IND vs PAK: পাকিস্তান ম্যাচে দলে বদল! কোন একাদশ নামাবে ভারত? জানিয়ে দিলেন অধিনায়ক!

Last Updated:

India vs Pakistan: মেগা ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশ কী হবে তা নিয়ে রয়েছে জল্পনা। প্রথম ম্যাচের পরই পাক ম্যাচের একাদশ নিয়ে কার্যত আভাস দিয়ে দিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব।

News18
News18
সংযুক্ত আরব আমিরশাহিকে প্রথম ম্যাচে হেলায় উড়িয়ে দিয়েছে ভারতীয় দল। এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে ভারতের প্রতিপক্ষ পাকিস্তান। পহেলগাঁও হামলে ও অপারেশন সিঁদুরের পর এই ম্যাচ ঘিরে দুই দেশের ক্রিকেট প্রেমিদের উন্মাদনা তুঙ্গে। মেগা ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশ কী হবে তা নিয়ে রয়েছে জল্পনা। প্রথম ম্যাচের পরই পাক ম্যাচের একাদশ নিয়ে কার্যত আভাস দিয়ে দিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব।
প্রথম ম্যাচ থেকেই বোঝা গিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির মতই সংযুক্ত আরব আমিরশাহির উইকেট মন্থর ও স্পিনাররা বেশি সাহায্য পেতে চলেছে। ম্যাচ জেতার পর সূর্যকুমার যাদব কার্যত জানিয়েই দিলেন আগামী ম্যাচগুলিতে স্পিনারদের উপরই আস্থা রাখতে চলেছে দল। সেখানে ৩ স্পিনার ও ১ পেসার নিয়েই নামতে পারে ভারত। ফলে অর্শদীপ সিংকে বেঞ্চেই কাটাতে হতে পারে।
advertisement
সূর্যকুমার যাদব বলেন, “এখানকার পিচ সম্পর্কে দলের অনেকেরই ভালো ধারণা ছিল। চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো এখানেই অনুষ্ঠিত হয়েছিল, তখন দল বেশ কিছুদিন এখানে অবস্থান করেছিল। পিচের ধরন এখনো প্রায় একই রকম, তবে একটু মন্থর। গরমও ভালোই ছিল। তাই মনে হচ্ছিল স্পিনাররা ভালো পারফর্ম করবে। এজন্য আমরা স্পিনারদের উপরই বেশি নির্ভরতা রেখেছিলাম। কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী এবং অক্ষর পটেল ভালো বল করে। এছাড়া জসপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়া এবং শিবম দুবে-রাও তাদের সাহায্য করেছে।”
advertisement
advertisement
পাকিস্তান ম্যাচ খেলার জন্য যে দলের সকল ক্রিকেটাররা অপেক্ষা করছে সেকথাও জানিয়েছেন সূর্যকুমার যাদব। তিনি বলেন,”দলের সবাই খুব উত্তেজিত পাকিস্তান ম্যাচের জন্য। আরও একটা ভাল ম্যাচ খেলতে চাই। দলের ছেলেরা খুব আত্মবিশ্বাসী।”
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs PAK: পাকিস্তান ম্যাচে দলে বদল! কোন একাদশ নামাবে ভারত? জানিয়ে দিলেন অধিনায়ক!
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement