ঘটনা সম্পর্কে যা জানা যাচ্ছে, গতকাল, সোমবার বিকালে মন্দিরবাজারের বলদেবপুর গ্রামের ১১ জন শিশু খেলা করার সময় বাদাম ভেবে রাস্তার পাশে থাকা বিষাক্ত গাছের ফল খেয়ে নেয়। বাদাম ভেবে বিষ ফল খেয়ে নেওয়ার পরই বমি, পেটব্যথা ও শ্বাসকষ্ট শুরু হয় তাদের। ঘটনায় পরিবারের লোকজন তাদের প্রথমে মথুরাপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য, পরে পরিস্থিতি বেগতিক বুঝলে অসুস্থ শিশুদের রাতেই নিয়ে যাওয়া হয় ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। বর্তমানে ওই ১১ জন শিশু ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।
advertisement
বাদাম ভেবে বিষ ফল খাওয়া কাণ্ডে এক শিশুর অভিভাবক জানিয়েছেন, “ওরা ঠিক কী ফল খেয়েছে তা বলতে পারব না। তবে ফল খাওয়ার পরই ওদের বমি, পেট ব্যথা, শ্বাসকষ্ট ইত্যাদি নানাবিধ সমস্যা দেখা দিতে শুরু করে। তারপরই তাদের হাসপাতালে ভর্তি করা হয়।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ওই শিশুরা ঠিক কোন গাছের ফল খেয়েছিল, সেই গাছের সঠিক নাম তারা সেই ভাবে বলতে পারছে না। এমন পরিস্থিতিতে যে গাছের ফল খেয়ে এমন এমন ঘটনার সম্মুখীন হয় ওই শিশুরা সেই গাছ নিয়েই হাসপাতালে পৌঁছন অভিভাবকরা।
