-weight: 400;" aria-level="1"><span style="font-weight: 400;">ইংল্যান্ড ক্রিকেট দলের বিপক্ষে ১০-০-২৫-৬ স্পেল ওয়ান ডে-তে অন্য বাম-হাতি স্পিনারদের মধ্যে সেরা হিসেবে রেকর্ড তৈরি করেছেন কুলদীপ যাদব।</span></li>
</ul>
আরো দেখুন …