IND vs AUS: এবার পুরোপুরি ছাঁটাই? অনেক হয়েছে আর নয়! দ্বিতীয় ম্যাচে ভারতের একাদশে বড় বদল!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
India vs Australia 2nd ODI: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচ হেরে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে ভারতীয় দলের। সিরিজের শেষ দুটি ম্যাচ ভারতের কাছে ডু অর ডাই। এমন পরিস্থিতিতে ভারতীয় দলের প্রথম একাদশ কেমন হবে তা নিয়ে রয়েছে জোর চর্চা।
advertisement
1/13

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচ হেরে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে ভারতীয় দলের। সিরিজের শেষ দুটি ম্যাচ ভারতের কাছে ডু অর ডাই। এমন পরিস্থিতিতে ভারতীয় দলের প্রথম একাদশ কেমন হবে তা নিয়ে রয়েছে জোর চর্চা।
advertisement
2/13
প্রথম একদিনের ম্যাচে ব্যাটে-বলে কোনওটিতেই আহামরি পারফর্ম করতে পারেনি ভারতীয় দল। দ্বিতীয় ম্যাচে দলে বড়সড় বদলের ইঙ্গিত মিলছে। কেমন হতে পারে দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতের একাদশ? দেখে নিন এক নজরে।
advertisement
3/13
১. রোহিত শর্মা: রোহিত শর্মা ভারতের হয়ে অ্যাডিলেড ওভালে দ্বিতীয় ওয়ানডেতে ওপেন করবেন। সিরিজের প্রথম ম্যাচে তিনি ১৪ বলে মাত্র ৮ রান করেছিলেন।
advertisement
4/13
২. শুভমান গিল (অধিনায়ক): বিশ্বসেরা ওয়ানডে ব্যাটার ও ভারতের অধিনায়ক শুভমান গিল পার্থে প্রথম ওয়ানডেতে মাত্র ১০ রান করেছিলেন। অ্যাডিলেডে তাঁর কাছে বড় ইনিংস দেখার অপেক্ষায় ফ্যানেরা।
advertisement
5/13
৩. বিরাট কোহলি: বিরাট কোহলি দ্বিতীয় ওয়ানডেতে তার প্রিয় জায়গা ৩ নম্বরে ব্যাট করবেন। অ্যাডিলেড ওভালে এর আগে চারটি ওয়ানডেতে তিনি মোট ২৪৪ রান করেছেন। ফলে পয়া মাঠে চেনা বিরাটকে দেখার অপেক্ষায় সকলে।
advertisement
6/13
৪. শ্রেয়স আইয়ার: প্রথম ম্যাচে ভাল না করলেও, সহ-অধিনায়ক শ্রেয়স আইয়ার অ্যাডিলেডে বড় ইনিংস খেলতে মুখিয়ে থাকবেন। ৪ নম্বরেই দেখা যাবে তারকা ব্যাটারকে।
advertisement
7/13
৫. অক্ষর প্যাটেল: প্রথম ওয়ানডেতে ভারতের হয়ে ৫ নম্বরে ব্যাট করতে নেমে ৩১ রান করেছিলেন অক্ষর। দ্বিতীয় ম্যাচেও একই পজিশনে ব্যাট করবেন বলে আশা করা যাচ্ছে।
advertisement
8/13
৬. কেএল রাহুল (উইকেটকিপার): প্রথম ওয়ানডেতে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন কেএল রাহুল। দলের প্রত্যাশা, দ্বিতীয় ম্যাচেও তিনি সেই ছন্দ বজায় রাখবেন।
advertisement
9/13
৭. নীতিশ কুমার রেড্ডি: পার্থে ওয়ানডে অভিষেক করা নীতিশ রেড্ডি ১১ বলে ১৯ রানে অপরাজিত ছিলেন এবং বল হাতে ২.১ ওভার করেছিলেন। অলরাউন্ড পারফরম্যান্সের কারণে তিনি একাদশে জায়গা ধরে রাখবেন।
advertisement
10/13
৮. ওয়াশিংটন সুন্দর: প্রথম ম্যাচে ১০ বলে ১০ রান করার পাশাপাশি ১ উইকেটও নেন সুন্দর। দলে স্পিনার অলরাউন্ডার হিসেবে তার জায়গা নিয়ে আপাতত কোনও সংশয় নেই।
advertisement
11/13
৯. কুলদীপ যাদব: প্রথম ওয়ানডেতে কেন কুলদীপ যাদবকে খেলানো হয়নি তা নিয়ে কম প্রশ্ন ওঠেনি। দ্বিতীয় ম্যাচে একাদশে ফিরতে পারেন ভারতের তারকা চায়নাম্যান স্পিনার। বাদ পড়তে পারেন হর্ষিত রানা।
advertisement
12/13
১০. অর্শদীপ সিং: বাঁহাতি পেসার আর্শদীপ সিং প্রথম ম্যাচে ট্র্যাভিস হেডকে আউট করেছিলেন। দ্বিতীয় ম্যাচে আরও উইকেট নিতে চাইবেন তিনি। তার জায়গা নিয়েও কোও সংশয় নেই।
advertisement
13/13
১১. মহম্মদ সিরাজ: ভারতের বোলিং আক্রমণের নেতৃত্ব দেবেন মহম্মদ সিরাজ। দীর্ঘ দিন পর বুমরাহের অনুপস্থিতিতে ভারতের একদিনের দলে ফিরেছেন সিরাজ। নিজের সেরাটা দিতে মুখিয়ে রয়েছেন তিনি।