এশিয়া কাপ ২০২৫-এ ভারতের স্পিনার কুলদীপ যাদব প্রশংসা করেছেন পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদির ব্যাটিং দক্ষতার। সাম্প্রতিক দুই ম্যাচে ব্যাট হাতে দারুণ পারফর্ম করেছেন শাহিন, যা শুধু বল হাতে নয়, ব্যাট হাতেও তাঁর কার্যকারিতা প্রমাণ করে। ভারতের বিপক্ষে ১৬ বলে ৩৩ রানের ইনিংস এবং সংযুক্ত আরব আমিরশাহির বিপক্ষে ১৪ বলে ২৯ রানের ঝড়ো ইনিংসের কারণে ক্রিকেট বিশ্লেষকদের নজর কাড়েন তিনি।
advertisement
ভারতের তৃতীয় গ্রুপ ম্যাচের আগে আবু ধাবিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কুলদীপ বলেন, “শাহিন আফ্রিদি খুব ভালো খেলছে। নীচের দিকে দুই ম্যাচে সে ব্যাট হাতে অসাধারণ খেলেছে। আমরা বোলাররা সবসময় ব্যাটারদের বোঝার চেষ্টা করি। কিছু ব্যাটার সত্যিই ভালো খেলে এবং শাহিন তাদের একজন।” তিনি আরও যোগ করেন, “ক্রিকেট এমন একটি খেলা যেখানে প্রতিটি ভুল থেকে শেখার সুযোগ থাকে।”
১৪ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে ম্যাচে পাকিস্তান ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়লেও শাহিন ৯ নম্বরে নেমে চারটি বিশাল ছয় মারেন। তাঁর ৩৩ রানের ক্যামিও ইনিংস পাকিস্তানকে লড়াই করার মতো ১২৭ রানে পৌঁছাতে সাহায্য করে। যদিও ভারতের ব্যাটিং লাইনআপ সেই লক্ষ্য অনায়াসেই টপকে যায় সূর্যকুমার যাদবের ৪৭ রানের ঝকঝকে ইনিংসে।
পরের ম্যাচে সংযুক্ত আরব আমিরাশাহির বিপক্ষে ৪১ রানে জিতে ম্যাচ সেরা হন শাহিন। বোলিংয়ের পাশাপাশি আবারও ব্যাট হাতে দেখিয়েছেন আগ্রাসী মনোভাব, যা তাকে একটি মূল্যবান অলরাউন্ডার হিসেবে প্রতিষ্ঠিত করছে।
এখন নজর রবিবার, ২১ সেপ্টেম্বরের দিকে, যখন সুপার ফোরে আবার মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বি ভারত ও পাকিস্তান। এই হাইভোল্টেজ ম্যাচে শাহিন আফ্রিদির অলরাউন্ড পারফরম্যান্স ভারতের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।