অসুস্থ হয়ে পড়েন অনুব্রত মণ্ডল। তাঁর আইনজীবী বিপদতারণ ভট্টাচার্য ও শিক্ষাবন্ধু সেলের রাজ্য সভাপতি দেবব্রত ওরফে গগন সরকার অনুব্রতর মেডিক্যাল সার্টিফিকেট জমা দেন থানায়। তাঁরা জানান, অনুব্রত অসুস্থ, তাঁকে ডাক্তার পাঁচদিন ‘বেড রেস্ট’-এর পরামর্শ দিয়েছেন। অন্যদিকে, অনুব্রত মণ্ডলের তরফে সূত্র মারফত জানা যায়, গত মাসে পর পর তিনদিন রামপুরহাট, সিউড়ি, বোলপুর এই তিন জায়গায় প্রচণ্ড গরমে জনসভা করার ফলে শরীরে প্রচন্ড ঘাম হয়েছে। সেই ঘামের ফলে ঠান্ডা লাগা, জ্বর, কাশি, সর্দি বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত তিনি। তিনি করোনা টেস্ট করাতে চাইছিলেন। তবে তিনি তা করিয়েছেন কিনা সেই বিষয়ে খোলসা করে কিছু জানাননি।
advertisement
অনুব্রত বলেন, “আপাতত আগের থেকে অনেকটাই সুস্থ আছি, ডাক্তারের পরামর্শে পাঁচদিন বিশ্রামে ছিলাম”। ডাক্তারের পরামর্শের পাঁচ দিন বিশ্রাম নেওয়ার পর অবশেষে বৃহস্পতিবার বিকেল ৩টে বেজে ২৫ মিনিট নাগাদ বোলপুরের এসডিপিও অফিসে হাজিরা দেন তিনি। এরপরেই এসডিপিও অফিস থেকে বেরিয়ে তিনি বোলপুর পার্টি অফিসে আসেন। সেখানে সন্ধ্যা সাতটা ১৫ মিনিট পর্যন্ত ছিলেন। বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকরা ছেঁকে ধরলে তিনি বলেন, “এখন কিছু বলব না। দু’দিন চালচলন দেখি। তারপরেই সব বলব।” তবে যেহেতু তিনি হাজিরা দিতে গিয়েছে, তাই অনেকের মতে তিনি এখন আগের থেকে সুস্থ।
সৌভিক রায়