IPL Auction 2026 LIVE Updates: নিলামে একের পর এক চমক দিল কেকেআর! ক্যামেরন গ্রিন, পাথিরানা, মুস্তাফিজ ছাড়া আর কে কলকাতায়?

Last Updated:

IPL Auction 2026 (আইপিএল নিলাম ২০২৬) LIVE Updates in Bangla: এবারের নিলামে সবচেয়ে বেশি টাকা হাতে ছিল কলকাতা নাইট রাইডার্সের কাছে ছিল ৬৪ কোটি ৩০ লক্ষ। অন্য দিকে মাত্র ২ কোটি ৭৫ লক্ষ টাকা ছিল মুম্বই ইন্ডিয়ান্সের কাছে। নিলামের প্রথম দিনের পরে দল অনেকটাই গুছিয়ে নিল কেকেআর।

আইপিএলে চমক দিল কলকাতা
আইপিএলে চমক দিল কলকাতা

আবু ধাবি: আইপিএলের নিলামে চমক দিতে তৈরি ১০টি দল। গতবারের চ্যাম্পিয়ন দল বিরাট কোহলির আরসিবি চাইবে তাদের বিজয়ী দল ধরে রাখতে, অন্য দিকে নীচের দিকে থাকা দলগুলো- অর্থাৎ কলকাতা, রাজস্থান, চেন্নাই চাইবে নতুন করে দল গুছিয়ে নিতে। এবারের নিলাম অনুষ্ঠিত হচ্ছে আবু ধাবিতে। এবারের নিলামে সবচেয়ে বেশি টাকা হাতে ছিল কলকাতা নাইট রাইডার্সের কাছে ছিল ৬৪ কোটি ৩০ লক্ষ। অন্য দিকে মাত্র ২ কোটি ৭৫ লক্ষ টাকা ছিল মুম্বই ইন্ডিয়ান্সের কাছে। নিলামের প্রথম দিনের পরে দল অনেকটাই গুছিয়ে নিল কেকেআর। কেকেআরে ব্যাটার হিসাবে থাকছেন অজিঙ্কে রাহানে, রিঙ্কু সিং, ফিন অ্যালেন, টিম সেইফার্ট, আংক্রিশ রঘুবংশী, রাহুল ত্রিপাঠী, মনীশ পান্ডে, রভম্যান পাওয়েল, তেজস্বী সিং, সার্থক রঞ্জন। বোলারদের মধ্যে রয়েছেন মাথিশা পাথিরানা, মুস্তাফিজুর রহমান, বৈভব অরোরা, হর্ষিত রানা, সুনীল নারিন, উমরান মালিক, বরুণ চক্রবর্তী, আকাশ দীপ, কার্তিক ত্যাগি। অলরাউন্ডার হিসাবে দলে- ক্যামেরন গ্রিন, রাচিন রবীন্দ্র, অনুকুল রায়, রমনদীপ সিং, প্রশান্ত সোলাঙ্কি, দক্ষ কামরা।

IPL Auction 2026(আইপিএল নিলাম ২০২৬) LIVE Updates:

Dec 16, 20259:11 PM IST

নিলামে শেষ প্লেয়ার হিসেবে বিক্রি হলেন কাইল জেমিসন

আইপিএল ২০২৬ নিলানে শেষ প্লেয়ার হিসেবে বিক্রি হলেন নিউজিল্যান্ডের তারকা পেসার কাইল জেমিসন। ২ কোটি টাকায় তাকে দলে নেয় দিল্লি ক্যাপিটালস।

Dec 16, 20259:08 PM IST

গুজরাতে টম ব্যান্টন

২ কোটি টাকা বেস প্রাইস দিয়ে টম ব্যান্টনকে দলে নিস গুজরাত টাইটান্স।

Dec 16, 20259:07 PM IST

কুলদীপ সেইন রাজস্থানে

বেস প্রাইজ ৭৫ লক্ষ টাকা দিয়ে ভারতীয় মিডিয়ান পেসার কুলদীপ সেইনকে দলে নিল রাজস্থান রয়্যালস।

advertisement
Dec 16, 20259:05 PM IST

পৃথ্বি শ দিল্লিতে

প্রথম রাউন্ডে অবিক্রিত ছিলেন তারকে ব্যাটার পৃথ্বি শ। তবে অ্যাক্সিলিরেটেড রাউন্ডে ফের তার নাম ওঠে নিলামে। সেখানে বেস প্রাইজ ৭৫ লক্ষ টাকা দিয়ে পৃথ্বি শ-কে দলে নেয় দিল্লি ক্যাপিটালস।

