কুলদীপের এই নজরকাড়া পারফরম্যান্সের পরও প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান সঞ্জয় মঞ্জরেকরের মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। তিনি সোশ্যাল মিডিয়ায় রসিকতা করে লেখেন, “কুলদীপ এক ওভারে তিনটি উইকেট নিয়েছে। এখন সম্ভবত ও আরেকটা ম্যাচ খেলবে না।” এই পোস্টের সঙ্গে তিনি একটি ঠাট্টাপূর্ণ ইমোজিও ব্যবহার করেন। যদিও এই মন্তব্য হালকা মেজাজে করা হয়েছে, তবুও তা কুলদীপের ভক্তদের মনে প্রশ্ন তুলেছে।
advertisement
অনেকদিন ধরেই অনেকে মনে করছেন, বর্তমান হেড কোচ গৌতম গম্ভীর কুলদীপ যাদবের প্রতি ন্যায্য আচরণ করছেন না। ২০২৪ সালের বিশ্বকাপ ফাইনালের পর এটিই ছিল কুলদীপের প্রথম টি-২০ ম্যাচ, এবং তিনি সেই সুযোগ পুরোপুরি কাজে লাগিয়েছেন। এমন পারফরম্যান্সের পরও যদি তাঁর পরবর্তী ম্যাচে খেলা নিয়ে প্রশ্ন ওঠে, তাহলে ভক্তদের মধ্যে ক্ষোভের সঞ্চার করাটা স্বাভাবিক।
আরও পড়ুনঃ IND vs PAK: পাকিস্তান ম্যাচে দলে বদল! কোন একাদশ নামাবে ভারত? জানিয়ে দিলেন অধিনায়ক!
ভারতের ব্যাটিংও ছিল যথেষ্ট আগ্রাসী। অভিষেক শর্মা ১৬ বলে ৩০ রান এবং শুভমান গিল অপরাজিত ২০ রান করে মাত্র ৪.৩ ওভারে জয় নিশ্চিত করে। এশিয়া কাপে ভারতের এটি সবচেয়ে দ্রুততম লক্ষ্য তাড়া করার রেকর্ড। ১৪ সেপ্টেম্বর ভারতের পরবর্তী ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে। এখন দেখার বিষয়, গম্ভীর ও তার টিম ম্যানেজমেন্ট কুলদীপের অসাধারণ পারফরম্যান্সকে কতটা গুরুত্ব দেয় এবং তাঁকে পাকিস্তানের বিরুদ্ধে একাদশে রাখে কিনা।