Winter Tips: এক ফোঁটাও জল লাগবে না, রোদেও দিতে হবে না! ৩ উপায়ে ঝঞ্ঝাট ছাড়াই দিব্যি পরিষ্কার হবে মোটা মোটা লেপ, কম্বল

Last Updated:
Winter Tips: কয়েকটি ছোট্ট হ্যাক জেনে নিলেই ঝক্কি ছাডা়ই দিব্যি পরিষ্কার হবে কম্বল৷
1/7
শীত মানেই লেপ, কম্বল বেরিয়ে আসে আলমারীর অন্দর থেকে৷ ঠান্ডার রাতে শান্তির ঘুমে বড় ভূমিকা লেপ, কম্বলের৷ শুধু ব্যবহার করলেই তো হল না, কম্বলকে ধুতেও হবে৷ কিন্ত বড়, মোটা কম্বলে ধোয়া চাট্টিখানি কথা নয়৷
শীত মানেই লেপ, কম্বল বেরিয়ে আসে আলমারীর অন্দর থেকে৷ ঠান্ডার রাতে শান্তির ঘুমে বড় ভূমিকা লেপ, কম্বলের৷ শুধু ব্যবহার করলেই তো হল না, কম্বলকে ধুতেও হবে৷ কিন্ত বড়, মোটা কম্বলে ধোয়া চাট্টিখানি কথা নয়৷
advertisement
2/7
একেই ঠান্ডায় সাধারণ জামাকাপড় ধোয়াতেই গায়ে জ্বর আসে৷ তায় আবার এত বড় কম্বল৷ উপরন্তু ধোয়ার পর আরও একটি ঝামেলা হল মোটা কম্বলকে শুকনো করা৷
একেই ঠান্ডায় সাধারণ জামাকাপড় ধোয়াতেই গায়ে জ্বর আসে৷ তায় আবার এত বড় কম্বল৷ উপরন্তু ধোয়ার পর আরও একটি ঝামেলা হল মোটা কম্বলকে শুকনো করা৷
advertisement
3/7
বেশিরভাগ বাড়িতেই ছাদের সুবিধা থাকে না৷ থাকলেও রোদের দেখা ভালমতো না পেলে ছাদ থেকেও কম্বল শুকনো হয় না৷ কিন্তু দিনের পর দিন ব্যবহার করতে করতে কম্বল বা লেপ অপরিষ্কার তো হবেই৷ তাহলে উপায়?
বেশিরভাগ বাড়িতেই ছাদের সুবিধা থাকে না৷ থাকলেও রোদের দেখা ভালমতো না পেলে ছাদ থেকেও কম্বল শুকনো হয় না৷ কিন্তু দিনের পর দিন ব্যবহার করতে করতে কম্বল বা লেপ অপরিষ্কার তো হবেই৷ তাহলে উপায়?
advertisement
4/7
কম্বল পরিষ্কার হবে৷ রোদ, জল কিছুই লাগবে না৷ শুনতে অবাক করা লাগলেও এই সমস্যার সহজ সমাধান রয়েছে৷ কয়েকটি ছোট্ট হ্যাক জেনে নিলেই ঝক্কি ছাডা়ই দিব্যি পরিষ্কার হবে কম্বল৷
কম্বল পরিষ্কার হবে৷ রোদ, জল কিছুই লাগবে না৷ শুনতে অবাক করা লাগলেও এই সমস্যার সহজ সমাধান রয়েছে৷ কয়েকটি ছোট্ট হ্যাক জেনে নিলেই ঝক্কি ছাডা়ই দিব্যি পরিষ্কার হবে কম্বল৷
advertisement
5/7
বেকিং সোডা দিয়ে কম্বল পরিষ্কার: প্রথমে কম্বলটি ভাল ভাল ভাবে নীচে বিছিয়ে দিন। এবার ছাঁকনিতে বেকিং সোডা নিয়ে কম্বলের ওপর ভাল করে ছড়িয়ে দিন। আধ ঘণ্টা পর ব্রাশের সাহায‍্য কম্বলটি ভাল করে ঘষে নিন। এভাবে কম্বল পরিষ্কার হওয়ার পাশাপাশি ব‍্যাক্টেরিয়া মুক্ত হবে।
বেকিং সোডা দিয়ে কম্বল পরিষ্কার: প্রথমে কম্বলটি ভাল ভাল ভাবে নীচে বিছিয়ে দিন। এবার ছাঁকনিতে বেকিং সোডা নিয়ে কম্বলের ওপর ভাল করে ছড়িয়ে দিন। আধ ঘণ্টা পর ব্রাশের সাহায‍্য কম্বলটি ভাল করে ঘষে নিন। এভাবে কম্বল পরিষ্কার হওয়ার পাশাপাশি ব‍্যাক্টেরিয়া মুক্ত হবে।
advertisement
6/7
ভিনিগার ও গোলাপ জল: অনেক সময় কম্বল থেকে দুর্গন্ধ বের হতে থাকে। এমন অবস্থায় একটি স্প্রে বোতল নিয়ে তাতে গোলাপ জল ও ভিনেগার মিশিয়ে নিন। ওই তরল কম্বলে ভাল করে স্প্রে করুন। কিছুক্ষণ খোলা বাতাসে রেখে দিন।
ভিনিগার ও গোলাপ জল: অনেক সময় কম্বল থেকে দুর্গন্ধ বের হতে থাকে। এমন অবস্থায় একটি স্প্রে বোতল নিয়ে তাতে গোলাপ জল ও ভিনেগার মিশিয়ে নিন। ওই তরল কম্বলে ভাল করে স্প্রে করুন। কিছুক্ষণ খোলা বাতাসে রেখে দিন।
advertisement
7/7
কম্বল পরিষ্কারের আর একটি উপায় হল একটি পাত্রে ভিনেগার, বেকিং সোডা এবং জলের দ্রবণ তৈরি করুন এবং কম্বলে ছিটিয়ে দিন। এখন তোয়ালে দিয়ে ক্যাসেরোলের ঢাকনা বা সীসা মুড়ে তার সাহায্যে কম্বলটি ভালভাবে ঘষে নিন। তারপর শুকানোর জন্য বাতাসে ছড়িয়ে দিন। কম্বল পরিষ্কার হবে।
কম্বল পরিষ্কারের আর একটি উপায় হল একটি পাত্রে ভিনেগার, বেকিং সোডা এবং জলের দ্রবণ তৈরি করুন এবং কম্বলে ছিটিয়ে দিন। এখন তোয়ালে দিয়ে ক্যাসেরোলের ঢাকনা বা সীসা মুড়ে তার সাহায্যে কম্বলটি ভালভাবে ঘষে নিন। তারপর শুকানোর জন্য বাতাসে ছড়িয়ে দিন। কম্বল পরিষ্কার হবে।
advertisement
advertisement
advertisement