Dec 16, 20258:29 PM IST

IPL Auction 2026 Live: জোস ইংলিসকে কিনল লখনউ

৮ কোটি ৬০ লাখে জোস ইংলিসকে কিনল লখনউ

Dec 16, 20258:24 PM IST

IPL Auction 2026 Live: ৪ কোটি ৪০ লাখে পঞ্জাবে বেন ডোয়ার্সুস

৪ কোটি ৪০ লাখে পঞ্জাব কিনল বেন ডোয়ার্সুসকে।

advertisement
Dec 16, 20258:20 PM IST

IPL Auction 2026 Live: ২ কোটিতে চেন্নাইতে ম্যাট হেনরি

২ কোটিতে ম্যাট হেনরিকে কিনে নিল চেন্নাই।

Dec 16, 20258:18 PM IST

IPL Auction 2026 Live: ৫ কোটি ২০ লাখে রাহুল চাহারকে দলে নিল চেন্নাই

৫ কোটি ২০ লাখে স্পিনার রাহুল চাহারকে দলে নিল ধোনির চেন্নাই।

Dec 16, 20258:16 PM IST

IPL Auction 2026 Live: ১ কোটি টাকায় কেকেআরে বাংলার বোলার আকাশ দীপ

বাংলার বোলারকে নিল কেকেআর। ১ কোটি টাকায় কেকেআরে বাংলার বোলার আকাশ দীপ।

advertisement
Dec 16, 20258:09 PM IST

IPL Auction 2026 Live: ২ কোটি টাকায় রাচিন রবীন্দ্রকে কিনল কেকেআর

মাত্র ২ কোটি টাকায় ওপেনার রাচিন রবীন্দ্রকে কিনল কেকেআর।

Dec 16, 20258:08 PM IST

IPL Auction 2026 Live: প্রথমে কেউ কেনেনি, দ্বিতীয় বার দাম উঠল ১৩ কোটি

প্রথমে কোনও দল কেনেনি, দ্বিতীয় বার নিলামে লিয়াম লিভিংস্টোনের দাম উঠল ১৩ কোটি, কিনল হায়দরাবাদ।

Dec 16, 20257:26 PM IST

IPL Auction 2026 Live: ৩০ লাখে সার্থক রঞ্জন এবং দক্ষ কামরাকে দলে নিল কলকাতা

বেস প্রাইস ৩০ লাখ টাকায় দক্ষ কামরা এবং সার্থক রঞ্জনকে দলে নিল কলকাতা।

advertisement
Dec 16, 20257:13 PM IST

IPL Auction 2026 Live: কুপার কনোলিকে কিনল পঞ্জাব

৩ কোটি টাকায় কুপার কনোলিকে কিনল পঞ্জাব।

Dec 16, 20257:12 PM IST

IPL Auction 2026 Live: দেড় কোটিতে হায়দরাবাদে সলিল অরোরা

দেড় কোটি টাকায় হায়দরাবাদ কিনল সলিল অরোরা।

Dec 16, 20257:07 PM IST

IPL Auction 2026 Live: মঙ্গেশ যাদবকে ৫.২ কোটিতে নিল আরসিবি

মঙ্গেশ যাদবকে ৫.২ কোটি টাকায় দলে নিল আরসিবি।

advertisement
বাংলা খবর/ খবর/খেলা/
IPL Auction 2026 LIVE Updates: নিলামে একের পর এক চমক দিল কেকেআর! ক্যামেরন গ্রিন, পাথিরানা, মুস্তাফিজ ছাড়া আর কে কলকাতায়?
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৫ – ১১ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৫ – ১১ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ৫ – ১১ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement