স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভাতারের সাহেবগঞ্জ থেকে বরযাত্রীবাহী বাসটি গলসির আদ্রাহাটি যাচ্ছিল। গ্রাম থেকে কিছুটা যেতেই হঠাৎ করে বাসের সামনে একটি টোটো চলে আসে। সেই সময় ওই টোটোটিকে রাস্তা দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে যায় বাসটি। তড়িঘড়ি উদ্ধারকার্যে হাত লাগান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভাতার থানার পুলিশও। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
advertisement
আরও পড়ুন: বাদাম ভেবে বিষ ফল খেতেই বমি, পেট ব্যাথা…! বলদেবপুরে সাংঘাতিক কাণ্ড, হাসপাতালে ভর্তি ১১ শিশু
স্থানীয় বাসিন্দা জয়রাম ঘোষ বলেন, “সাহেবগঞ্জ থেকে বিয়ে বাড়ির জন্য আদ্রাহাটি যাচ্ছিল বাসটি। গ্রাম থেকে কিছুটা আসার পরই একটি টোটোকে বাঁচাতে গিয়ে বাসটি নয়ানজুলিতে উল্টে যায়। বাসটি সোজা রাস্তাতেই আসছিল কিন্তু টোটো থেকে বাঁচাতে গিয়ে বাসটি নয়ানজুলিতে উল্টে যায়। বাসটিতে প্রায় ৭০ জনের মতো ছিল।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রিয়ব্রত দাস বলেন, “সাহেবগঞ্জ থেকে একটি বিয়ে বাড়ির বাস যাচ্ছিল এক কিলোমিটার যাওয়ার পরই সামনে একটি টোটো হঠাৎ করে চলে আসায় টোটোটিকে বাঁচাতে গিয়ে উল্টে যায়।”






