আবু ধাবি: আইপিএলের নিলামে চমক দিতে তৈরি ১০টি দল। গতবারের চ্যাম্পিয়ন দল বিরাট কোহলির আরসিবি চাইবে তাদের বিজয়ী দল ধরে রাখতে, অন্য দিকে নীচের দিকে থাকা দলগুলো- অর্থাৎ কলকাতা, রাজস্থান, চেন্নাই চাইবে নতুন করে দল গুছিয়ে নিতে। এবারের নিলাম অনুষ্ঠিত হচ্ছে আবু ধাবিতে। এবারের নিলামে সবচেয়ে বেশি টাকা হাতে ছিল কলকাতা নাইট রাইডার্সের কাছে ছিল ৬৪ কোটি ৩০ লক্ষ। অন্য দিকে মাত্র ২ কোটি ৭৫ লক্ষ টাকা ছিল মুম্বই ইন্ডিয়ান্সের কাছে। নিলামের প্রথম দিনের পরে দল অনেকটাই গুছিয়ে নিল কেকেআর। কেকেআরে ব্যাটার হিসাবে থাকছেন অজিঙ্কে রাহানে, রিঙ্কু সিং, ফিন অ্যালেন, টিম সেইফার্ট, আংক্রিশ রঘুবংশী, রাহুল ত্রিপাঠী, মনীশ পান্ডে, রভম্যান পাওয়েল, তেজস্বী সিং, সার্থক রঞ্জন। বোলারদের মধ্যে রয়েছেন মাথিশা পাথিরানা, মুস্তাফিজুর রহমান, বৈভব অরোরা, হর্ষিত রানা, সুনীল নারিন, উমরান মালিক, বরুণ চক্রবর্তী, আকাশ দীপ, কার্তিক ত্যাগি। অলরাউন্ডার হিসাবে দলে- ক্যামেরন গ্রিন, রাচিন রবীন্দ্র, অনুকুল রায়, রমনদীপ সিং, প্রশান্ত সোলাঙ্কি, দক্ষ কামরা।
IPL Auction 2026(আইপিএল নিলাম ২০২৬) LIVE Updates:
আইপিএল ২০২৬ নিলানে শেষ প্লেয়ার হিসেবে বিক্রি হলেন নিউজিল্যান্ডের তারকা পেসার কাইল জেমিসন। ২ কোটি টাকায় তাকে দলে নেয় দিল্লি ক্যাপিটালস।
২ কোটি টাকা বেস প্রাইস দিয়ে টম ব্যান্টনকে দলে নিস গুজরাত টাইটান্স।
বেস প্রাইজ ৭৫ লক্ষ টাকা দিয়ে ভারতীয় মিডিয়ান পেসার কুলদীপ সেইনকে দলে নিল রাজস্থান রয়্যালস।
প্রথম রাউন্ডে অবিক্রিত ছিলেন তারকে ব্যাটার পৃথ্বি শ। তবে অ্যাক্সিলিরেটেড রাউন্ডে ফের তার নাম ওঠে নিলামে। সেখানে বেস প্রাইজ ৭৫ লক্ষ টাকা দিয়ে পৃথ্বি শ-কে দলে নেয় দিল্লি ক্যাপিটালস।
৮ কোটি ৬০ লাখে জোস ইংলিসকে কিনল লখনউ
৪ কোটি ৪০ লাখে পঞ্জাব কিনল বেন ডোয়ার্সুসকে।
২ কোটিতে ম্যাট হেনরিকে কিনে নিল চেন্নাই।
৫ কোটি ২০ লাখে স্পিনার রাহুল চাহারকে দলে নিল ধোনির চেন্নাই।
বাংলার বোলারকে নিল কেকেআর। ১ কোটি টাকায় কেকেআরে বাংলার বোলার আকাশ দীপ।
মাত্র ২ কোটি টাকায় ওপেনার রাচিন রবীন্দ্রকে কিনল কেকেআর।
প্রথমে কোনও দল কেনেনি, দ্বিতীয় বার নিলামে লিয়াম লিভিংস্টোনের দাম উঠল ১৩ কোটি, কিনল হায়দরাবাদ।
বেস প্রাইস ৩০ লাখ টাকায় দক্ষ কামরা এবং সার্থক রঞ্জনকে দলে নিল কলকাতা।
৩ কোটি টাকায় কুপার কনোলিকে কিনল পঞ্জাব।
দেড় কোটি টাকায় হায়দরাবাদ কিনল সলিল অরোরা।
মঙ্গেশ যাদবকে ৫.২ কোটি টাকায় দলে নিল আরসিবি।



