South 24 Parganas News: নামেই স্টেশন, সারাদিনে দাঁড়ায় মাত্র ২ জোড়া ট্রেন! 'মাতলা'র দশা এবার পৌঁছল সংসদেও

Last Updated:

South 24 Parganas News: নামেই স্টেশন, সারা দিনে মাত্র দুই জোড়া ট্রেন দাঁড়ায় ওই স্টেশনে। আর যার জন্য সমস্যা পোহাতে হচ্ছে ওই এলাকার বাসিন্দাদের। ঘটা করে উদ্বোধন হয়েছিল, মানুষ আনন্দে আত্মহারা হয়েছিল।

মাতলা স্টেশন
মাতলা স্টেশন
দক্ষিণ ২৪ পরগনা, ক্যানিং, সুমন সাহা: নামেই স্টেশন, সারা দিনে মাত্র দুই জোড়া ট্রেন দাঁড়ায় ওই স্টেশনে। আর যার জন্য সমস্যা পোহাতে হচ্ছে ওই এলাকার বাসিন্দাদের। ঘটা করে উদ্বোধন হয়েছিল, মানুষ আনন্দে আত্মহারা হয়েছিল। কারণ এই স্টেশনটি হওয়ার কারণে ওই এলাকার সমস্ত মানুষদের অন্য স্টেশন যাতায়াত করতে হত সেই জায়গায় এলাকায় স্টেশন চালু হওয়ায় তারা খুশি হয়েছিল। কিন্তু সেই খুশি খুশিতেই থেকে গেল। আর এই নিয়েই সংসদে শীতকালীন অধিবেশনে ক্ষোভ প্রকাশ করলেন জয়নগরের সাংসদ।
অধিবেশনে বৃহস্পতিবার প্রশ্নোত্তর পর্বে জয়নগরের সাংসদ প্রতিমা মণ্ডল তাঁর লোকসভা এলাকার একটি স্টেশন নিয়ে রেলমন্ত্রীকে প্রশ্ন করেন। শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং লাইনের মাতলা স্টেশনে দিনের পর দিন যৎসামান্য ট্রেন দাঁড়াচ্ছে বলে জানান তিনি। সাংসদের অভিযোগ, ২০২১ সালে এই স্টেশন উদ্বোধনের পর থেকে কার্যত বঞ্চিত। দিনে সর্ব সাকুল্যে দু’জোড়া ট্রেন দাঁড়ায়।
advertisement
advertisement
অগাস্ট মাসে লোকসভার প্রশ্নোত্তর পর্বেও এই বিষয়টি উত্থাপন করেছিলেন প্রতিমা। কিন্তু এখনও সমস্যার সমাধান না হওয়ায় শীতকালীন অধিবেশনেও ফের সমস্যার কথা জানালেন। তিনি দাবি করেন, আরও দু’জোড়া ট্রেন যাতে সকালে ও সন্ধ্যায় এই স্টেশনে দাঁড়ায়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সাংসদ বলেন, এই স্টেশনে সমস্ত ট্রেন না দাঁড়ানোর কারণে এলাকার মানুষকে ট্রেনে উঠতে পাশের স্টেশনে যেতে হয়। অর্থ ও সময়-দুটোই অপচয় হয়। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক বেদ প্রকাশ বলেন, একটি স্টেশনে কত যাত্রী প্রতিদিন ওঠানামা করেন, টিকিটের চাহিদা কত এই সব মাপকাঠি দেখে তবেই হল্ট স্টেশনে আরও ট্রেন দাঁড় করানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: নামেই স্টেশন, সারাদিনে দাঁড়ায় মাত্র ২ জোড়া ট্রেন! 'মাতলা'র দশা এবার পৌঁছল সংসদেও
Next Article
advertisement
CPIM: মহিলাদের কাজ শুধু স্বামীর শয্যাসঙ্গিনী হওয়া! কেরলের সিপিএম নেতার মন্তব্যে নিন্দার ঝড়
মহিলাদের কাজ শুধু স্বামীর শয্যাসঙ্গিনী হওয়া! কেরলের সিপিএম নেতার মন্তব্যে নিন্দার ঝড়
  • কেরলের সিপিআইএম নেতার বিতর্কিত মন্তব্য৷

  • মহিলাদের কাজ শুধু স্বামীদের শয্যাসঙ্গিনী হওয়া, দাবি সিপিএম নেতার৷

  • বিতর্কিত সিপিএম নেতা সৈয়দ আলি মাজিদ৷

VIEW MORE
advertisement
advertisement