Astrology: জানুয়ারিতেই 'জ্যাকপট'...! ২৩ বছর পর শনি-সূর্যের মহামিলনে কাঁপবে বিশ্বব্রহ্মাণ্ড, ভাগ্য খুলবে ৩ রাশির, মকর সংক্রান্তিতে যা ছোঁবেন তাই সোনা
- Reported by:Koushik Adhikary
- hyperlocal
- Published by:Riya Das
Last Updated:
Astrology: মকর সংক্রান্তি ক্যালেন্ডার অনুসারে ১৪ জানুয়ারি ২০২৬ তারিখে পালিত হবে এই পার্বণ। জ্যোতিষ শাস্ত্র বলে, এটি সূর্য এবং শনি দেবের মিলনের দিন। মকর সংক্রান্তিতে সূর্য দেব শনির রাশি মকরে প্রবেশ করেন।
advertisement
advertisement
জ্যোতিষবীদ সুদীপ শাস্ত্রি জানাচ্ছেন, ১৪ জানুয়ারি মকর সংক্রান্তিতে ২৩ বছর পর একাদশীর যোগ তৈরি হচ্ছে। এর আগে ২০০৩ সালে মকর সংক্রান্তি এবং একাদশী একই দিনে ছিল। মকর সংক্রান্তিতে ষটতিলা একাদশী পালিত হবে। এই দুটি উৎসবের সঙ্গেই তিলের গভীর সম্পর্ক রয়েছে। যদিও মকর সংক্রান্তিতে তিল দিয়ে তৈরি মিষ্টি খাওয়া হয়, তবে একাদশী থাকার কারণে এদিন আমিষ খাবার খাওয়া হবে না।
advertisement
advertisement
advertisement










