Kuldeep Yadav: একাদশে ফিরেই জ্বলে উঠলেন কুলদীপ যাদব! প্রথম ম্যাচেই বড় নজির গড়লেন চায়নাম্যান স্পিনার
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Kuldeep Yadav: এশিয়া কাপের প্রথম ম্যাচে ভারতের একতরফা জয়ের মূল ভিত গড়ে দিয়েছিলেন বোলাররাই। যারা দুর্দান্ত পারফরম্যান্স করে ইউএই-কে মাত্র ৫৭ রানে অলআউট করে দেয়।
advertisement
1/5

এশিয়া কাপের প্রথম ম্যাচে ভারতের একতরফা জয়ের মূল ভিত গড়ে দিয়েছিলেন বোলাররাই। যারা দুর্দান্ত পারফরম্যান্স করে ইউএই-কে মাত্র ৫৭ রানে অলআউট করে দেয়।
advertisement
2/5
এই ম্যাচে বোলিং আক্রমণের নেতৃত্ব দেন দলে ফেরা কুলদীপ যাদব। যিনি ২০২৪ টি২০ বিশ্বকাপের ফাইনালের পর প্রথমবার টি২০ খেলেন এবং ২.১ ওভারে মাত্র ৭ রান খরচ করে ৪ উইকেট নেন।
advertisement
3/5
দীর্ঘ দিন ধরে দলে থাকলেও একাদশে সুযোগ পাচ্ছিলেন না কুলদীপ। ইংল্যান্ড সফরেও বেঞ্চেই থাকতে হয়েছে। আমিরশাহির বিরুদ্ধে সুযোগ পেতেই জ্বলে ওঠেন তিনি। তার স্পিনের সামনে একেবারেই অসহায় মনে হচ্ছিল ইউএই ব্যাটারদের।
advertisement
4/5
কুলদীপের ৪/৭ বোলিং ফিগার এশিয়া কাপ পুরুষদের টি২০ ইতিহাসে দ্বিতীয় সেরা। এই রেকর্ডের শীর্ষে আছেন আরও এক ভারতীয়। ভুবনেশ্বর কুমার, যিনি ২০২২ সালে আফগানিস্তানের বিপক্ষে ৫/৪ নেন একই ভেন্যুতে।
advertisement
5/5
ম্যাচ-পরবর্তী পুরস্কার বিতরণীতে কুলদীপ বলেন, "সঠিক লেংথে বল করার চেষ্টা করেছি এবং এটা অনেক গুরুত্বপূর্ণ, ব্যাটাররা কী করতে চাচ্ছে সেটা পড়তে পারা খুবই জরুরি। আজও সেটাই করেছি, পরের বলেই ব্যাটার কী করবে সেটা অনুমান করে রিঅ্যাক্ট করেছি।"