West Bengal SIR Voter List: প্রায় ৫৮ লক্ষের নাম বাদ! SIR-এ বাদ পড়া নাম কীভাবে দেখবেন? CEO দফতরের ওয়েবসাইটে তালিকা প্রকাশ
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
West Bengal SIR Voter List: বাংলায় SIR-এ কাদের নাম বাদ? SIR-এ নাম বাদের তালিকা প্রকাশ। CEO দফতরের ওয়েবসাইটে তালিকা প্রকাশ। ওয়েবসাইটে লগ ইন করলে দেখা যাবে তালিকা। ওয়েবসাইট ক্লিক করে ডাউনলোড করা যাচ্ছে তালিকা।
কলকাতাঃ সাতসকালেই নাম বাদের তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। SIR-এ পশ্চিমবঙ্গের কাদের নাম বাদ গেল? CEO দফতরের ওয়েবসাইটে তালিকা প্রকাশ। ওয়েবসাইটে লগ ইন করলেই দেখা যাবে তালিকা। খসড়া তালিকার আগেই নাম বাদের তালিকা প্রকাশ। ওয়েবসাইট ক্লিক করে ডাউনলোড করা যাচ্ছে বাদ যাওয়া নামের তালিকা। নাম বাদের তালিকা দেখা যাবে ceowestbengal.wb.gov.in -এই ওয়েবসাইটে। কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রায় ৫৮ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে তালিকা থেকে।
SIR-এ কাদের নাম বাদ? জানা গিয়েছে, মৃত, স্থানান্তরিত, ডুপ্লিকেট ভোটারদের নাম বাদ গিয়ে তালিকা থেকে, পাশাপাশি যে সব ভোটারদের কোনও খোঁজ মেলেনি, তাদের নামও বাদ দেওয়া হয়েছে। তালিকায় রয়েছে প্রায় ৫৮ লক্ষ নাম, যাদের মধ্যে ২৪ লক্ষ ১৬ হাজার ৮৫২ মৃত ভোটার। খোঁজ পাওয়া যায়নি ১২ লক্ষ ২০ হাজার ৩৮ ভোটারের। অনুপস্থিত ছিলেন ১৯ লক্ষ ৮৮ হাজার ৭৬ ভোটার।
advertisement
ডুপ্লিকেট নাম থাকায় বাদ পড়েছে ১ লক্ষ ৩৮ হাজার ৩২৮। খসড়া ভোটার তালিকা আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশ পাওয়ার সম্ভাবনা।
advertisement
আরও পড়ুনঃ একের পর এক বাস-গাড়ির সংঘর্ষ! মৃত ৪, আহত একাধিক, ঘন কুয়াশায় দিল্লি-আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়ঙ্কর দুর্ঘটনা
আপনার নাম কি বাদের তালিকায়? দেখে নিন ceowestbengal.wb.gov.in/asd_sir – এই ওয়েব পেজে লগ ইন করে। এখানেই দেখা যাবে বাদ যাওয়া নামের তালিকা। ওয়েবসাইটে ক্লিক করে ডাউনলোড করা যাচ্ছে তালিকা। নিজের নাম, আত্মীয়, প্রতিবেশীদের নাম বাদ পরেছে কিনা জানা যাচ্ছে ওয়েবসাইটে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 16, 2025 9:41 AM IST









