IND vs SA 2nd Test: ভারতীয় দলের একাদশে সুযোগ নিয়ে মুখ খুললেন কুলদীপ! বড় কথা বলে দিলেন তারকা স্পিনার
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs SA 2nd Test: ভারতের বর্তমান দলে এমন খুব কম ক্রিকেটারই আছেন যারা টেস্ট, ওয়ানডে ও টি–২০— তিনটি ফরম্যাটেই সমান দক্ষতা দেখিয়ে নিজেদের জায়গা ধরে রাখতে সক্ষম হয়েছেন। তাদের মধ্যে কুলদীপ অন্যতম।
advertisement
1/5

ভারতের বর্তমান দলে এমন খুব কম ক্রিকেটারই আছেন যারা টেস্ট, ওয়ানডে ও টি–২০— তিনটি ফরম্যাটেই সমান দক্ষতা দেখিয়ে নিজেদের জায়গা ধরে রাখতে সক্ষম হয়েছেন। এই তালিকায় বিশেষভাবে উঠে আসে বাঁ–হাতি চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদবের নাম। তাঁর মতে, ভারতের মতো প্রতিযোগিতামূলক দলে তিনটি ফরম্যাটে সুযোগ ধরে রাখা অত্যন্ত কঠিন, কিন্তু আক্রমণাত্মক মানসিকতা ও স্পষ্ট পরিকল্পনার কারণেই তিনি এখনও দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে নিজেকে প্রমাণ করতে পেরেছেন।
advertisement
2/5
অস্ট্রেলিয়া সফরে টি–২০ সিরিজের মাঝপথ থেকে দেশে ফিরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে যোগ দেন কুলদীপ। প্রথম টেস্টে তাঁর ৪ উইকেট সত্ত্বেও ভারত ম্যাচে ৩০ রানে হেরে যায়। সব ফরম্যাট মিলিয়ে ইতিমধ্যেই ৩৪২ আন্তর্জাতিক উইকেট দখল করা এই স্পিনার জানান, তিনি সব ফরম্যাট খেলতে চান, তবে টেস্ট ক্রিকেট তাঁর কাছে বিশেষ আনন্দের। সেই সঙ্গে তিনি স্বীকার করেন— ভারতের দলে তিনটি ফরম্যাটে একসঙ্গে জায়গা পাওয়া খুব সহজ নয়।
advertisement
3/5
বিশ্ব ক্রিকেটে অন্যতম সেরা স্পিনার হিসেবে স্বীকৃত কুলদীপ আরও বলেন,টেস্ট ক্রিকেট যতটা উপভোগ্য, ততটাই চ্যালেঞ্জিং। আগামী চার–পাঁচ বছর তাঁর টেস্ট কেরিয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে তিনি মনে করেন। তাই তিনি এখন বিশেষভাবে মন দিচ্ছেন ফিটনেস ধরে রাখা এবং ধারাবাহিক পারফরম্যান্স বজায় রাখার ওপর। দলের কোচ ও অধিনায়ক তাঁকে যে স্পষ্ট ভূমিকা ও আস্থা দিয়ে থাকেন, তা তাঁর আগ্রাসী বোলিংকে আরও শাণিত করতে সাহায্য করে।
advertisement
4/5
আক্রমণাত্মক বোলিংকে নিজের প্রধান অস্ত্র হিসেবে তুলে ধরা কুলদীপ জানিয়েছেন, উইকেট নেওয়াই তাঁর প্রথম লক্ষ্য। কোচ–অধিনায়কও তাঁকে সেই মানসিকতা বজায় রাখতে উৎসাহ দেন। নিজের ভূমিকায় পরিষ্কার ধারণা থাকায় মাঠে সিদ্ধান্ত নেওয়াও সহজ হয় বলে তিনি জানান।
advertisement
5/5
শক্তিশালী দলের বিরুদ্ধে খেলার গুরুত্ব উল্লেখ করে কুলদীপ বলেন, দক্ষিণ আফ্রিকার মতো প্রতিপক্ষের বিরুদ্ধে বোলিং করলে দক্ষতা বাড়ে, আত্মবিশ্বাসও বৃদ্ধি পায়। তিনি মনে করেন, বড় দলগুলির বিরুদ্ধে খেললে ভুল খুব দ্রুত ধরা পড়ে, যা উন্নতির পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলমান সিরিজ খেলতে তাঁর বিশেষ ভালো লাগছে।