Itu Puja 2025: মঙ্গলবার অঘ্রাণের সংক্রান্তিতে ইতুপুজোর উদযাপন, কৃষিপার্বণের সমাপন পালিত হবে বঙ্গজীবনের ঘরে ঘরে
- Reported by:Koushik Adhikary
- hyperlocal
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Itu Puja 2025: বঙ্গীয় পুরোহিত সভার সভাপতি চন্ডী চরণ হালদার জানিয়েছেন, একটি মাটির পাত্রে মাটি ভরে তাতে কচু, কলমি লতা, আখ, শুশুনি, ধান, পাঁচ কলাই ইত্যাদি। এছাড়াও গাছ এবং বীজ বপন করে সেটিকে পুজো করা হয়। প্রতি দিন সেটিতে শুদ্ধ বস্ত্রে, শুদ্ধ মনে জল দান করতে হয়। সমগ্র অগ্রহায়ণ মাস পুজোর পর অগ্রহায়ণ সংক্রান্তিতে পুকুর বা নদীতে ইতু বিসর্জন করে এই ব্রতের সমাপন করা হয়।
advertisement
advertisement
advertisement
বঙ্গীয় পুরোহিত সভার সভাপতি চন্ডী চরণ হালদার জানিয়েছেন, একটি মাটির পাত্রে মাটি ভরে তাতে কচু, কলমি লতা, আখ, শুশুনি, ধান, পাঁচ কলাই ইত্যাদি। এছাড়াও গাছ এবং বীজ বপন করে সেটিকে পুজো করা হয়। প্রতি দিন সেটিতে শুদ্ধ বস্ত্রে, শুদ্ধ মনে জল দান করতে হয়। সমগ্র অগ্রহায়ণ মাস পুজোর পর অগ্রহায়ণ সংক্রান্তিতে পুকুর বা নদীতে ইতু বিসর্জন করে এই ব্রতের সমাপন করা হয়।
advertisement
advertisement
advertisement
advertisement








