Astrology: মহাদুর্লভ যোগ! '২৬ সালের শুরুতেই একাধিক রাজযোগ, ৩ রাশির জ্যাকপট, নতুন বছরেই সাফল্যে হাতের মুঠোয়

Last Updated:
2026 Rashifal Rajyog: একাধিক শুভ যোগ তৈরি হতে চলেছে আগামী বছর জুড়ে৷ রাজযোগগুলির প্রভাব পড়বে ১২ টি রাশির জাতক জাতিকার উপর৷
1/8
মাত্র কয়েকদিনের অপেক্ষা৷ ডিসেম্বরের শেষেই আসছে নতুন বছর ২০২৬ সাল৷ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামী বছর৷ একাধিক শুভ যোগ তৈরি হতে চলেছে আগামী বছর জুড়ে৷ রাজযোগগুলির প্রভাব পড়বে ১২ টি রাশির জাতক জাতিকার উপর৷
মাত্র কয়েকদিনের অপেক্ষা৷ ডিসেম্বরের শেষেই আসছে নতুন বছর ২০২৬ সাল৷ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামী বছর৷ একাধিক শুভ যোগ তৈরি হতে চলেছে আগামী বছর জুড়ে৷ রাজযোগগুলির প্রভাব পড়বে ১২ টি রাশির জাতক জাতিকার উপর৷
advertisement
2/8
জ্যোতিষ অনুযায়ী ২০২৬ সালের প্রথম দিনে মঙ্গলাদিত্য যোগ, শুক্রাদিত্য যোগ আর বুধাদিত্য যোগও তৈরি হচ্ছে। মকর রাশি-তে সূর্য, বুধ, শুক্র আর মঙ্গল একসঙ্গে থাকায় এই রাজযোগ তৈরি হবে। ১ জানুয়ারি-তে প্রদোষ ব্রত রাখা হবে। এর সঙ্গে রোহিণী নক্ষত্র, রবি সোগ আর নন্দি-তে শিববাসের যোগ তৈরি হবে।
জ্যোতিষ অনুযায়ী ২০২৬ সালের প্রথম দিনে মঙ্গলাদিত্য যোগ, শুক্রাদিত্য যোগ আর বুধাদিত্য যোগও তৈরি হচ্ছে। মকর রাশি-তে সূর্য, বুধ, শুক্র আর মঙ্গল একসঙ্গে থাকায় এই রাজযোগ তৈরি হবে। ১ জানুয়ারি-তে প্রদোষ ব্রত রাখা হবে। এর সঙ্গে রোহিণী নক্ষত্র, রবি সোগ আর নন্দি-তে শিববাসের যোগ তৈরি হবে।
advertisement
3/8
এই ৩টি রাজযোগ শনি-র রাশি-তে তৈরি হচ্ছে আর ২০২৬ সাল সূর্য-র বছর। শনি আর সূর্য শত্রু গ্রহ। কিন্তু শনি-র রাশি-তে তৈরি ৩টি রাজযোগ আর ৪টি গ্রহের মিলনে তৈরি চতুর্গ্রহী যোগ অনেক মানুষের জীবনে ধন-সমৃদ্ধি, সুখ-শান্তি আর সাফল্য নিয়ে আসবে।
এই ৩টি রাজযোগ শনি-র রাশি-তে তৈরি হচ্ছে আর ২০২৬ সাল সূর্য-র বছর। শনি আর সূর্য শত্রু গ্রহ। কিন্তু শনি-র রাশি-তে তৈরি ৩টি রাজযোগ আর ৪টি গ্রহের মিলনে তৈরি চতুর্গ্রহী যোগ অনেক মানুষের জীবনে ধন-সমৃদ্ধি, সুখ-শান্তি আর সাফল্য নিয়ে আসবে।
advertisement
4/8
বৃষ রাশি: বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য  নতুন বছরের শুরুতে তৈরি একাধিক রাজযোগ ভাল সময় নিয়ে আসতে চলেছে৷ আয় বাড়বে৷ বিদেশ ভ্রমণে যাওয়ার সম্ভাবনা রয়েছে৷ কেরিয়ারে সুযোগ বাড়বে৷ বিনিয়োগের জন্যেও সময় ভাল। কোনও বড় ইচ্ছা পূরণ হতে পারে।
বৃষ রাশি: বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য নতুন বছরের শুরুতে তৈরি একাধিক রাজযোগ ভাল সময় নিয়ে আসতে চলেছে৷ আয় বাড়বে৷ বিদেশ ভ্রমণে যাওয়ার সম্ভাবনা রয়েছে৷ কেরিয়ারে সুযোগ বাড়বে৷ বিনিয়োগের জন্যেও সময় ভাল। কোনও বড় ইচ্ছা পূরণ হতে পারে।
advertisement
5/8
তুলা রাশি: তুলা রাশির জাতক জাতিকাদের জন্যও  ২০২৬ সালের শুরুটা খুবই ফলদায়ক হতে চলেছে৷ হাতে টাকা পেতে পারেন। পরিবারে সুখ-শান্তি থাকবে।
তুলা রাশি: তুলা রাশির জাতক জাতিকাদের জন্যও ২০২৬ সালের শুরুটা খুবই ফলদায়ক হতে চলেছে৷ হাতে টাকা পেতে পারেন। পরিবারে সুখ-শান্তি থাকবে।
advertisement
6/8
আপনার ব্যক্তিত্বের প্রভাব বাড়বে। মানুষ সম্মান দেবে। চাকরিজীবী হোক বা ব্যবসায়ী, দুইজনের জন্যই সময় লাভজনক থাকবে। বিনিয়োগের জন্য সময় শুভ। বিবাহিত মানুষের জীবনে প্রেম বাড়বে।
আপনার ব্যক্তিত্বের প্রভাব বাড়বে। মানুষ সম্মান দেবে। চাকরিজীবী হোক বা ব্যবসায়ী, দুইজনের জন্যই সময় লাভজনক থাকবে। বিনিয়োগের জন্য সময় শুভ। বিবাহিত মানুষের জীবনে প্রেম বাড়বে।
advertisement
7/8
ধনু রাশি: ধনু রাশির জাতক জাতিকাদের জন্যেও এই রাজযোগ বেশ লাভজনক হতে চলেছে৷ চাকরি-ব্যবসায় উন্নতি হবে। আটকে থাকা টাকা পেতে পারেন। কেরিয়ার নতুন সুযোগ পেতে পারেন।
ধনু রাশি: ধনু রাশির জাতক জাতিকাদের জন্যেও এই রাজযোগ বেশ লাভজনক হতে চলেছে৷ চাকরি-ব্যবসায় উন্নতি হবে। আটকে থাকা টাকা পেতে পারেন। কেরিয়ার নতুন সুযোগ পেতে পারেন।
advertisement
8/8
বাড়ি-গাড়ি কিনতে পারেন। যারা কোনও গুরুত্বপূর্ণ পরিকল্পনায় কাজ করছেন, তারা কাজে গতি আনুন। বেকার জাতক জাতিকারা চাকরি পেতে পারেন। বিবাহিত জীবনে প্রেম আর সুখ বাড়বে।
বাড়ি-গাড়ি কিনতে পারেন। যারা কোনও গুরুত্বপূর্ণ পরিকল্পনায় কাজ করছেন, তারা কাজে গতি আনুন। বেকার জাতক জাতিকারা চাকরি পেতে পারেন। বিবাহিত জীবনে প্রেম আর সুখ বাড়বে। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷ )
advertisement
advertisement
advertisement