তবে ভারতের মূল সমস্যাটি ছিল ব্যাটিং ধসে। দ্বিতীয় দিনে ব্যাট হাতে ৯৩ রান করা এবং বল হাতে ৬/৪৮ নিয়ে বিধ্বংসী হয়ে ওঠা মার্কো জানসেনের সামনে ভারতের শীর্ষ ও মধ্যক্রম তাসের ঘরের মত ভেঙে পড়ল। ৯৫/১ পরিস্থিতি থেকে ১২২/৭ প্রমাণ করে বেপরোয়া শট নির্বাচন ও ম্যাচ পরিস্থিতির ভুল মূল্যায়ন। যশস্বী জয়সওয়ালের ৫৮ রানের ইনিংস ছাড়া আর কোনো নামী ব্যাটার বড় স্কোর সংগ্রহ করতে পারেননি। কেএল রাহুল, সাই সুদর্শন, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, নিতীশ রেড্ডি—একজনও বড় স্কোর করতে পারেননি।
advertisement
এই ব্যাটিং ভরাডুবির মাঝেও ভারতের ভরসার জায়গা হয়ে ওঠেন ওয়াশিংটন সুন্দর ও কুলদীপ যাদব। অষ্টম উইকেটে দু’জন মিলে প্রায় ৩৫ ওভারে ৬২ রানের জুটি গড়ে দলের লজ্জা কিছুটা কমান। সুন্দর ৪৮ রানে আউট হওয়ার পরই ভারতের শেষ প্রতিরোধ ভেঙে যায় এবং নতুন বল নেওয়ার অল্পক্ষণ পর কুলদীপও ফিরলে ভারতের ইনিংস ২০১ রানে অলআউট হয়ে যায়।
আরও পড়ুনঃ KKR News: কেকেআরের ওপনিংয়ে বড় চমক! কে হবেন রাহানের সঙ্গী? তৈরি নাইটদের তালিকা!
ফলে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসেই পেয়ে যায় বিশাল ২৮৮ রানের লিড, যা তাদের সিরিজ ২-০ ব্যবধানে জয়ের পথে অনেকটাই এগিয়ে দিয়েছে। ম্যাচের অবশিষ্ট সময়ে ভারতকে এখন হারের হাত থেকে বাঁচাতে লড়াই করতে হবে। বর্তমান পরিস্থিতিতে একটি ড্র-ও ভারতের জন্য মর্যাদার সমান সান্ত্বনা বয়ে আনবে।
