Amrit Bharat Station Scheme: লিফ্ট, কোচ ইন্ডিকেশন বোর্ড আরও কত কী! ভোল বদলে গেল সিউড়ি স্টেশনের, কোটি কোটি টাকা খরচ করল রেল

Last Updated:

Birbhum Amrit Bharat Station Scheme: রেল পরিষেবাকে আরও উন্নত করতে শুরু হয়েছে অমৃত ভারত প্রকল্প। আর এই অমৃত ভারত প্রকল্পের অধীনে নিয়ে আসা হয়েছে মোট ১৩৩৭-টি গুরুত্ত্বপূর্ণ স্টেশনকে।

সিউড়ি রেল স্টেশন 
সিউড়ি রেল স্টেশন 
বীরভূম, সৌভিক রায়: রেল পরিষেবাকে আরও উন্নত করতে শুরু হয়েছে অমৃত ভারত প্রকল্প। আর এই অমৃত ভারত প্রকল্পের অধীনে নিয়ে আসা হয়েছে মোট ১৩৩৭-টি গুরুত্ত্বপূর্ণ স্টেশনকে। যার মধ্যে রয়েছে বীরভূম জেলায় সদর শহর সিউড়ি, বোলপুর, রামপুরহাট-সহ রয়েছে কয়েকটি স্টেশন। রেলের তরফে একটি সাংবাদিক বিবৃতিতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এখনও পর্যন্ত এই প্রকল্পের অধীনে থাকা পশ্চিমবঙ্গের মোট ন’টি স্টেশনের কাজ সম্পন্ন হয়েছে। ইতিমধ্যেই তাঁর একটি তালিকাও প্রকাশ করা হয়। যার মধ্যে রয়েছে সিউড়ি স্টেশন। বাকি স্টেশনগুলিতেও কাজ দ্রুত সম্পন্ন হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী।
২০২৩ সালে বিভিন্ন স্টেশনের পাশপাশি অমৃত ভারত প্রকল্পে সংযুক্ত করা হয় বোলপুর, রামপুরহাট ও সিউড়ি স্টেশনকে। রেল সূত্রে জানা গিয়েছে, বোলপুর শান্তিনিকেতন স্টেশন চত্বরকে ঢেলে সাজাতে মোট ২১.১ কোটি টাকা ব্যয় করা হবে। এর মধ্যে স্টেশনের প্রবেশ পথ, স্টেশনের ভবনের উন্নতি, এস্কালেটরের পাশাপশি উন্নতমানের লিফট পরিষেবা, প্ল্যাটফর্মে বিভিন্ন ট্রেনের কোচ নির্দেশিকা বোর্ড বসানো, ফুটওভার ব্রিজ, স্টেশন চত্বরেই ফুড কোর্ট, রেলের একগুচ্ছ পরিকল্পনা নেওয়া হয় রেলের তরফ থেকে।
advertisement
advertisement
বোলপুর স্টেশনকে শান্তিনিকেতনের সঙ্গে মানান-সই করে তুলতে সৌন্দর্যায়নের পরিকল্পনাও করা হয়েছে। যাতে পর্যটকেরা এসে মুগ্ধ হয়ে যান। রেল সূত্রে আরও জানা গিয়েছে, স্টেশনের প্রবেশ পথ, পার্কিং জোন, স্টেশনে ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্ম সংস্কার ইতিমধ্যেই করে ফেলা হয়েছে। বর্তমানে স্টেশন চত্বরে বেশ কিছু জায়গা সংস্কারের কাজ চলছে। একই ভাবে অমৃত ভারত প্রকল্পের অধীনে আট কোটি টাকা ব্যয়ে সিউড়ি রেল স্টেশনকেও ঢেলে সাজানো হয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সিউড়ি স্টেশনে লিফ্ট, কোচ ইন্ডিকেশন বোর্ড, ট্রেন ইন্ডিকেশন বোর্ড লাগানোর কাজ হয়ে গিয়েছে। রাজ্যের নয়টি স্টেশন-সহ সিউড়ি স্টেশনের কাজ শেষ হয়েছে বলে দাবি করেছেন রেলমন্ত্রী। অশ্বিনী বৈষ্ণব রাজ্যসভায় বলেন, “রেল মন্ত্রক দীর্ঘ মেয়াদী পরিকল্পনার সাহায্যে স্টেশনগুলির পুনর্নির্মাণের জন্য অমৃত ভারত স্টেশন প্রকল্প চালু করেছে।” এতে বর্তমানের থেকে বহুগুণ উপকৃত হবেন রেল যাত্রীরা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Amrit Bharat Station Scheme: লিফ্ট, কোচ ইন্ডিকেশন বোর্ড আরও কত কী! ভোল বদলে গেল সিউড়ি স্টেশনের, কোটি কোটি টাকা খরচ করল রেল
Next Article
advertisement
CPIM: মহিলাদের কাজ শুধু স্বামীর শয্যাসঙ্গিনী হওয়া! কেরলের সিপিএম নেতার মন্তব্যে নিন্দার ঝড়
মহিলাদের কাজ শুধু স্বামীর শয্যাসঙ্গিনী হওয়া! কেরলের সিপিএম নেতার মন্তব্যে নিন্দার ঝড়
  • কেরলের সিপিআইএম নেতার বিতর্কিত মন্তব্য৷

  • মহিলাদের কাজ শুধু স্বামীদের শয্যাসঙ্গিনী হওয়া, দাবি সিপিএম নেতার৷

  • বিতর্কিত সিপিএম নেতা সৈয়দ আলি মাজিদ৷

VIEW MORE
advertisement
advertisement