Second Hand Bikes : সেকেন্ড হ্যান্ড বাইক কেনার আগে সাবধান, 'বান্টি বাবলি'-র এই খপ্পরে পড়ছেন অনেকেই, প্রতারণার নতুন ফাঁদ

Last Updated:

Bikes : সেকেন্ড হ্যান্ড বাইক কেনার ক্ষেত্রে হয়ে যান সাবধান, বান্টি বাবলির এই খপ্পরে পড়তে পারেন আপনিও।

বাইক
বাইক
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ন রায় : সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার ক্ষেত্রে সাবধান। না হলেই পড়তে হতে পারে মহা বিপদে। গাড়ি কেনার ক্ষেত্রে নথিপত্রের পাশাপাশি মালিকানা ও সেই গাড়ির অতীত সম্বন্ধে না জানায় এমনই বিপদের সম্মুখীন হতে হল বনগাঁর এক ব্যক্তিকে।
বান্টি ও বাবলির মতো এক দম্পতি ঘটাচ্ছে এমনই কাণ্ড। একই গাড়ি একাধিক ব্যক্তিকে বিক্রি করে টাকা আত্মসাৎ করার অভিযোগে ইতিমধ্যেই মহিলাকে গ্রেফতার করেছে বনগাঁ থানার পুলিশ। এদিন তাকে বনগাঁ থানার শক্তিগড় থেকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃত  মহিলার নাম অঙ্কিতা ঘোষ। বাড়ি বনগাঁ থানার শক্তিগড়ে।
প্রতারিত এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করে দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে  বনগাঁ মহাকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃত মহিলা ও তার স্বামী গাড়ি কেনাবেচার একটি দালালচক্রের সঙ্গে যুক্ত। তারা বিভিন্ন ব্যক্তির কাছ থেকে পুরনো গাড়ি কিনে গাড়ি বিক্রি করে প্রতারণা করে আসছে দীর্ঘদিন ধরে।
advertisement
advertisement
সম্প্রতি বনগাঁর এক ব্যক্তি ওই দম্পতির কাছ থেকে একটি বাইক কেনে। অভিযোগ, সেই গাড়িটির রেজিস্ট্রেশন করে দেওয়ার নাম করে তাদের কাছ থেকে গাড়িটি নিয়ে ফের অন্য আরেক ব্যক্তিকে চড়া দামে বিক্রি করে দেয় বাইকটি। পরে অভিযোগকারী ওই ব্যক্তি বাইকটি নিতে এসে ঘটনার কথা জানতে পেরে বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
advertisement
আরও পড়ুন- মঙ্গলবার অঘ্রাণের সংক্রান্তিতে ইতুপুজোর উদযাপন, কৃষিপার্বণের সমাপন পালিত হবে ঘরে ঘরে
ঘটনা তদন্ত নেমে পুলিশ ওই মহিলাকে গ্রেফতার করেছে পাশাপাশি এই চক্রের সঙ্গে কারা যুক্ত তাদের সন্ধান শুরু করেছে। তবে সেকেন্ড হ্যান্ড বাইক কেনার ক্ষেত্রে আরো সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে প্রশাসনের তরফে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Second Hand Bikes : সেকেন্ড হ্যান্ড বাইক কেনার আগে সাবধান, 'বান্টি বাবলি'-র এই খপ্পরে পড়ছেন অনেকেই, প্রতারণার নতুন ফাঁদ
Next Article
advertisement
West Medinipur News Untold Story: ইমারতেই বিচার বসাত ব্রিটিশরা, জর্জ কোর্ট-এর পর অন্যতম আদালত, ভাঙ্গা ভবন ইতিহাসের সাক্ষী
ইমারতেই বিচার বসাত ব্রিটিশরা, জর্জ কোর্ট-এর পর অন্যতম আদালত, ভাঙ্গা ভবন ইতিহাসের সাক্ষী
  • স্বাধীনতার পরেও এখানে চলেছে বিচার ব্যবস্থা তবে সেই ভবন আজ ধ্বংসপ্রাপ্ত।

  • এক কথায় প্রশাসনিক ক্ষেত্র গড়ে ওঠে এই প্রত্যন্ত গঞ্জ এলাকায়।

  • এখন কালের নিয়মে ও ব্যবহার্য এই আদালত ধ্বংসের পথে।

VIEW MORE
advertisement
advertisement