Delhi-Agra Expressway Accident: একের পর এক বাস-গাড়ির সংঘর্ষ! মৃত ৪, আহত একাধিক, ঘন কুয়াশায় দিল্লি-আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়ঙ্কর দুর্ঘটনা

Last Updated:

Delhi-Agra Expressway Accident: সাতটি বাস ও তিনটি গাড়ির সংঘর্ষ৷ ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত কমপক্ষে চারজন এবং আহত আরও একাধিক৷

একের পর এক বাস-গাড়ির সংঘর্ষ! মৃত ৪, আহত একাধিক, ঘন কুয়াশায় দিল্লি-আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়ঙ্কর দুর্ঘটনা
একের পর এক বাস-গাড়ির সংঘর্ষ! মৃত ৪, আহত একাধিক, ঘন কুয়াশায় দিল্লি-আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়ঙ্কর দুর্ঘটনা
মথুরা: ঘন কুয়াশার জেরে মারাত্মক দুর্ঘটনা দিল্লি-আগ্রা এক্সপ্রেসওয়েতে৷ সাতটি বাস ও তিনটি গাড়ির সংঘর্ষ৷ ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত কমপক্ষে চারজন এবং আহত আরও একাধিক৷ সূত্রের খবর, রাস্তায় কুয়াশার কারণে দৃশ্যমানতার অভাবেই ঘটেছে এই মারাত্মক দুর্ঘটনা৷
সংবাদ সংস্থা এএনআই-কে মথুরা গ্রামীণ এলাকার পুলিশ সুপার সুরেশ চন্দ্র রাওয়াত জানান, “এই দুর্ঘটনাটি এক্সপ্রেসওয়ের আগ্রা-নয়ডা লেনের মাইলস্টোন ১২৭-এ ঘটেছে। প্রথমে তিনটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়, এরপর সাতটি বাস তাদের সঙ্গে ধাক্কা খায়। এর মধ্যে একটি রোডওয়েজ বাস এবং বাকি ছয়টি স্লিপার বাস।”
advertisement
advertisement
তিনি আরও জানান, ঘটনাস্থলে ১১টি দমকল ইঞ্জিন মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। “এখনও পর্যন্ত চারটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ চলছে,” তিনি যোগ করেন।
ঘটনার বিবরণ দিতে গিয়ে এক প্রত্যক্ষদর্শী বলেন, “আমি ঘুমাচ্ছিলাম যখন দুর্ঘটনাটি ঘটে। বাসটি পুরোপুরি যাত্রীতে ভর্তি ছিল। সব আসন পূর্ণ ছিল। ভোর প্রায় ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে৷ প্রায় ৩–৪টি বাসে আগুন ধরে যায়৷’’
advertisement
তিনি আরও জানান, ঘটনাস্থলে ১১টি দমকল ইঞ্জিন মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। “এখনও পর্যন্ত চারটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ চলছে”।
advertisement
ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি৷ তিনি সংশ্লিষ্ট আধিকারিকদের অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছে ত্রাণ ও উদ্ধারকাজ দ্রুততর করার নির্দেশ দেন। পাশাপাশি আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার কথাও বলেন। মুখ্যমন্ত্রী নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করেছেন।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi-Agra Expressway Accident: একের পর এক বাস-গাড়ির সংঘর্ষ! মৃত ৪, আহত একাধিক, ঘন কুয়াশায় দিল্লি-আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়ঙ্কর দুর্ঘটনা
Next Article
advertisement
West Bengal Weather Update: হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, থাকবে কুয়াশার দাপট, ফের ঠান্ডা বাড়বে কবে? জেনে নিন
হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, ফের ঠান্ডা বাড়বে কবে?
  • হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি

  • কিছুটা বাড়ল তাপমাত্রা

  • ফের ঠান্ডা বাড়বে কবে?

VIEW MORE
advertisement
advertisement