North Dinajpur News: বাড়ির ভিতর হুড়মুড়িয়ে ঢুকল বালি বোঝাই ডাম্পার! ধ্বংসস্তুপের নিচে মহিলা-সহ ৩, মর্মান্তিক দুর্ঘটনা ইসলামপুরে
- Published by:Madhab Das
- local18
Last Updated:
North Dinajpur News: ভয়ঙ্কর দুর্ঘটনা, কেনইবা ভয়ঙ্কর দুর্ঘটনা বলা হবে না! কারণ বালি বোঝাই আস্ত একটি ডাম্পার হুড়মুড়িয়ে ঢুকে গেল বাড়ির ভিতর।
ইসলামপুর, উত্তর দিনাজপুর, চঞ্চল মোদক: ভয়ঙ্কর দুর্ঘটনা, কেনইবা ভয়ঙ্কর দুর্ঘটনা বলা হবে না! কারণ বালি বোঝাই আস্ত একটি ডাম্পার হুড়মুড়িয়ে ঢুকে গেল বাড়ির ভিতর। বাড়ির ভিতর হুড়মুড়িয়ে এমন ডাম্পার ঢুকে যাওয়ার ঘটনায় আহত তিন। মঙ্গলবার ভোরে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার বিজবাড়ি এলাকায়। এই ঘটনায় জখম এক মহিলা-সহ মোট তিনজন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধনেশ পাল নামে এক ব্যক্তির বাড়িতে হুড়মুড়িয়ে একটি বালি বোঝায় ডাম্বার ঢুকে উল্টে যায়। এই ঘটনায় এক মহিলা-সহ তিনজন জখম হয়েছেন। স্থানীয় বাসিন্দারা জখমদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে চিকিৎসার জন্য।
আরও পড়ুন: লিফ্ট, কোচ ইন্ডিকেশন বোর্ড আরও কত কী! ভোল বদলে গেল সিউড়ি স্টেশনের, কোটি কোটি টাকা খরচ করল রেল
advertisement
advertisement
স্থানীয়দের অভিযোগ অবৈধভাবে গ্রামীণ রাস্তা দিয়ে প্রতিদিন শয়ে শয়ে বালি বোঝায় ডাম্বার যাতায়াত করছে। এর ফলে প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটেই চলেছে। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ থাকা সত্ত্বেও পুলিশের চোখের সামনে দিয়ে গ্রামীণ রাস্তার ভিতর যাতায়াত করছে অবৈধ বালি ডাম্পার। এতে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
মূলত রাস্তার ধারে বাড়ি, রাস্তায় টার্ন থাকার কারণে গাড়িটি টার্ন নেওয়ার সময় হুড়মুড়িয়ে বাড়ির ভেতর ঢুকে পড়ে এবং উল্টে যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালে এলাকার বাসিন্দারা ভিড় জমান। অন্যদিকে ঘটনার পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পুরো বিষয়টি খতিয়ে দেখছে। যদিও এলাকার বাসিন্দারা বারবার অভিযোগ করছেন, মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশকে অমান্য করেই পুলিশের সামনে এভাবে ডাম্পার ভর্তি শয়ে শয়ে গাড়ি চলে যাচ্ছে। আর দুর্ঘটনাও ঘটছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Uttar Dinajpur,West Bengal
First Published :
December 16, 2025 9:10 AM IST









