Murshidabad News: মুর্শিদাবাদে পানীয় জল থেকে বিষক্রিয়ার অভিযোগ! একের পর এক অসুস্থ প্রায় ৮০ জন, মৃত ১
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Tanmoy Mondal
Last Updated:
Murshidabad News: অভিযোগ, পৌরসভার সরবরাহ করা জল পান করে একের পর এক অসুস্থ হয়ে পড়েছেন প্রায় ৮০ জন। এত বিপুল সংখ্যক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় এবং একজনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে।
ধুলিয়ান, তন্ময় মন্ডলঃ জল অথবা অন্য খাবার খেয়ে মুর্শিদাবাদের ধুলিয়ান পুরসভা এলাকায় অসুস্থ হয়ে পড়েছেন কমপক্ষে ৭০ থেকে ৮০ জন। এমনটাই দাবি করেছেন স্থানীয়রা। অসুস্থ থাকাকালীন জঙ্গিপুর হাসপাতালে এক মহিলার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তাঁর নাম আয়েশা বিবি, বাড়ি ধুলিয়ান পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে।
জানা গিয়েছে, ধুলিয়ানে ডায়েরিয়ার প্রকোপ দেখা দিয়েছে। ডায়েরিয়া আক্রান্ত হয়ে একজনের মৃত্যুও হয়েছে। অভিযোগ, পৌরসভার সরবরাহ করা জল পান করে একের পর এক অসুস্থ হয়ে পড়েছেন ধুলিয়ান পৌরসভার ১১ নং ওয়ার্ডের কামাত গ্রামের প্রায় ৮০ জন। অল্প সময়ের মধ্যে এত বিপুল সংখ্যক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় এবং একজনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে।
advertisement
আরও পড়ুনঃ ২০ বছর পর বাংলায় জাতীয় হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ! ৩৪টি রাজ্য-কেন্দ্রশাসিত অঞ্চলের হাড্ডাহাড্ডি লড়াই, টুর্নামেন্ট ঘিরে চুঁচুড়ায় উৎসবের আবহ
ইতিমধ্যেই ধুলিয়ান পুরসভার তরফে মেডিক্যাল টিম পাঠানোর পাশাপাশি পরিশুদ্ধ পানীয় জল সরবরাহের জন্য জলের ট্যাংক পাঠানো এবং এলাকা পরিষ্কার করার কাজ শুরু হয়েছে। জানা গিয়েছে, ধুলিয়ান পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ-পশ্চিম মাঠপাড়া এলাকায় গত দু’দিন ধরে বেশ কিছু মানুষ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের অনেকের বমি, ডায়েরিয়া, জ্বর-সহ একাধিক লক্ষণ রয়েছে। অসুস্থদের মধ্যে অনেকেই বর্তমানে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতাল এবং অনুপনগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
advertisement
advertisement
পরিস্থিতি সামাল দিতে ধুলিয়ান পুরসভার পক্ষ থেকে মাইকিং করে জল ফুটিয়ে খাওয়া-সহ একাধিক নির্দেশ দেওয়া হয়েছে। ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অপু বলেন, “আমার ওয়ার্ডের কিছু কিছু এলাকায় এই ঘটনা ঘটেছে। কী কারণে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। যে মহিলার মৃত্যু হয়েছে, তাঁর পরিবারের সঙ্গে দেখা করেছি। ধুলিয়ান পুরসভা সব রকমভাবে বাসিন্দাদের পাশে থাকবে।” ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান ইনজামামুল ইসলাম বলেন, “পুরসভার তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত মোট ৩১ জন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে কী কারণে তাঁরা অসুস্থ হয়ে পড়েছেন সেই বিষয়ে আমরা এখনও নিশ্চিত নই।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মুর্শিদাবাদ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, কী কারণে মৃত্যু তা দেখা হবে। এলাকায় মেডিক্যাল প্রতিনিধি পাঠানো হয়েছে। জলের কারণে এই অসুস্থতা কিনা সেই বিষয়ে আমরা নিশ্চিত নই। ইতিমধ্যেই ওই ওয়ার্ডের জল পরীক্ষা করার জন্য কলকাতায় ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Murshidabad,Murshidabad,West Bengal
First Published :
December 15, 2025 10:06 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: মুর্শিদাবাদে পানীয় জল থেকে বিষক্রিয়ার অভিযোগ! একের পর এক অসুস্থ প্রায় ৮০ জন, মৃত ১









