Messi and Raju Da's Paratha:পকেট পরোটার ভাইরাল রাজুদা এখনও ঘোরে. দুধ সাদা মেসিকে ভুলতে পারছেন না একদণ্ডও

Last Updated:

স্বপ্ন সত্যি! মেসিতে মজে পকেট পরোটা বিক্রেতা রাজু দা, শতদ্রু-দাই যেন ভগবান

মেসির সঙ্গে পরোটা বিক্রেতা রাজুদা
মেসির সঙ্গে পরোটা বিক্রেতা রাজুদা
উত্তর ২৪ পরগনা: স্ট্রিট ফুড বিক্রেতা রাজু দা পরিচিতি পেয়েছেন ‘পকেট পরোটা’ বিক্রেতা হিসেবেই। তবে একজন পকেট পরোটা বিক্রেতা হয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং এর শিকার হওয়া সেই রাজু দার সঙ্গেই মেসির সাক্ষাৎ বাস্তবে রূপ পেল। আর তার জন্যই রাজুর কাছে যেন ঈশ্বর সেলিব্রেটি আয়োজক শতদ্রু দত্ত। আর্জেন্টিনার বিশ্বখ্যাত ফুটবল তারকা লিওনেল মেসির সঙ্গে সরাসরি সাক্ষাৎ করার সুযোগ পেয়ে এখনও যেন স্বপ্নের জগতে ভেসে রয়েছেন রাজু।
প্রসঙ্গত, মেসির কলকাতার সফর ঘোষণা হওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় রাজু দার দোকানে দাঁড়িয়ে পকেট পরোটা খাচ্ছেন লিওনেল। ব্যাপক ট্রোলিং এর শিকার হন এই পরোটা বিক্রেতা। যা নজরে পড়ে আয়োজক শতদ্রু দত্তের। তিনি তখন রাজুদার সঙ্গে লিওনেল মেসির সাক্ষাতের মধ্যে দিয়ে সেই ছবিকেই বাস্তবের রূপ দেওয়ার প্রতিশ্রুতি দেন। কলকাতায় মেসির সফরে কথা রেখেছেন শতদ্রু। পাঁচতারা হোটেলেই রাজুদার সঙ্গে দেখা হয়েছে আর্জেন্টিনা এই ফুটবল তারকার। সেই অভিজ্ঞতা যেন এখনও জীবন্ত রাজুর কাছে।
advertisement
রাজু দার কথায়, ‘‘শতদ্রু দত্ত দাদা আমার কাছে ভগবানের মতো। তাঁর জন্যই আজ আমি মেসির সামনে দাঁড়াতে পেরেছি।’’ পকেট পরোটা বিক্রি করতে বেরোলেই বা গুমার স্টেশনে বাজার করতে গেলেই এখন তাঁকে ঘিরে কৌতূহল আর সেই মুহূর্তের অনুভূতি জিজ্ঞাসা করতে চাইছেন সকলের। মেসির সঙ্গে সাক্ষাৎ হওয়ায় এলাকায় রীতিমতো ‘হিরো’ হয়ে উঠেছেন রাজু দা। রাজপুত্রের মতো দেখতে মেসি, তার গায়ের রং থেকে স্টাইল সবকিছু নিয়েই এখন চর্চা করছেন এই পরোটা বিক্রেতা।
advertisement
advertisement
যদিও মেসির কলকাতা সফরের পর আইনি জটিলতায় পড়ে গ্রেফতার হতে হয়েছে সেলিব্রেটি অর্গানাইজার শতদ্রু দত্তকে। তবুও রাজু দার কাছে মেসির সঙ্গে সাক্ষাতের নেপথ্য কারিগর একমাত্র তিনিই। সমস্ত বিতর্কের ঊর্ধ্বে উঠে রাজুদা আজও মনে করেন, তাঁর জীবনের সবচেয়ে বড় স্বপ্নপূরণের পথ খুলে দিয়েছিলেন শতদ্রু দত্তই। তাই বাংলার মানুষ যতই তাকে নিয়ে বিদ্রুপ করুক রাজুদার কাছে যেন তিনি ভগবান।
advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Messi and Raju Da's Paratha:পকেট পরোটার ভাইরাল রাজুদা এখনও ঘোরে. দুধ সাদা মেসিকে ভুলতে পারছেন না একদণ্ডও
Next Article
advertisement
West Medinipur News Untold Story: ইমারতেই বিচার বসাত ব্রিটিশরা, জর্জ কোর্ট-এর পর অন্যতম আদালত, ভাঙ্গা ভবন ইতিহাসের সাক্ষী
ইমারতেই বিচার বসাত ব্রিটিশরা, জর্জ কোর্ট-এর পর অন্যতম আদালত, ভাঙ্গা ভবন ইতিহাসের সাক্ষী
  • স্বাধীনতার পরেও এখানে চলেছে বিচার ব্যবস্থা তবে সেই ভবন আজ ধ্বংসপ্রাপ্ত।

  • এক কথায় প্রশাসনিক ক্ষেত্র গড়ে ওঠে এই প্রত্যন্ত গঞ্জ এলাকায়।

  • এখন কালের নিয়মে ও ব্যবহার্য এই আদালত ধ্বংসের পথে।

VIEW MORE
advertisement
advertisement