IND Vs ENG: কে থাকল দলে আর কে পড়ল বাদ? ওভালে ভারতের একাদশে কারা? বড় আপডেট
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs ENG: ম্যাঞ্চেস্টার টেস্ট ড্র করলেও সামনে কঠিন চ্যালেঞ্জ ভারতীয় দলের। সিরিজ ড্র করতে হলে ৩১ জুলাই থেকে ওভালে শুরু হতে চলা শেষ টেস্ট জিততেই হবে টিম ইন্ডিয়াকে।
advertisement
1/12

ম্যাঞ্চেস্টার টেস্ট ড্র করলেও সামনে কঠিন চ্যালেঞ্জ ভারতীয় দলের। সিরিজ ড্র করতে হলে ৩১ জুলাই থেকে ওভালে শুরু হতে চলা শেষ টেস্ট জিততেই হবে টিম ইন্ডিয়াকে। ডুঅর ডাই ম্যাচে ভারতের টিম কম্বিনেশন কেমন হবে তা নিয়ে রয়েছে জোর জল্পনা।
advertisement
2/12
যশস্বী জয়সওয়াল ওপেনার হিসেবে তাঁর জায়গা ধরে রাখবেন। তিনি এখন পর্যন্ত আট ইনিংসে ২৯১ রান করেছেন ৩৬.৩৮ গড়ে। তাঁর নামের পাশে একটি সেঞ্চুরি ও দুটি হাফ-সেঞ্চুরি রয়েছে।
advertisement
3/12
কেএল রাহুল এই সফরে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। আট ইনিংসে ৫১১ রান করেছেন ৬৩.৮৮ গড়ে। দুটি শতরান ও দুটি অর্ধশতরান রয়েছে তাঁর ঝুলিতে।
advertisement
4/12
সাই সুদর্শন তাঁর প্রথম হাফ-সেঞ্চুরির পর ম্যাঞ্চেস্টারে একটি গোল্ডেন ডাক করলেও সম্ভবত দলে থাকবেন। ওভালে ভারতীয় দলের ৩ নম্বরে দেখা যাবে তরুণ বাঁ-হাতি তারকাকে।
advertisement
5/12
শুভমান গিল-এর জন্য এটি কেরিয়ারের অন্যতম সেরা সিরিজ। ভারতীয় টেস্ট অধিনায়ক এখন পর্যন্ত আট ইনিংসে ৭২২ রান করেছেন ৯০.২৫ গড়ে। চারটি সেঞ্চুরি করেছেন তিনি।
advertisement
6/12
রবীন্দ্র জাদেজা জীবনের সেরা টেস্ট সিরিজ কাটাচ্ছেন। আট ইনিংসে ৪৫৪ রান করেছেন ১১৩.৫০ গড়ে। একটি শতরান এবং চারটি হাফ-সেঞ্চুরি রয়েছে। বল হাতে নিয়েছেন ৭টি উইকেট।
advertisement
7/12
ওয়াশিংটন সুন্দর ম্যাঞ্চেস্টারে প্রথম টেস্ট সেঞ্চুরি করার পর তিনি দলে থাকবেন। তিনি ছয় ইনিংসে ২০৫ রান করেছেন ৫১.২৫ গড়ে এবং অফস্পিন বোলিংয়ে মোট ৭ উইকেট নিয়েছেন।
advertisement
8/12
ধ্রুব জুরেল চোট পাওয়া ঋষভ পন্থের জায়গায় উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে একাদশে ফিরতে পারেন। পন্থ না থাকলে সিরিজে জুরেলই কিপিং করেছেন। সেরাটা দিতে মুখিয়ে রয়েছেন জুরেল।
advertisement
9/12
কুলদীপ যাদব ওভালে খেলতে পারেন। কারণ এখনও সিরিজে কোনো ম্যাচ খেলেননি। ২০১৭ সালে টেস্ট অভিষেকের পর ১৩ ম্যাচে ২২.১৬ গড়ে ৫৬ উইকেট নিয়েছেন তিনি। তিনি শার্দুল ঠাকুরের জায়গা নিতে পারেন।
advertisement
10/12
অর্শদীপ সিং নেটে বল করছেন এবং শারীরিকভাবে ফিট বলে জানা গিয়েছে। তিনি অংশুল কাম্বোজের জায়গায় লন্ডনে টেস্ট অভিষেক করতে পারেন। অথবা আকাশ দীপও সুযোগ পেতে পারেন।
advertisement
11/12
আকাশ দীপ যদি ফিট থাকেন, তাহলে সিরিজের শেষ ম্যাচে জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দিলে আবার দলে ফিরতে পারেন। এই সফরে এখন পর্যন্ত দুই টেস্টে ১১ উইকেট নিয়েছেন তিনি।
advertisement
12/12
মহম্মদ সিরাজ একমাত্র ভারতীয় পেসার যিনি সিরিজের সব চারটি টেস্ট খেলেছেন। তাঁর সংগ্রহ ১৪ উইকেট, গড় ৩৯.৭১। শেষ টেস্টে সিরাজের খেলা নিয়ে কোনও সংশয় নেই।