KKR News: কেকেআরের ওপনিংয়ে বড় চমক! কে হবেন রাহানের সঙ্গী? তৈরি নাইটদের তালিকা!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
KKR Target These Players For Opening Slot In IPL 2026 Auction: এবার নিলামে কেকেআর ফের একবার ওপনিংয়ের জন্য একাধিক প্লেয়ারকে টার্গেট করতে পারে। তালিকায় রয়েছে কোন কোন নাম।
advertisement
advertisement
advertisement
advertisement
টম ব্যান্টন: রহমানউল্লাহ গুরবাজ ও কুইন্টন ডি কককে রিলিজ করায় ওপেনার–কাম–উইকেটকিপারের প্রয়োজন কেকেআরে। সে ক্ষেত্রে টম ব্যান্টন হতে পারেন নির্ভরযোগ্য পছন্দ। ১৯৩ টি-২০ ম্যাচে ৪,৭০০–র বেশি রান ও ১৪৩.৭৪ স্ট্রাইক রেট তার দক্ষতার প্রমাণ। স্পিন ভালো খেলার পাশাপাশি নিয়মিত দ্রুত রান তোলায় তিনি কেকেআরের ব্যাটিং অর্ডারে গতি আনতে পারেন। আগেও কেকেআরে খেলার অভিজ্ঞতা রয়েছে তার।
advertisement
advertisement
পৃথ্বি শ: এছাড়া ভারতীয় দল যদি কোনও দেশীয় ওপোনারকে দলে নেওয়ার কথা ভাবে তাহলে পৃথ্বি শ-কেও তালিকাভুক্ত করা যেতে পারে। বিগত কয়েক বছরে বেলাগাম ব্যক্তিগত জীবন ও অফ ফর্মের কারণে গতবছর দল পাননি পৃথ্বি। কিন্তু এই বছর ফের ক্রিকেটে ফিরেছেন। রানও করছেন ঘরোয়া ক্রিকেটে। পৃথ্বি ফর্মে থাকলে প্রতিপক্ষের বোলারদের নাজেহাল করে ছাড়ার দক্ষতা রয়েছে।
