আবু ধাবি: আইপিএলের নিলামে চমক দিতে তৈরি ১০টি দল। গতবারের চ্যাম্পিয়ন দল বিরাট কোহলির আরসিবি চাইবে তাদের বিজয়ী দল ধরে রাখতে, অন্য দিকে নীচের দিকে থাকা দলগুলো- অর্থাৎ কলকাতা, রাজস্থান, চেন্নাই চাইবে নতুন করে দল গুছিয়ে নিতে। এবারের নিলাম অনুষ্ঠিত হচ্ছে আবু ধাবিতে। এবারের নিলামে সবচেয়ে বেশি টাকা হাতে আছে কলকাতা নাইট রাইডার্সের কাছে- ৬৪ কোটি ৩০ লক্ষ। অন্য দিকে মাত্র ২ কোটি ৭৫ লক্ষ টাকা আছে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে। আজকের নিলামে অংশ নেবেন মোট ৩৫৯ জন ক্রিকেটার, যার মধ্যে রয়েছেন ২৪৬ জন ভারতীয় এবং ১১৩ জন বিদেশি। তবে নিলাম হওয়া ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ৭৭ জন ক্রিকেটারকে দলে নেওয়া যাবে। যার মধ্যে ৩১ জন বিদেশি ক্রিকেটারকে সর্বোচ্চ দলে নেওয়া যাবে।
IPL Auction 2026(আইপিএল নিলাম ২০২৬) LIVE Updates:
আইপিএলে চমক বাংলাদেশি পেসারের, ৯ কোটি ২০ লাখে কেকেআরে কিনল মুস্তাফিজুরকে।
দেড় কোটি টাকায় টিম শেফার্টকে ফের দলে নিল কেকেআর।
৭৫ লাখে বিধ্বংসী ব্যাটার রাহুল ত্রিপাঠিকে দলে নিল কেকেআর।
৭ কোটি টাকায় ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী অলরাউন্ডার জেসন হোল্ডারকে দলে নিল গুজরাত টাইট্যান্স।
৪ কোটিতে দিল্লি কিনল শ্রীলঙ্কার ব্যাটার পথুম নিশাঙ্ককে।
১৪.২ কোটি টাকায় বিক্রি হলেন দুই আনক্যাপড ক্রিকেটার। প্রশান্ত শর্মা এবং কার্তিক শর্মাকে ওই দামে কিনেছে চেন্নাই।
মাত্র ৩০ লাখে স্পিনার প্রশান্ত সোলাঙ্কিকে দলে নিল কেকেআর।
৯০ লাখে সুশান্ত মিশ্র রাজস্থানে
৩০ লাখে কেকেআর দলে নিল আনক্যাপড পেসার কার্তিক ত্যাগীকে।
৩ কোটিতে কেকেআর কিনল আনক্যাপড ক্রিকেটার তেজস্বী সিংকে।
অলরাউন্ডার মুকুল চৌধরিকে ২.৬ কোটিতে দলে নিল লখনউ।
১৪.২ কোটিতে কার্তিক শর্মাকে কিনল চেন্নাই।
আনক্যাপড অলরাউন্ডার কার্তিক শর্মাকে নিয়ে লড়াইয়ে কেকেআর, দাম ছাড়াল ১৩ কোটি।
প্রশান্ত বীরকে ১৪.২ কোটি টাকায় দলে নিল চেন্নাই। আইপিএলে আনক্যাপড ক্রিকেটারদের মধ্যে ছিলেন প্রশান্ত বীর, ৩০ লাখ থেকে দাম উঠল ১৪.২ কোটি।
৩০ লাখ বেস প্রাইস ছিল, সেই আকিব দারকে ৮.৪০ কোটিতে কিনে চমক দিল দিল্লি, এবারই আইপিএলে অভিষেক হতে পারে এই অলরাউন্ডারের।



